Return to Video

সহিষ্ণুতা বৃদ্ধির জন্য চাই আরো...পর্যটন?

  • 0:01 - 0:04
    বর্তমানে আমি একজন পর্যটন সংগঠক
    ও শান্তি-নির্মাতা,
  • 0:04 - 0:06
    কিন্তু আমি শুরু করেছিলাম অন্যভাবে।
  • 0:06 - 0:10
    যখন আমি বছর সাতেকের ছিলাম,
    মনে আছে দূরদর্শনে
  • 0:10 - 0:12
    একদিন দেখলাম লোকে পাথর ছুঁঁড়ছে,
  • 0:12 - 0:16
    মনে হয়েছিল এটা বুঝি খুব মজার ব্যাপার ।
  • 0:16 - 0:18
    সুতরাং আমিও রাস্তায় নেমে পাথর
    ছোঁড়া শুরু করলাম,
  • 0:18 - 0:23
    এটা না বুঝেই, যে পাথরগুলি ইজরায়েলিদের
    গাড়ির ওপর ছোঁড়ার কথা।
  • 0:23 - 0:27
    তার বদলে, আমি আমার পড়শির
    গাড়িতে আঘাত করলাম।(সমবেত হাসি)
  • 0:27 - 0:31
    বলা বাহূল্য আমার এমন দেশপ্রেমে
    তাঁরা খুশী হলেন না।
  • 0:31 - 0:33
    এটি আমার ভাইয়ের সাথে আমার ছবি
  • 0:33 - 0:36
    এই ছোট ছেলেটি আমি,
    জানি আপনারা কী ভাবছেনঃ
  • 0:36 - 0:39
    "বেশ তো মিষ্টি দেখতে ছিলে,
    তোমার এমন দশা হল কীভাবে?
  • 0:39 - 0:41
    কিন্তু আমার ভাই, যে আমার থেকে বড়,
  • 0:41 - 0:43
    আঠারো বছর বয়সে কারাদন্ড পায়,
  • 0:43 - 0:46
    পাথর ছোঁড়ার দায়ে অভিযুক্ত হয়ে।
  • 0:46 - 0:50
    সে পাথর ছুঁড়েছে তা স্বীকার করতে অসম্মত
    হওয়ায় তাকে মারধর করা হয়।
  • 0:50 - 0:52
    ফলে সে গুরুতরভাবে আহত হয়,
  • 0:52 - 0:57
    ও কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছু সময়ের
    মধ্যেই তার মৃত্যু ঘটে।
  • 0:57 - 1:00
    আমি তখন ক্রুদ্ধ, ক্ষুব্ধ,
  • 1:00 - 1:04
    প্রতিশোধের জন্য মরিয়া
  • 1:04 - 1:07
    কিন্তু এই অস্থিরতা কমে এল
    আমি যখন প্রায় আঠারো।
  • 1:07 - 1:10
    আমার মনে হল যে কর্মসংস্থানের জন্য
    হিব্রু ভাষাটি জানা দরকার
  • 1:10 - 1:13
    এবং হিব্রু পড়তে গিয়ে
  • 1:13 - 1:18
    প্রথম পরিচিত হলাম এমন ইহুদিদের সাথে
    যাঁরা সৈনিক নন।
  • 1:18 - 1:23
    তাঁদের সাথে আমার সখ্যতা হল ছোটখাট
    ব্যাপারের মধ্যে দিয়ে, যেমন পল্লীগীতি,
  • 1:23 - 1:27
    প্যালেস্তানিয়দের জন্য যেটা বেশ বিচিত্র
    এক ব্যাপার।
  • 1:27 - 1:31
    অবশ্য এই সময়েই আমি এটাও উপলব্ধি করি
    যে আমাদের মাঝে আছে ক্রোধের দেওয়াল,
  • 1:31 - 1:37
    ঘৃনা ও অজ্ঞতার দেওয়াল, যা আমাদের
    আলাদা করে রেখেছে।
  • 1:37 - 1:41
    বুঝলাম জীবনে কী ঘটল তা তেমন
