Return to Video

'স্বশিক্ষা' বিষয়ে সুগতা মিত্র'র নতুন গবেষণা

  • 0:02 - 0:04
    যাই হোক, এইটা মোটামুটি একটা জানা কথা ওখানে লেখা আছে।
  • 0:04 - 0:07
    আমি এই বাক্যটি নিয়ে কাজ শুরু করি ১২ বছর আগে,
  • 0:07 - 0:10
    এবং আমি শুরি করেছিলাম
  • 0:10 - 0:12
    উন্নয়নশীল দেশগুলো নিয়ে,
  • 0:12 - 0:15
    কিন্তু আপনারা এখানে এসেছেন সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে।
  • 0:15 - 0:18
    তো আপনি যদি আপনার দেশের মানচিত্রের কথা চিন্তা করেন,
  • 0:18 - 0:20
    আমার ধারণা আপনি বুঝতে পারবেন
  • 0:20 - 0:22
    যে সারা দুনিয়াতে প্রতে্যকটি দেশের জন্যই,
  • 0:22 - 0:24
    আপনি ছোট ছোট বৃত্ত এঁকে বলেত পারবেন যে,
  • 0:24 - 0:27
    "এই হচ্ছে সেই জায়গাগুলো যেখানে কোন ভালো শিক্ষক যাবেন না।"
  • 0:28 - 0:30
    এবং সেই সাথে,
  • 0:30 - 0:33
    ওইগুলো হচ্ছে সেই জায়গা যেখান থেকে সমস্যাগুলো তৈরি হয়।
  • 0:33 - 0:35
    আমাদের আসলে একটা উল্টো ধরণের সমস্যা আছে।
  • 0:35 - 0:37
    ভালো শিক্ষকেরা শুধুমাত্র সেই সব জায়গায়
  • 0:37 - 0:40
    যাবেন না যেখানে তাঁদেরকে সবচে বেশি দরকার।
  • 0:40 - 0:43
    আমি ১৯৯৯ সালে শুরু করি
  • 0:43 - 0:46
    একটা গবেষণার মাধ্যমে এই সমস্যাটার প্রতি মনোযোগ দিই,
  • 0:46 - 0:49
    নয়া দিল্লি তে এটি ছিল খুবই সাধারণ একটা পরীক্ষা।
  • 0:51 - 0:54
    আমি আসলে একটা কম্পিউটারকে
  • 0:54 - 0:57
    নয়া দিল্লির একটি বস্তির দেয়ালে সেঁটে দিয়েছিলাম।
  • 0:58 - 1:01
    বাচ্চারা কালেভদ্রে স্কুলে যেত। এবং ওরা কোন ইংরেজী জানত না।
  • 1:01 - 1:03
    ওরা আগে কোনদিন কম্পিউটারও দেখেনি,
  • 1:03 - 1:06
    এবং ইন্টারনেট কি জিনিস তাও ওরা জানত না।
  • 1:06 - 1:09
    আমি এতে দ্রুতগতির ইন্টারনেট লাগালাম -- এটি মাটি থেকে মোটামুটি তিন ফুট উঁচুতে --
  • 1:09 - 1:11
    চালিয়ে দিয়ে রেখে চলে আসলাম।
  • 1:11 - 1:13
    এর পর,
  • 1:13 - 1:16
    আমরা কিছু মজার ব্যপার খেয়াল করলাম, আপনারা সেগুলো দেখতে পাবেন।
  • 1:16 - 1:19
    আমি এই নিরীক্ষাটি সারা ভারতজুড়ে বারবার করেছি£
  • 1:19 - 1:21
    এবং তারপর
  • 1:21 - 1:23
    দুনিয়ার বিশাল অংশজুড়ে করেছি
  • 1:23 - 1:25
    এবং খেয়াল করলাম যে
  • 1:25 - 1:27
    বাচ্চারা সেটাই করতে শিখবে
  • 1:27 - 1:30
    যা তারা করতে শিখতে চায়।
  • 1:30 - 1:32
    এইটা হচ্ছে আমাদের করা প্রথম পরীক্ষা --
  • 1:32 - 1:34
    আপনাদের ডান দিকে এক আট বছর বয়সী ছেলে
  • 1:34 - 1:37
    ওর ছাত্রীকে পড়াচ্ছে, এক ছয় বছর বয়সী মেয়ে,
  • 1:37 - 1:40
    ছেলেটা ওকে শিখাচ্ছিল কিভাবে ব্রাউজিং করতে হয়।
  • 1:41 - 1:44
    এই মাঝের ছেলেটা মধ্য ভারতীয় --
  • 1:45 - 1:47
    এইটা রাজস্থানের একটি গ্রাম,
  • 1:47 - 1:50
    সেখানে বাচ্চারা নিজেরাই নিজেদের গান রেকর্ড করেছে
  • 1:50 - 1:53
    তারপর ওরা একে অন্যকে সেটা বাজিয়ে শুনিয়েছে,
  • 1:53 - 1:55
    আর এই কাজে
  • 1:55 - 1:57
    ওরা নিজেরা পুরোপুরি মজা পেয়েছে।
  • 1:57 - 1:59
    ওরা এই সব কাজ চার ঘন্টার মধে্য করেছে
