Return to Video

প্রামান্যচিত্র - গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জীবন ও সাহিত্য

  • Not Synced
    এটাই হলো কলম্বিয়ার সাহিত্য।
  • Not Synced
    আমি নিশ্চিত যে খুব মানুষেরই এই কবিতাটি মনে আছে।
  • Not Synced
    কলম্বিয়া, ৬ মার্চ ১৯২৭।
  • Not Synced
    আরাকাতাকা নামের একটি ছোট্ট শহরের আশপাশের কলা খামারগুলোতে মুষলধারে বৃষ্টি পড়ছে।
  • Not Synced
    সেদিন, অতলান্তিক মহাসাগর এবং ক্রান্তিবলয়ের যৌথ চিহ্নের নীচে
  • Not Synced
    জন্মগ্রহণ করেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
  • Not Synced
    ৫৫ বছর পরে, নোবেল সাহিত্য পুরস্কারে ভুষিত হলেন এই লেখক
  • Not Synced
    যার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সমগ্র বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে।
  • Not Synced
    আমার জন্মের পর থেকেই আমি জানতাম
  • Not Synced
    যে একদিন আমি লেখক হবো।
  • Not Synced
    আমি লেখক হতে চেয়েছিলাম, লেখক হবার বাসনা, ইচ্ছাশক্তি, মনোভাব
  • Not Synced
    সবই আমার ছিল। আমি সবসময়ই কিছু না কিছু লিখতাম।
  • Not Synced
    আমি কখনো ভাবিনি যে আমার দ্বারা আর কিছু করা সম্ভব
  • Not Synced
    আমি কখনো ভাবিনি যে লেখালেখি করে আমি কোনদিন জীবনধারণ করতে পারবো
  • Not Synced
    কিন্তু লেখক হতে গিয়ে যদি আমাকে না খেয়ে মরতে হয়
  • Not Synced
    আমি তার জন্যেও প্রস্তুত ছিলাম।
  • Not Synced
    এই দৃঢ়সংকল্প বক্তা - সাহিত্যের জন্যে যিনি যে কোন ত্যাগ স্বীকার করতে রাজি ছিলেন
  • Not Synced
    'শতবর্ষের নি:সঙ্গতা' উপন্যাস লিখে তিনি পৃথিবীর একটি নতুন ভিশনের জন্ম দেন
  • Not Synced
    মাকোন্দো, ক্যারিবীয় উপকুলের একটি ছোট গঞ্জ শুধু নয়...
  • Not Synced
    ...বরং একটি গোটা মহাদেশ।
  • Not Synced
    কিন্তু এই পৃথিবীর আদি উৎস কি?
  • Not Synced
    এই উপন্যাস যার ঘটনা সব সত্যি অথচ স্বপ্নের মত
  • Not Synced
    একটি ভুতুড়ে গল্প যাতে আমরা ভয় পাই না
  • Not Synced
    একটি ছোট বালক সে কি করে যাদুকরে রূপান্তরিত হয়?
  • Not Synced
    একদম শুরুতে ছিলেন একজন মাতামহ, নিকোলাস মার্কেজ, কর্নেল সাহেব।
  • Not Synced
    এক ধনাঢ্য পরিবারের সন্তান, কলম্বিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে (১৮৯৯-১৯০২) লড়াই করেছিলেন।
  • Not Synced
    কর্নেলের একজন বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু, যুদ্ধের সময় থেকে
  • Not Synced
    নাম মেদার্দো পাচেকো
  • Not Synced
    অথচ ১৯০৮ সালের অক্টোবর মাসে দুজন একে অপরকে চ্যালেঞ্জ করলেন
  • Not Synced
    ডুয়েল লড়বেন, সম্ভ্রমের প্রশ্নে
  • Not Synced
    কর্নেলের গুলিতে পাচেকোর মৃত্যু হলো
  • Not Synced
    কিন্তু তার শোক এত প্রবল, এতই অসীম
  • Not Synced
    যেন তিনি নিজেকেই হত্যা করেছেন।
  • Not Synced
    বিহ্বল কর্নেল তার জন্মের শহর ছেড়ে নির্বাসনে চলে গেলেন
  • Not Synced
    সিয়েরা নেভাদা পর্বতমালার অপর প্রান্তে
  • Not Synced
    অজানা এক গ্রামের উদ্দেশ্যে
  • Not Synced
    কুড়ি বছর পেরিয়ে যায়
  • Not Synced
    কর্নেল সাহেবের কন্যা, তার দুই চোখের মনি
  • Not Synced
    লুইসা বড় হয়ে ওঠে
  • Not Synced
    এবং গঞ্জের টেলিগ্রাফ অপারেটরের প্রেমে পড়ে যায়, প্রবল ভাবে
  • Not Synced
Title:
প্রামান্যচিত্র - গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জীবন ও সাহিত্য
Description:

more » « less
Video Language:
Spanish
Team:
Captions Requested
Duration:
51:18

Bengali subtitles

Incomplete

Revisions Compare revisions