Return to Video

দ্বিতীয় পর্যায়ঃ যোগ করা

  • 0:01 - 0:19
    আপনাদের দ্বিতীয় পর্যায়ের পরিচিতিপর্বে স্বাগতম।
  • 0:19 - 0:28
    আসলে.. আমি মনে করি আমাদের কিছু সমস্যা অনুশীলন দিয়ে শুরু করা উচিত এবং
  • 0:28 - 0:35
    আশা করি যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আপনারা একটা
  • 0:35 - 0:35
    পরিষ্কার ধারণা পাবেন যে এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করা উচিত। চলুন, শুরু করা যাক....
  • 0:35 - 0:36
    প্রথমেই দেখা যাক আমার পেন টুলটি ঠিক আছে কি না। ...ঠিক আছে।
  • 0:36 - 0:36
    ধরুন আমাকে দেওয়া হলো ১১ এবং ৪।
  • 0:36 - 0:37
    এখন আমাকে বলা হলো.. তুমি এদু'টো যোগ করো। কিন্তু আমি এখনো জানিনা কিভাবে
  • 0:37 - 0:37
    দু'টো সংখ্যাকে যোগ করতে হয়।
  • 0:37 - 0:38
    আমরা এই কাজটা অনেকগুলো উপায়ে করতে পারি।
  • 0:38 - 0:40
    সবার আগে আমি আপনাদের দেখাবো কিভাবে
  • 0:40 - 0:41
    এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো যোগ করতে হয় এবং আপনাদের আরেকটা জিনিস শেখাবো যেটাকে ইংরেজিতে বলে 'ক্যারি অপারেশন' বা কিছু মান হাতে রাখা যে জিনিসটা আপনারা
  • 0:41 - 0:43
    পুরে সমস্যা সমাধানে ব্যবহার করতে পারবেন।
  • 0:43 - 0:46
    আমরা আসলে আপনাকে যে জিনিসটা বোর্ডে দেখানোর চেষ্টা করবো তা হচ্ছে
  • 0:46 - 0:47
    এই ধরনের সমস্যাগুলো পেলে আপনি কিভাবে
  • 0:47 - 0:49
    সমস্যাটা মুখে মুখে বা মাথার ভিতরেই করে ফেলার চেষ্টা করবেন।
  • 0:49 - 0:51
    তো.. আপনাকে প্রথমেই যা করতে হবে তা হলো
  • 0:51 - 0:56
    ১১ এর সব'চে ডানের অঙ্কের দিকে খেয়াল করুন।
  • 0:56 - 0:58
    আমরা এটাকে বলি এককের ঘর।
  • 0:58 - 1:00
    কারণ এটা হলো একক এবং এর বামপাশে দশকের ঘর ও অঙ্কটিকে আমরা বলি দশক স্থানীয় অঙ্ক।
  • 1:00 - 1:02
    আমি জানি আপনি অনেকটা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন কিন্তু এগুলোকে এভাবেই ডাকা হয় আর
  • 1:02 - 1:04
    সবকিছুই কিছুক্ষণ পর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
  • 1:07 - 1:09
    এখন এককের ঘরের দিকে খেয়াল করুন। এখানে একটি ১ রয়েছ।
  • 1:09 - 1:12
    আপনাকে এই ১ টি কে এর ঠিক নিচের অঙ্কটির সাথে যোগ করতে হবে।
  • 1:12 - 1:14
    তাহলে ১+ ৪= ৫
  • 1:14 - 1:16
    এটা তো আপনার জানা।
  • 1:16 - 1:20
    তাই না? আপনি জানেন, এক আর চার যোগ করলে পাঁচ হয়।
  • 1:20 - 1:22
    এবং আমি এখানে সেটিই করেছি।
  • 1:22 - 1:26
    আমি বললাম এই ১ এবং ৪ মিলে হলো ৫।
  • 1:26 - 1:27
    এখন এটা দেখা যাক।
  • 1:27 - 1:29
    এই ১ আর এই... এখানে একটা যোগ চিহ্ন ছাড়া কিছুই নেই
  • 1:29 - 1:31
    এবং এটা কোন অঙ্ক নয়।
  • 1:31 - 1:33
    তাহলে এই ১ + কিছুইনা = ১
  • 1:33 - 1:36
    তাই আমরা এখানে ১ বসালাম।
  • 1:36 - 1:40