  • 1:59 - 2:02
    প্রথম কম্পিউটার দেখার পর।
  • 2:02 - 2:05
    আরেক দক্ষিণ ভারতীয় গ্রামে,
  • 2:05 - 2:07
    এই ছেলেরা
  • 2:07 - 2:09
    একটা ভিডিও ক্যামেরা জড়ো করেছে
  • 2:09 - 2:11
    ওরা একটি ছুটন্ত মৌমাছির ছবি তুলতে চেষ্টা করছিল।
  • 2:11 - 2:13
    ওরা এইটা Disney.com থেকে ডাউনলোড করেছে।
  • 2:13 - 2:15
    অথবা এই ওয়েবসাইটগুলোর কোন একটা থেকে,
  • 2:15 - 2:18
    ওদের গ্রামে কম্পিউটার স্থাপনের ১৪ দিন পর।
  • 2:21 - 2:23
    শেষ পর্যন্ত,
  • 2:23 - 2:25
    আমরা এই উপসংহারে পৌঁছলাম যে শিশুদের দল
  • 2:25 - 2:28
    কম্পিউটার আর ইন্টারনেট থেকে নিজেরাই শিখতে পারে,
  • 2:28 - 2:30
    তারা কোথায় আছে
  • 2:30 - 2:33
    কার সাথে আছে সেইটা গুরুত্বপুর্ণ নয়
  • 2:33 - 2:36
    এই সময়, আমি আরেকটু বেশি আশাবাদী হয়ে উঠলাম
  • 2:36 - 2:39
    এবং সিদ্ধান্ত নিলাম
  • 2:39 - 2:42
    শিশুরা কম্পিউটার দিয়ে আর কী করতে পারে তা দেখার
  • 2:42 - 2:45
    আমরা ভারতের হায়দ্রাবাদে একটা পরীক্ষা দিয়ে শুরু করলাম,
  • 2:45 - 2:48
    সেখানে আমি একদল শিশুকে দিলাম --
  • 2:48 - 2:51
    ওরা গভীর তেলেগু টানে ইংরেজী বলত
  • 2:51 - 2:53
    আমি ওদেরকে একটা কম্পিউটার দিলাম
  • 2:53 - 2:55
    সাথে কথা-থেকে-লেখা যায় এমন সফটওয়্যার,
  • 2:55 - 2:58
    যেটা এখন উইন্ডোজের সাথে বিনামূল্যে পাওয়া যায়,
  • 2:58 - 3:00
    তারপর ওদের বললাম ওর মধে্য কথা বলতে
  • 3:00 - 3:02
    তো ওরা যখন ওই সফটওয়্যারে কথা বলল,
  • 3:02 - 3:04
    কম্পিউটার হাবিজাবি লেখা শুরু করল,
  • 3:04 - 3:06
    তখন ওরা বলল, "আমরা যা বলছি এই কম্পিউটার তো তার কিছুই বুঝতে পারে না"
  • 3:06 - 3:08
    তো আমি বললাম, "হ্যাঁ, আমি এইটা এখানে দুই মাসের জন্য রেখে যাব
  • 3:08 - 3:10
    তোমরা নিজেদের কথাগুলো
  • 3:10 - 3:12
    কম্পিউটারকে বোঝাও।"
  • 3:12 - 3:14
    তখান বাচ্চারা বলল, "আমরা সেটা করব কিভাবে?"
  • 3:14 - 3:16
    আমি বললাম,
  • 3:16 - 3:18
    "আমি আসলে জানিনা।"
  • 3:18 - 3:20
    (হাসি)
  • 3:20 - 3:22
    তারপর আমি চলে গেলাম।
  • 3:22 - 3:24
    (হাসি)
  • 3:25 - 3:27
    দুই মাস পর --
  • 3:27 - 3:29
    এবং এইটা এখন নথিভুক্ত
  • 3:29 - 3:31
    তথ্য প্রযুক্তি বিষয়ক
  • 3:31 - 3:33
    আন্তর্জাতিক উন্নয়ন জার্নালে --
  • 3:33 - 3:35
    যে ওদের উচ্চারণের টান বদলে গিয়েছিল
  • 3:35 - 3:38
    এবং অদ্ভুতভাবে তা নিরপেক্ষ ব্রিটিশ উচ্চারণের খুব কাছাকাছি
  • 3:38 - 3:41
    যেভাবে আমি কথা-থেকে-লেখা'র সফটওয়্যারটিকে প্রশিক্ষণ দিয়েছিলাম।
  • 3:41 - 3:44
    অন্যভাবে বললে, ওরা সবাই জেম্স টুলি'র মত করে কথা বলছিল|
  • 3:44 - 3:46
    (হাসি)
  • 3:46 - 3:48
    তাহলে ওরা নিজে নিজেই তা করতে সক্ষম হয়েছিল
  • 3:48 - 3:50
    এর পর, আমি আরও নিরীক্ষা শুরু করলাম
  • 3:50 - 3:52
    বিভিন্ন বিষয়ের উপর
  • 3:52 - 3:54
    যে ওরা নিজেরাই হয়ত বিভিন্ন কাজ করতে শিখবে
  • 3:54 - 3:57
    একবার কলম্বো থেকে আমি একটা অদ্ভুত টেলিফোন কল পেলাম,
  • 3:57 - 3:59
    স্বর্গত আর্থার সি. ক্লার্ক এর কাছ থেকে,