    গুরুত্বপূর্ন নয়।
  • 1:41 - 1:44
    যা গুরুত্বপূর্ন, তা হল আমার প্রতিক্রিয়া।
  • 1:44 - 1:47
    সুতরাং, আমি ঠিক করলাম
    আমার জীবন নিয়োজিত করব
  • 1:47 - 1:52
    এই বিভেদের দেওয়ালগুলি ভাঙ্গতে।
  • 1:52 - 1:54
    এই কাজটি আমি বিভিন্ন ভাবে করি ।
  • 1:54 - 1:57
    পর্যটন এগুলির মধ্যে একটি,
    তাছাড়া আছে গনমাধ্যম ও শিক্ষা।
  • 1:57 - 2:01
    হয়ত ভাবছেন, পর্যটন কীভাবে
    পরিবর্তন আনবে?
  • 2:01 - 2:02
    এতে কি দেওয়াল ভাঙ্গবে? হ্যাঁ।
  • 2:02 - 2:07
    পর্যটন সেরা অনুমোদনযোগ্য উপায়
    এ দেওয়াল ভাঙ্গার
  • 2:07 - 2:11
    ও একে অন্যের সাথে সুসম্পর্ক স্থাপন করার
  • 2:11 - 2:14
    ও মানুষের মধ্যে মেলবন্ধন করার।
  • 2:14 - 2:16
    ২০০৯ সালে আমি মেজদি ট্যুরসের
    সহপ্রতিষ্ঠাতা হই,
  • 2:16 - 2:19
    এমন এক উদ্যোগ
    যার লক্ষ্য হল সামাজিক মেলবনন্ধন।
  • 2:19 - 2:21
    দুজন ইহুদি বন্ধুর সাথে শুরু করি এটি,
  • 2:21 - 2:24
    আর আমরা যা করি, যা করেছিলাম,
  • 2:24 - 2:26
    ধরুন জেরুসালেমে, থাকবেন
    দুজন ভ্রমন সঙ্গী,
  • 2:26 - 2:30
    একজন হবেন প্যালেস্তনীয়, অন্যজন ইজরায়েলী,
    যাঁরা সফর নির্দেশনা করবেন একসাথে,
  • 2:30 - 2:33
    কথা বলবেন ইতিহাস ও কাহিনি,
    স্থপতি ও বিবাদের,
  • 2:33 - 2:36
    সম্পূর্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে।
  • 2:36 - 2:39
    আমি একবার কবি নামে এক বন্ধুর
    সাথে একটি সফর আয়োজন করেছিলাম
  • 2:39 - 2:43
    শিকাগোর এক দল ইহুদি পর্যটকদের নিয়ে,
    জেরুসালেমে...
  • 2:43 - 2:46
    তাঁদের নিয়ে একটি প্যালেস্তানীয়
    উদ্বাস্তু শিবিরে গেলাম,
  • 2:46 - 2:49
    আর সেখানে আমরা সবাই মিলে
    খেলাম দারুন এক খাবার।
  • 2:49 - 2:51
    যাইহোক, ইনি আমার মা।
    ভীষন জমাটি মানুষ।
  • 2:51 - 2:54
    আর এইটি হল মকলুবা,
    একটি প্যালেস্তানীয় খাবার।
  • 2:54 - 2:56
    নামটির মানে হল 'উল্টো।'
  • 2:56 - 2:58
    এটি ভাত ও মুরগীর মাংসের
    পদ, এবং এটি তৈরী করে উলটে দিতে হয়।
  • 2:58 - 3:01
    এটি একটি অত্যন্ত সুস্বাদু পদ।
  • 3:01 - 3:02
    এটি সকলে একসাথে খাওয়া হবে।
  • 3:02 - 3:04
    তারপর ইজরায়েলী ও প্যালেস্তানীয়
    যৌথ সংগীত-দলের গান হল,
  • 3:04 - 3:07
    আর সাথে হল বেলি ডান্স।
  • 3:07 - 3:08
    আপনারা যদি বেলি ডান্স না জেনে থাকেন,