    এবং আমরা পেলাম ১১+৪=১৫
  • 1:40 - 1:45
    এখন আপনি জানেন যে এই পদ্ধতিতে নির্ভুল যোগ করা যায়।
    চলুন দেখি
  • 1:45 - 1:46
    কিছু ভিন্ন উপায়ে এই কাজটি করা যায় কি না।
  • 1:46 - 1:49
    শুধু আপনার নিজের বোঝার জন্য যে এগার আর চারের যোগটা কিভাবে হচ্ছে।
  • 1:49 - 1:55
    ধরুন... আমার কাছে ১১টা বল আছে.. ১,২,৩,৪,৫,৬..
  • 1:55 - 1:59
    ..৭,৮,৯,১০,১১
  • 1:59 - 2:04
    এগারটাই আছে?...এক,দুই,তিন,চার,পাঁচ,ছয়,সাত,আট,নয়,দশ,এগার।
    ভাল.. আরেকবার দেখি(..গান গেয়ে)
    এক,দুই,তিন,চার,পাঁচ,ছয়,সাত,আট,নয়,দশ,এগার... তাড়াতাড়িই বললাম.. আমি একটু অদ্ভুত মানুষ!
  • 2:15 - 2:18
    ওকে! এখানে এগারটাই আছে আর আমরা আরো চারটি যোগ করতে যাচ্ছি।
  • 2:18 - 2:23
    তো.. এক,দুই,তিন,চার।
  • 2:23 - 2:24
    তাহলে এখন আমাদের দেখতে হবে মোট কয়টা গোল্লা
  • 2:24 - 2:28
    অখবা বল আমাদের কাছে আছে।
  • 2:28 - 2:34
    দেখি... এক,দুই,তিন,চার,পাঁচ,ছয়,সাত,আট,
  • 2:34 - 2:40
    নয়,দশ,এগার,বার,তের,চৌদ্দ,পনের।
  • 2:40 - 2:42
    আমরা পেলাম পনের। কিন্তু আমি চাইবনা আপনি প্রতিবারই এভাবে যোগ করুন কারণ
  • 2:42 - 2:44
    এভাবে দীর্ঘ সময় ব্যয় হয়।
  • 2:44 - 2:46
    কিন্তু.. আপনি যদি কোন কারণে বিভ্রান্ত বোধ করেন
  • 2:46 - 2:48
    তখন ভুল করার চাইতেও দীর্ঘ সময় ব্যয় করে উত্তর দেয়া ভালো।
  • 2:48 - 2:51
    চলুন এই যোগের ব্যাপারটা অন্য আরেকভাবে চিন্তা করি কারণ
  • 2:51 - 2:53
    আমার মনে হয় কোন বিষয়ে যতই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ হতে চিন্তা ভিন্ন ভিন্ন রূপে
  • 2:53 - 2:54
    বিভিন্ন মানুষের কাছে ধরা দেয়।
  • 2:54 - 2:56
    চলুন একটা সংখ্যারেখা টানা যাক।
  • 2:56 - 2:58
    আমি জানিনা আপনি আগে কখনো সংখ্যারেখা দেখেছেন কিনা কিন্তু
  • 2:58 - 3:01
    আপনি এখন তা দেখতে পাবেন।
  • 3:01 - 3:04
    একটা সংখ্যারেখা আঁকতে আমি যা করব তা হল সবগুলো সংখ্যাকে
  • 3:04 - 3:05
    ক্রমানুযায়ী সাজাব।
  • 3:05 - 3:14
    তো.. ০,১,২,৩,৪,৫,৬... আমি ছোট জায়গা নিয়ে লিখছি কারণ আমাকে
  • 3:14 - 3:24
    কমপক্ষে পনের পর্যন্ত লিখতে হবে। তো.. ৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮..
  • 3:36 - 3:39
    দুইদিকে দুইটি তীরচিহ্ন বোঝাচ্ছে যে সংখ্যাগুলো
  • 3:39 - 3:41
    দুইদিকেই ক্রমান্বয়ে বাড়বে।
  • Not Synced
    এভাবে বাড়তে থাকবে।
Title:
দ্বিতীয় পর্যায়ঃ যোগ করা
Description:

Adding a 2 digit number to a 1 digit number. Introduction to carrying.

more » « less
Video Language:
English
Duration:
09:48
Anirban edited Bengali subtitles for Level 2 Addition
Anirban edited Bengali subtitles for Level 2 Addition
Anirban added a translation

Bengali subtitles

Incomplete

Revisions