  • 3:59 - 4:01
    উনি বললেন, "আমি দেখতে চাই কী ঘটনা ঘটে চলেছে।"
  • 4:01 - 4:04
    উনি ভ্রমণে অপারগ ছিলেন, তো আমিই গেলাম ওঁর কাছে
  • 4:04 - 4:06
    উনি দুটি মজার বিষয় বললেন,
  • 4:06 - 4:11
    "কোন মেশিন যদি কোন শিক্ষকের বিকল্প হয়ে উঠতে পারে, তবে তাই হওয়াই উচিত।"
  • 4:11 - 4:13
    (হাসি)
  • 4:13 - 4:15
    ওঁর বলা দ্বিতীয় কথাটি ছিল,
  • 4:15 - 4:17
    "শিশুদের যদি আগ্রহ থাকে,
  • 4:17 - 4:20
    তাহলে শিক্ষা নিজে নিজেই ঘটে।"
  • 4:20 - 4:22
    আর আমি সেটা করছিলাম হাতেনাতে,
  • 4:22 - 4:24
    তাই বারবার আমি এই ঘটনা দেখি আর ওঁর কথা ভাবি।
  • 4:24 - 4:27
    (ভিডিও) আর্থার সি. ক্লার্ক: এবং ওরা নিশ্চয়ই
  • 4:27 - 4:29
    মানুষকে সাহায্য করতে পারে,
  • 4:29 - 4:31
    কারন শিশুরা খুব দ্রুত কোন কিছু চালাতে শিখে
  • 4:31 - 4:34
    এবং ওদের যেটা পছন্দ সেটা খুঁজে বের করে ফেলে
  • 4:34 - 4:37
    আর যখন তুমি আগ্রহ পাবে তখনই তুমি শিখবে।
  • 4:37 - 4:40
    সুগতা মিত্র: আমি এই পরীক্ষাটি দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাই
  • 4:40 - 4:42
    ও হচ্ছে ১৫ বছর বয়সী বালক
  • 4:42 - 4:45
    (ভিডিও) বালক: ...শুধু বলবেন, আমি গেম খেলতে ভালোবাসি
  • 4:45 - 4:48
    পশুপাখি পছন্দ করি,
  • 4:48 - 4:51
    আর গান শুনতে ভালোবাসি
  • 4:51 - 4:53
    সু.মি: এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, "তুমি কি ইমেইল পাঠাও?"
  • 4:53 - 4:56
    ও তখন বলল, "হ্যাঁ, আর ওই ইমেইলগুলো লাফিয়ে লাফিয়ে সাগর পাড়ি দেয়"
  • 4:57 - 4:59
    এইটা ক্যাম্বোডিয়ায়,
  • 4:59 - 5:02
    ক্যাম্বোডিয়ার পল্লী এলাকায় --
  • 5:02 - 5:05
    মোটামুটি একটা বোকাসোকা ধরনের অঙ্কের গেম,¥
  • 5:05 - 5:07
    যেটা কোন বাচ্চাই বাসায় অথবা ক্লাসরুমে খেলবে না
  • 5:07 - 5:09
    ওরা যেটা করত তা হলো, ওরা গেমটা আপনাদের দিকে ছুঁড়ে মারত
  • 5:09 - 5:11
    ওরা বলত, "এইটা খুবই বোরিং"
  • 5:11 - 5:13
    আপনারা যদি এইটা ওই উঠানে রেখে আসেন,
  • 5:13 - 5:15
    আর সব বড়রা যদি চলে যান,
  • 5:15 - 5:17
    তাহলে ওরা একজন আরেকজন কে বড়াই করে দেখাবে
  • 5:17 - 5:19
    যে কে কী করতে পারে
  • 5:19 - 5:21
    এই ছেলেমেয়েরা এখানে তাই করছে
  • 5:21 - 5:24
    ওরা মনে হয় গুণ করার চেষ্টা করছে
  • 5:24 - 5:26
    এবং সমগ্র ভারতে,
  • 5:26 - 5:28
    দুই বছরের মাথায়,
  • 5:28 - 5:31
    বাচ্চারা ওদের বাড়ির-কাজগুলো নিয়ে গুগল করা শুরু করে দিল
  • 5:31 - 5:33
    শিক্ষকেরা বললেন, এর কারণে
  • 5:33 - 5:35
    ওদের ইংরেজি বিদ্যার ভীষণ উন্নতি হয়েছে --
  • 5:35 - 5:39
    (হাসি)
  • 5:39 - 5:41
    দ্রুত উন্নতি এবং সব ধরণের জিনিসের উন্নতি,
  • 5:41 - 5:44
    ওঁরা বললেন, "ওরা তো সব গভীর চিন্তাবিদে পরিণত হয়েছে, এবং আরো কত কী যে শিখছে!”
  • 5:44 - 5:47
    (হাসি)
  • 5:47 - 5:49
    এবং সত্যিই তাই হয়েছিল
  • 5:49 - 5:51
    আমার মতে, কোনকিছু যদি গুগলে থাকে,
  • 5:51 - 5:54
    তাহলে সেইটা মাথার মধ্যে নিয়ে বোঝাই করার দরকারটা কী?