    আমি না হয় পরে শিখিয়ে দেব।
  • 3:08 - 3:12
    যখন যাওয়ার সময় হল, দুপক্ষই
  • 3:12 - 3:15
    কাঁদতে লাগল, কারন কারোরই
    এই মজলিশ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না।
  • 3:15 - 3:17
    তিন বছর পরেও সেই আত্মীয়তা রয়ে গেছে।
  • 3:17 - 3:21
    ভাবুন তো, যদি এক কোটি মানুষ
  • 3:21 - 3:24
    যাঁরা প্রতি বছর আন্তর্জাতিক ভ্রমন করেন,
  • 3:24 - 3:28
    তাঁদের শুধুমাত্র বাসে করে এক দিক
    থেকে অন্যদিকে না নিয়ে গিয়ে
  • 3:28 - 3:31
    এক হোটেল থেকে অন্য হোটেলে না নিয়ে গিয়ে,
  • 3:31 - 3:33
    শুধু বাসের জানলা দিয়ে লোকজন বা
    জায়গার ছবি না তুলে
  • 3:33 - 3:37
    যদি প্রকৃত অর্থে লোকের সাথে মেলামেশা
    করানো যেত।
  • 3:37 - 3:40
    জানেন, আমার মনে আছে ইউ কে থেকে আসা
    একটি মুসলমান দলের কথা
  • 3:40 - 3:44
    যাঁরা গিয়েছিলেন এক কট্টর ইহুদি পরিবারে
  • 3:44 - 3:47
    আর একসাথে করেছিলেন তাঁদের শুক্রুবারের
    পবিত্র সান্ধ্যভোজন,
  • 3:47 - 3:51
    তাঁরা একসাথে খেয়েছিলেন হামিন,
    একটি ইহুদি পদ, এক ধরনের ঝোল,
  • 3:51 - 3:55
    এবং তাঁরা ক্রমে উপলব্ধি করলেন,
  • 3:55 - 3:58
    যে একশ বছর আগে, তাঁদের পূর্বপুরুষেরা
  • 3:58 - 4:01
    উত্তর আফ্রিকার একই জায়গা থেকে এসেছিলেন।
  • 4:01 - 4:04
    এটি আপনার ফেসবুকের ছবির পাতা নয়।
  • 4:04 - 4:07
    এটি দুর্যোগ পর্যটন নয়।
  • 4:07 - 4:09
    এটি পর্যটনের ভবিষ্যত,
  • 4:09 - 4:11
    আমি আপনাকে নিমন্ত্রন করছি
    ভ্রমনের ধারনা পাল্টাতে।
  • 4:11 - 4:14
    এটি আমরা সারা বিশ্ব জুড়ে করতে শুরু করেছি,
  • 4:14 - 4:16
    আয়ারল্যান্ড থেকে ইরান থেকে তুর্কি,
  • 4:16 - 4:19
    সমাজ পাল্টানোর জন্য আমা্দের
  • 4:19 - 4:21
    যেখানে যেতে হবে, সেখানেই যাব।
  • 4:21 - 4:23
    ধন্যবাদ
  • 4:23 - 4:25
    (করতালি)
Title:
সহিষ্ণুতা বৃদ্ধির জন্য চাই আরো...পর্যটন?
Speaker:
আজিজ আবু সারাহ
Description:

আজিজ আবু সারাহ একজন প্যালেস্তনীয় সমাজকর্মী যাঁর শান্তিরক্ষার উপায়টি সাধারনের থকে আলাদাঃ পর্যটক হয়ে। এই টেড ফেলোটি দেখান কিভাবে পরস্পরের মধ্যে সাধারন সামাজিকতা ভিভিন্ন জাতির বহূদিনের বিভেদ ও ঘৃনা মুছে দিতে পারে। তিনি শুরু করেন প্যালেস্তনীয়দের ইজরায়েল ভ্রমন, ও তারপর আরো...

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
04:37

Bengali subtitles

Revisions