  • 5:55 - 5:57
    তাই পরবর্তী চার বছরের মাথায়,
  • 5:57 - 6:00
    আমি এই সিদ্ধান্তে পৌঁছুলাম যে একদল শিশু ইন্টারনেট চালিয়ে
  • 6:00 - 6:03
    শিক্ষা বিষয়ক সফলতা নিজেরাই অর্জন করতে পারে।
  • 6:03 - 6:05
    এই সময়ে, বেশ কিছু টাকা
  • 6:05 - 6:07
    নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে এলো
  • 6:07 - 6:10
    ভারতীয় স্কুল-শিক্ষার উন্নয়নের উদ্দেশে্য
  • 6:10 - 6:13
    তো নিউক্যাসেল থেকেই আমাকে ফোন দিল। আমি বললাম, "আমি এটা দিল্লি থেকে করব।"
  • 6:13 - 6:15
    ওরা বলল, "এই রকম কোন উপায় নেই যে আপনি
  • 6:15 - 6:18
    বিশ্ববিদ্যালয় তহবিলের দশ লাখ পাউন্ড
  • 6:18 - 6:20
    দিল্লিতে বসে কাজে লাগাবেন।"
  • 6:20 - 6:22
    তাই ২০০৬ সালে,
  • 6:22 - 6:24
    আমি একটা মোটাতাজা ওভারকোট কিনলাম
  • 6:24 - 6:26
    এবং নিউক্যাসেলে রওনা দিলাম।
  • 6:27 - 6:29
    আমি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার
  • 6:29 - 6:31
    সীমারেখাটা পরীক্ষা করতে চাইলাম।
  • 6:31 - 6:33
    নিউক্যাসেল থেকে আমি প্রথম যে এক্সপেরিমেন্টটা করলাম
  • 6:33 - 6:35
    সেইটা আসলে ভারতেই করা হলো।
  • 6:35 - 6:38
    এবং আমি নিজের জন্য একটা অসম্ভব লক্ষ্য ঠিক করলাম
  • 6:38 - 6:41
    তামিল ভাষাভাষী
  • 6:41 - 6:43
    ১২ বছর বয়সী শিশু
  • 6:43 - 6:46
    দক্ষিন ভারতীয় একটা গ্রামে
  • 6:46 - 6:48
    নিজেদেরকে বায়োটেকনলজী শিখাতে পারে
  • 6:48 - 6:50
    ইংরেজি তে নিজে নিজে?
  • 6:50 - 6:53
    আমি ভাবলাম, আমি ওদের কে পরীক্ষা করব। ওরা শূন্য পাবে।
  • 6:53 - 6:55
    আমি ওদেরকে উপকরণগুলো দিয়ে আসব। আমি ফিরে এসে পরীক্ষা নেব।
  • 6:55 - 6:57
    ওরা আবার শুন্য পাবে।
  • 6:57 - 7:01
    আমি ফিরে যাব এবং বলব, "হ্যাঁ, কিছু বিশেষ বিষয় শেখানোর জন্য শিক্ষকের দরকার আছে।"
  • 7:01 - 7:03
    আমি ২৬ টা শিশুকে ডাক দিলাম
  • 7:03 - 7:05
    ওরা সবাই এলো, আমি ওদেরকে বললাম যে
  • 7:05 - 7:07
    এই কম্পিউটারে আসলেই খুবই কঠিন কিছু বিষয়ের তথ্য আছে
  • 7:07 - 7:10
    তোমরা যদি কিছুই না বোঝো তাহলেও আমি অবাক হব না
  • 7:10 - 7:13
    এগুলো সব ইংরেজী তে আছে, আর আমি এখন যাচ্ছি
  • 7:13 - 7:15
    (হাসি)
  • 7:15 - 7:17
    তো এভাবে আমি ওদেরকে রেখে চলে গেলাম
  • 7:17 - 7:19
    আমি দুই মাস পর ফিরে এলাম,
  • 7:19 - 7:21
    এবং ওই ২৬ টা বাচ্চা হেঁটে হেঁটে এলো, সবাইকে খুব বেশি শান্ত দেখাচ্ছিল
  • 7:21 - 7:24
    আমি বললাম, "ভালো কথা, তোমরা কি ওই জিনিসগুলো দেখেছিলে?"
  • 7:24 - 7:26
    ওরা বলল, "হ্যাঁ, আমরা দেখেছিলাম।"
  • 7:26 - 7:29
    "তোমরা কি কিছু বুঝতে পেরেছো?" "না, কিচ্ছু বুঝিনি।"
  • 7:29 - 7:31
    তো আমি বললাম,
  • 7:31 - 7:33
    "যাই হোক, তোমরা কত দিন ধরে জিনিসগুলো দেখেছ
  • 7:33 - 7:35
    তারপর সিদ্ধান্ত নিয়েছ, যে তোমরা কিছুই বোঝনি?"
  • 7:35 - 7:38
    ওরা বলল, "ওগুলো আমরা প্রতে্যকদিনই দেখি।"
  • 7:38 - 7:40
    তো আমি বললাম, "তাহলে গত দুই মাস ধরে তোমরা একটা জিনিস দেখছ যার কিছুই তোমরা বোঝনি?"
  • 7:40 - 7:42
    তখন একটা ১২ বছর বয়সী মেয়ে হাত তুলল এবং বলল,
  • 7:42 - 7:44
    আসলে,
  • 7:45 - 7:48
    "ডিএনএ অনুগুলোর অস্বাভাবিক প্রতিলিপি তৈরী হলে
  • 7:48 - 7:50
    জেনেটিক রোগ হয়, এইটা ছাড়া
  • 7:50 - 7:52
    আমরা আর কিছুই বুঝিনি।"
  • 7:52 - 7:54
    (হাসি)
  • 7:54 - 8:01
    (হাত তালি)
  • 8:01 - 8:04
    (হাসি)
  • 8:04 - 8:06
    আমার এইটা প্রকাশ করতে তিন বছর লাগল।
  • 8:06 - 8:09
    এই কিছুদিন হোল এইটা ব্রিটিশ শিক্ষা প্রযুক্তি জার্নালে প্রকাশিত হয়েছে।
  • 8:09 - 8:12
    এর মধে্য যারা আমার গবেষণাটি বিচার করেছিলেন তাদের একজন বললেন,
  • 8:12 - 8:15
    "এইটা এত ভালো যে সতি্য মনে হয় না,"
  • 8:15 - 8:17
    ওই কথাটা খুব একটা সুবিধার ছিল না
  • 8:17 - 8:19
    যাই হোক, এর মধে্য একটা মেয়ে নিজে নিজে শিখেছিল
  • 8:19 - 8:21
    কি করে একজন শিক্ষিকা হওয়া যায়
  • 8:21 - 8:23
    আর তারপর এই যে ওখানে ওই মেয়েটা
  • 8:31 - 8:33
    মনে রাখবেন, ওরা কিন্তু ইংরেজী পড়েনি
  • 8:46 - 8:49
    আমি শেষের কিছু অংশ সম্পাদনায় বাদ দিয়েছি যখন আমি জিজ্ঞেস করেছিলাম, "নিউরনটা কোথায়?"
  • 8:49 - 8:51
    আর ও বলেছিল, "নিউরন টা? নিউরন টা?"
  • 8:51 - 8:54
    এরপর ও তাকিয়ে এমন করল।
  • 8:54 - 8:57
    সেই ভাবখানা যেমনই হোক, খুব একটা ভালো ছিল না
  • 8:57 - 9:00
    যাইহোক ওদের স্কোর শুন্য থেকে ৩০ ভাগে উন্নীত হল,
  • 9:00 - 9:03
    যেটা এই পরিপ্রেক্ষিতে শিক্ষাদানের ক্ষেত্রে অসম্ভবের কাছাকাছি
  • 9:03 - 9:06
    কিন্তু ৩০ শতাংশ তো পাস মার্ক না
  • 9:06 - 9:08
    তো আমি দেখলাম যে ওদের এক বন্ধু আছে
  • 9:08 - 9:10
    এক স্থানীয় হিসাবরক্ষক, বাচ্চা মেয়ে,
  • 9:10 - 9:12
    ওরা মেয়েটার সাথে ফুটবল খেলত
  • 9:12 - 9:14
    আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, "তুমি কি ওদেরকে
  • 9:14 - 9:16
    পাস করার মত বায়োটেকনলজি শিখাতে পারো?"
  • 9:16 - 9:18
    ও বলল, "আমি কিভাবে শিখাব? আমি ওই বিষয়ে কিছু জানিনা তো।"
  • 9:18 - 9:20
    আমি বললাম, "না, এক্ষেত্রে দাদিমাদের পদ্ধতি কাজে লাগাও।"
  • 9:20 - 9:22
    ও বলল, "সেইটা কেমন?"
  • 9:22 - 9:24
    আমি বললাম, "এই মনে করো, তোমাকে যা করতে হবে
  • 9:24 - 9:26
    তা হল ওদের পেছনে দাঁড়িয়ে থাকো
  • 9:26 - 9:29
    আর সব সময় ওদের প্রসংশা করতে থাক।
  • 9:29 - 9:31
    ওদেরকে শুধু বল, "আহ এইটা ভালো। অসাধারণ হচ্ছে।
  • 9:31 - 9:34
    কী জিনিস এইটা? আবার করতে পারবে? আমাকে এমন আরও কিছু দেখাতে পারবে?"
  • 9:34 - 9:36
    ও দুই মাস ধরে এই কাজ করল
  • 9:36 - 9:38
    আর স্কোর পৌঁছাল ৫০ শতাংশে,
  • 9:38 - 9:40
    যা নয়া দিল্লির অভিজাত স্কুলগুলোতে
  • 9:40 - 9:43
    প্রশিক্ষণপ্রাপ্ত বায়োটেকনলজি শিক্ষকের মাধ্যমে পাওয়া যায়
  • 9:43 - 9:45
    তো আমি নিউক্যাসলে ফিরে আসলাম
  • 9:45 - 9:47
    ওই ফলাফলগুলো নিয়ে
  • 9:47 - 9:49
    সিদ্ধান্ত নিলাম
  • 9:49 - 9:51
    যে এখানে কিছু একটা ঘটে চলেছে
  • 9:51 - 9:54
    যা খুব গুরুত্বপূর্ণ ব্যপারের দিকে মোড় নিচ্ছে।
  • 9:55 - 9:58
    এভাবে, বিভিন্ন সব প্রত্যন্ত অঞ্চলে নিরীক্ষার পর,
  • 9:58 - 10:01
    আমি আমার কল্পনার সবচে প্রত্যন্ত অঞ্চলে চলে আসলাম
  • 10:01 - 10:03
    (হাসি)
  • 10:04 - 10:07
    দিল্লি থেকে মোটামুটি ৫,০০০ মাইল দুরে
  • 10:07 - 10:09
    গেট্সহেড নামের ছোট্ট শহরে
  • 10:09 - 10:12
    গেট্সহেডে, আমি ৩২ জন শিশু নিলাম,
  • 10:12 - 10:15
    এবং আমি ওই পদ্ধতিটা কে আরও ঝালাই করা শুরু করলাম
  • 10:15 - 10:18
    আমি ওদেরকে চার জনের দলে ভাগ করলাম
  • 10:18 - 10:20
    আমি বললাম, "তোমরা নিজেরাই তোমাদের চার জনের দল তৈরি কর
  • 10:20 - 10:23
    প্রতে্যক চারজনের দল একটা করে কম্পিউটার পাবে চারটা করে নয়"
  • 10:23 - 10:26
    মনে রাখুন, আমার সেই 'দেয়ালের ফুটো'র ঘটনাটি
  • 10:26 - 10:28
    "তোমরা দল বদল করতে পারবে
  • 10:28 - 10:30
    এক দল অন্য দলের সাথে কথা বলতে পারবে,
  • 10:30 - 10:32
    যদি তুমি তোমার দল পছন্দ না কর, ইত্যাদি ক্ষেত্রে
  • 10:32 - 10:35
    তুমি অন্য দলের কাছে চলে যেতে পারো, ওদের ঘাড়ের উপর দিয়ে দেখতে পার যে ওরা কী করছে,
  • 10:35 - 10:38
    তারপর নিজের দলে ফিরে এসে দাবি করতে পার যা শিখেছ সেইটা তোমার নিজের বুদ্ধি
  • 10:38 - 10:40
    আর আমি ওদেরকে ব্যাখ্যা দিলাম
  • 10:40 - 10:43
    যে, তোমরা হয়ত জানো, যে অসংখ্য বৈজ্ঞানিক গবেষনার কাজ এভাবেই হয়ে থাকে
  • 10:43 - 10:45
    (হাসি)
  • 10:45 - 10:50
    (করতালি)
  • 10:52 - 10:54
    বাচ্চারা উৎসাহের সাথে আমার পেছনে লেগে গেল আর বলল,
  • 10:54 - 10:56
    "এখন, আপনি আমাদেরকে দিয়ে কী করাতে চাইছেন?"
  • 10:56 - 10:59
    আমি ওদরেকে ছয়টা GCSE প্রশ্ন দিলাম
  • 10:59 - 11:01
    প্রথম দলটি, /সবচেয়ে ভালো দল,
  • 11:01 - 11:03
    ২০ মিনিটের মধে্য সব প্রশ্নের জবাব দিয়ে দিল
  • 11:03 - 11:06
    সবচে খারাপ দলটি নিল ৪৫ মিনিট
  • 11:06 - 11:08
    ওরা যা কিছু জানত তার সব ওরা ব্যবহার করেছে --
  • 11:08 - 11:10
    নিউজ গ্রুপ, গুগল, উইকিপিডিয়া,
  • 11:10 - 11:12
    আসক জীভ্স, ইত্যাদি
  • 11:12 - 11:15
    শিক্ষকেরা বললেন, "এতে কি গভীর শিক্ষা হচ্ছে?"
  • 11:15 - 11:17
    আমি বললাম, "আচ্ছা, আসুন দেখি চেষ্টা করে
  • 11:17 - 11:19
    আমি দুই মাস পর ফিরে আসব
  • 11:19 - 11:21
    ওদের একটা লিখিত পরীক্ষা নিব
  • 11:21 - 11:23
    কোন কম্পিউটার থাকবে না, একে অনে্যর সাথে কথা বলতে পারবে না, ইত্যাদি"
  • 11:23 - 11:25
    আমি যখন ওদের কম্পিউটার আর দলগুলোসহ পরীক্ষাটি নিয়েছিলাম তখন ওদের গড় স্কোর ছিল
  • 11:25 - 11:27
    ৭৬ শতাংশ
  • 11:27 - 11:29
    তারপর আমি যখন গবেষণা করছিলাম, যখন ওদের লিখিত পরীক্ষা নিলাম
  • 11:29 - 11:32
    দুই মাস পর, ওদের স্কোর দাঁড়াল
  • 11:32 - 11:35
    ৭৬ শতাংশে
  • 11:35 - 11:37
    ক্যমেরার মত স্মৃতি ক্ষমতা ছিল
  • 11:37 - 11:39
    শিশুগুলোর মধে্য,
  • 11:39 - 11:42
    আমি সন্দেহ করলাম কারণ ওরা একে অনে্যর সাথে আলোচনা করছে
  • 11:42 - 11:44
    একা একজন শিশু একটা কম্পিউটারের সামনে
  • 11:44 - 11:46
    সেইটা করবে না
  • 11:46 - 11:48
    আমার আরও বেশ কিছু ফলাফল আছে,
  • 11:48 - 11:50
    যেগুলো মোটামুটি অবিশ্বাস্য,
  • 11:50 - 11:52
    স্কোরগুলো এমনভাবে সময়ের সাথে বাড়তে থাকে
  • 11:52 - 11:54
    কারণ ওদের শিক্ষকেরা বলেন
  • 11:54 - 11:56
    ওই গবেষণা সেশন শেষ হওয়ার পরও,
  • 11:56 - 11:59
    শিশুরা বিষয়গুলো নিয়ে গুগল করতে থাকে
  • 11:59 - 12:01
    এই বিলেতে, আমি এক ডাক দিলাম
  • 12:01 - 12:03
    সব ব্রিটিশ দিদা - দেরকে,
  • 12:03 - 12:05
    আমার কুপ্পাম গবেষণার পর
  • 12:05 - 12:07
    যাইহোক, আপনারা জানেন,
  • 12:07 - 12:09
    সেখানে অনেক তেজস্বী মানুষজন পাওয়া গেল, ব্রিটিশ দিদারা|
  • 12:09 - 12:11
    তাদের মধে্য থেকে ২০০ জন তৎক্ষনাত স্বেচ্ছা সেবক হিসেবে লেগে পড়লেন।
  • 12:11 - 12:13
    (হাসি)
  • 12:13 - 12:16
    ওঁদের সাথে আমার চুক্তিটা হল তাঁরা আমাকে
  • 12:16 - 12:18
    এক ঘন্টা করে ব্রডব্যান্ড ইন্টারনেটে সময় দিবেন,
  • 12:18 - 12:20
    তাদের বাসায় বসেই,
  • 12:20 - 12:22
    সপ্তাহে এক দিন করে
  • 12:22 - 12:24
    তো ওঁরা তাই করলেন
  • 12:24 - 12:26
    এবং এই গত দুই বছর ধরে,
  • 12:26 - 12:28
    ৬০০ ঘন্টারও বেশি উপদেশ
  • 12:28 - 12:30
    দেওয়া নেওয়া চলেছে স্কাইপের মাধ্যমে,
  • 12:30 - 12:33
    আমার ছাত্ররা এটি ব্যবহারের পর এর নাম দিয়েছে 'দিদা ক্লাউড'
  • 12:33 - 12:36
    দাদিমা ক্লাউড ওখানে বসেন
  • 12:36 - 12:39
    আমি তাদেরকে যেই স্কুলে আমি চাই সেখানেই কাজে লাগেতে পারি
  • 12:45 - 12:47
    (ভিডিও) শিক্ষক: তোমরা আমাকে ধরতে পারবে না
  • 12:47 - 12:50
    তোমরা বলো
  • 12:50 - 12:53
    তোমরা আমাকে ধরতে পারবে না
  • 12:53 - 12:56
    শিশুরা: তোমরা আমাকে ধরতে পারবে না
  • 12:56 - 12:59
    শিক্ষক: আমি হচ্ছি আদারুটি মানব
  • 12:59 - 13:01
    শিশুরা: আমি হচ্ছি আদারুটি মানব
  • 13:01 - 13:03
    শিক্ষক: ভালো করেছ তোমরা, খুব ভালো ...
  • 13:09 - 13:11
    সু.মি: গেট্সহেডে ফিরে আসি,
  • 13:11 - 13:13
    এক ১০ বছর বয়সী বালিকা হিন্দুধর্মতত্বের গভীরে ঢুকে পড়ে
  • 13:13 - 13:15
    ১৫ মিনিটের মধে্য
  • 13:15 - 13:18
    আপনি জানেন, যে বিষয়ে আমি কিছুই জানিনা
  • 13:21 - 13:23
    দুইটা শিশু একটা TEDTalk দেখে
  • 13:23 - 13:25
    ওরা আগে ফুটবলার হতে চেয়েছিল
  • 13:25 - 13:27
    ৮ টি TEDTalk দেখার পর,
  • 13:27 - 13:30
    ও লিওনার্দো দা ভিঞ্চি হতে চায়
  • 13:30 - 13:33
    (হাসি)
  • 13:33 - 13:36
    (করতালি)
  • 13:36 - 13:38
    এইটা খুবই সহজ জিনিস
  • 13:38 - 13:40
    এই সেই জিনিস যেটা আমি এখন তৈরী করছি
  • 13:40 - 13:43
    একে বলা হয় সোল্স: স্ব-সঙ্গঠিত শিক্ষার পরিবেশ|
  • 13:43 - 13:45
    আসবাবপত্রের নকশা তৈরী হয়ে গেছে
  • 13:45 - 13:48
    যেন শিশুরা বিশাল সব শক্তিশালী পর্দার সামনে বসতে পারে,
  • 13:48 - 13:51
    শক্তিশালী ব্রডব্যন্ড সংযোগ, কিন্তু দলগতভাবে
  • 13:51 - 13:54
    ওরা যদি চায় তাহলে ওরা 'দিদা ক্লাউড'এ কল করতে পারে
  • 13:54 - 13:56
    এই হচ্ছে নিউক্যাসলে একটা 'সোল'
  • 13:56 - 13:58
    এই মধ্যস্থতাকারি একজন ভারতীয়,
  • 13:58 - 14:01
    তো আমরা এভাবে কদ্দুর যেতে পারি? এই শেষ ছোট্ট একটা কথা বলে শেষ করব
  • 14:01 - 14:04
    মে মাসে আমি তোরিনো গেছিলাম
  • 14:05 - 14:08
    আমার ১০ বছর বয়সী বাচ্চাদের দল থেকে সবগুলো শিক্ষককে ভাগিয়ে দিলাম
  • 14:09 - 14:12
    আমি কেবল ইংরেজী বলতে পারি, আর ওরা শুধু ইতালিয়ান বলে,
  • 14:12 - 14:14
    সুতরাং আমাদের যোগাযোগের কোন উপায় ছিল না|
  • 14:14 - 14:17
    আমি ব্ল্যাকবোর্ডে ইংরেজি প্রশ্ন লেখা শুরু করলাম
  • 14:18 - 14:20
    বাচ্চারা সেটার দিকে তাকিয়ে বলল, "কী?"
  • 14:20 - 14:22
    আমি বললাম, "যাইহোক, এইটা কর"
  • 14:22 - 14:25
    ওরা লেখাটিকে গুগলে টাইপ করল, ইতালিয়ান ভাষায় অনুবাদ করে নিল,
  • 14:25 - 14:27
    এবং ওরা ইতালিয়ান ভাষার গুগলে ফিরে গেল
  • 14:27 - 14:30
    ১৫ মিনিট পর ...
  • 14:37 - 14:40
    পরবর্তী প্রশ্ন: কোলকাতা কোথায়?
  • 14:42 - 14:45
    এই প্রশ্নের জন্য ওরা মাত্র ১০ মিনিট সময় নিল
  • 14:49 - 14:52
    এরপর আমি বেশ কঠিন একটা প্রশ্ন দিয়ে দেখলাম|
  • 14:52 - 14:55
    পীথাগোরাস কে ছিলেন, তিনি কী করেছিলেন?
  • 14:57 - 14:59
    কিছুক্ষণের জন্য নীরবতা,
  • 14:59 - 15:01
    তারপর ওরা বলল, "আপনি বানান ভুল লিখেছেন
  • 15:01 - 15:04
    এইটা হবে পিতাগোরা (Pitagora)
  • 15:08 - 15:10
    এবং এরপর,
  • 15:10 - 15:12
    ২০ মিনিটের মধে্য,
  • 15:12 - 15:14
    ওদের পর্দায় সেই সমকোনী ত্রিভুজ উদয় হওয়া শুরু করল
  • 15:14 - 15:17
    এই ঘটনা আমার শিরদাঁড়ার মধে্য দিয়ে কাঁপুনি বয়ে গেল|
  • 15:17 - 15:19
    এরা সব ১০ বছর বয়সী শিশু
  • 15:32 - 15:35
    লিখা: আরও ৩০ মিনিটের মধে্য এরা আপেক্ষিকতার সূত্রে পৌঁছাত। আর তারপর?
  • 15:35 - 15:37
    (হাসি)
  • 15:37 - 15:46
    (করতালি)
  • 15:46 - 15:48
    সু.মি: তো আপনারা জানেন কী ঘটেছিল?
  • 15:48 - 15:50
    আমার ধারণা আমরা কেবলমাত্র হাতড়ে বেড়িয়েছি
  • 15:50 - 15:52
    একটা স্ব-সঙ্গঠিত ব্যবস্থার মধে্য দিয়ে
  • 15:52 - 15:54
    একটা স্বপ্রণদিত ব্যবস্থা এমন একটা ব্যপার
  • 15:54 - 15:56
    যেখানে গঠনতন্ত্র উঠে আসে
  • 15:56 - 15:59
    বাইরের কোন সক্রিয় মধ্যস্থতা ছাড়াই
  • 15:59 - 16:02
    স্ব-সঙ্গঠিত ব্যবস্থা নতুন কিছুর উদ্ভবও দেখায়,
  • 16:02 - 16:04
    যা আপনা থেকেই ঘটা শুরু হয় এই ব্যবস্থার মধে্য,
  • 16:04 - 16:06
    যা হয়ত কখনই পরিকল্পনা করা হয়নি
  • 16:06 - 16:08
    সেই জন্যই আপনারা এরকম প্রতিক্রিয়া দেখান,
  • 16:08 - 16:11
    কারণ আপাতদৃষ্টিতে এগুলো অসম্ভব মনে হয়
  • 16:11 - 16:14
    আমার মনে হয় আমি এখন একটা ধারণা করতে পারি --
  • 16:14 - 16:16
    শিক্ষা একটি স্ব-সঙ্গঠিত ব্যবস্থা,
  • 16:16 - 16:18
    যেখানে শেখার বেপারটি একটি এর মধে্য থেকে উঠে আসা ঘটনা
  • 16:18 - 16:20
    এটি গবেষণার মাধ্যমে প্রমাণ করতে আরও কয়েক বছর লেগে যাবে,
  • 16:20 - 16:22
    কিন্তু আমি চেষ্টা করব
  • 16:22 - 16:25
    কিন্তু এরই মধে্য, একটি আরেক পদ্ধতি আছে
  • 16:25 - 16:28
    একশ কোটি শিশু, আমাদের দরকার ১০ কোটি সংস্থাপক ব্যক্তি --
  • 16:28 - 16:30
    এই পৃথিবীতে তার থেকে অনেক অনেক বেশি ব্যক্তি আছেন --
  • 16:30 - 16:32
    এক কোটি সোল্স,
  • 16:32 - 16:35
    ১৮,০০০ কোটি ডলার আর ১০ বছর
  • 16:36 - 16:38
    আমরা সবকিছু বদলে ফেলতে পারি|
  • 16:38 - 16:40
    ধন্যবাদ
  • 16:40 - 16:51
    (করতালি)
Title:
'স্বশিক্ষা' বিষয়ে সুগতা মিত্র'র নতুন গবেষণা
Speaker:
Sugata Mitra
Description:

শিক্ষা বিজ্ঞানী সুগতা মিত্র শিক্ষা বিষষক বৃহত্তম সমস‍্যাটি নিয়ে কাজ করেন সেটি হলো -- যেখানে সবচেয়ে ভালো স্কুল এবং শিক্ষক প্রয়োজন সেখানেই এগুলোর কোন অস্তিত্ব থাকে না। নয়া দিল্লি থেকে শুরু করে দক্ষিন আফ্রিকা, ইতালির বিভিন্ন যায়গায় ক্রমান্বয়ে বাস্তবধর্মী গবেষণায়, তিনি শিশুদের নিজস্ব-তত্ত্বাবধানে ইন্টারনেট ব‍্যবহারের সুযোগ দেন এবং তার ফলাফল দেখেন, এই ফলাফল, শিক্ষাদান বিষয়ে আমাদের ধারণার বিপ্লব ঘটিয়ে দিতে পারে।

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
16:53
Mohammad Tauheed added a translation

Bengali subtitles

Revisions