Return to Video

মিক্কো হাইপ্পোনেনঃ তিন ধরনের অনলাইন আক্রমণ

  • 0:05 - 0:08
    উনিশ শ আশির দশকে
  • 0:08 - 0:11
    সমাজতান্ত্রিক পূর্ব জার্মানিতে
  • 0:11 - 0:15
    আপনি একটি টাইপরাইটা্রের মালিক হলে
  • 0:15 - 0:17
    তা সরকারের কাছে নিবন্ধন করতে হোতো।
  • 0:17 - 0:19
    আপনাকে নিবন্ধন করতে হোতো
  • 0:19 - 0:21
    একটি লিখিত নমুনা
  • 0:21 - 0:23
    আপনার টাইপরাইটার থেকে।
  • 0:23 - 0:25
    এবং এটা করা হোতো
  • 0:25 - 0:28
    যাতে সরকার বের করতে পারে যে কোথা থেকে লেখাটা আসছে।
  • 0:28 - 0:31
    যদি তারা এমন কাগজ পেত
  • 0:31 - 0:34
    যাতে অশুভ চিন্তা স্থান পেয়েছে,
  • 0:34 - 0:36
    তারা খুঁজে বের করতে পারতো
  • 0:36 - 0:38
    কারা এই চিন্তার জন্ম দিয়েছে।
  • 0:38 - 0:41
    এবং পশ্চিমের আমরা
  • 0:41 - 0:44
    বুঝতে পারতাম না, কিভাবে কেউ এটা করতে পারে,
  • 0:44 - 0:47
    বাক-স্বাধীনতার উপর এটা কি পরিমাণ শৃংখল এনে দেয়।
  • 0:47 - 0:49
    আমরা এটা কখনোই
  • 0:49 - 0:52
    আমাদের দেশে করতাম না।
  • 0:52 - 0:55
    কিন্তু আজ ২০১১ তে এসে
  • 0:55 - 0:59
    যদি আপনি একটি রঙ্গিন লেজার প্রিণ্টার কিনতে যান
  • 0:59 - 1:02
    যেকোন বড় লেজার প্রিন্টার প্রস্তুতকারকের কাছ থেকে
  • 1:02 - 1:04
    এবং একটি পৃষ্ঠা মুদ্রণ করেন,
  • 1:04 - 1:06
    তবে সেই পাতায় দেখা যাবে
  • 1:06 - 1:09
    অনেক হালকা হলুদ ফোটা
  • 1:09 - 1:11
    একটি নকশায় মুদ্রিত হচ্ছে প্রতিটি পৃষ্ঠায়
  • 1:11 - 1:14
    যা পৃষ্ঠাটিকে মৌলিক করে তুলে
  • 1:14 - 1:18
    আপনার এবং আপনার প্রিন্টারের কাছে।
  • 1:18 - 1:20
    এই ঘটনা আজকে ঘটছে
  • 1:20 - 1:23
    আমাদের সাথে।
  • 1:23 - 1:27
    এবং কেউ এব্যাপারে কোন কথাই বলছে না।
  • 1:27 - 1:30
    এবং এটি একটি উদাহরণ
  • 1:30 - 1:32
    কিভাবে
  • 1:32 - 1:35
    আমাদের নিজেদের সরকার
  • 1:35 - 1:37
    প্রযুক্তি ব্যবহার করছে
  • 1:37 - 1:41
    আমাদের, 'নাগরিক'দের বিরুদ্ধে।
  • 1:41 - 1:44
    এবং এটি আজ অনলাইন সমস্যাগুলোর
  • 1:44 - 1:46
    তিনটি প্রধান উৎসের একটি।
  • 1:46 - 1:49
    আমরা যদি অনলাইন জগতে সত্যিকার অর্থে কি হচ্ছে তার দিকে দৃষ্টি দেই,
  • 1:49 - 1:52
    তাহলে আমরা আক্রমণকারীর ভিত্তিতে আক্রমণগুলোকে সাজাতে পারি।
  • 1:52 - 1:54
    আমাদের তিনটি প্রধান দল আছে।
  • 1:54 - 1:56
    আছে অনলাইন অপরাধী।
  • 1:56 - 1:58
    যেমন এখানে, ইউক্রেনের কিয়েভ নগরী থেকে
  • 1:58 - 2:00
    আছেন মি. দিমিত্রি গোলুবোভ।
  • 2:00 - 2:03
    অনলাইন অপরাধীদের উদ্দেশ্য
  • 2:03 - 2:05
    বোঝা খুবই সহজ।
  • 2:05 - 2:07
    তারা টাকা উপার্জনের জন্য কাজটা করে।
  • 2:07 - 2:09
    তারা অনলাইন আক্রমণকে ব্যবহার করে
  • 2:09 - 2:11
    অনেক টাকা উপার্জন করে।
  • 2:11 - 2:13
    এবং এর পরিমাণ অনেক।
  • 2:13 - 2:15
    আমাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে
  • 2:15 - 2:18
    অনলাইন মিলিয়নেয়ার (লাখপতি), মাল্টিমিলিয়নেয়ার (কোটিপতি),
  • 2:18 - 2:20
    যারা তাদের অর্থ উপার্জন করেছে তাদের আক্রমণ থেকে।
  • 2:20 - 2:23
    যেমন এস্তোনিয়ার টারটু অঞ্চলের ভ্লাদিমির সাস্তসিন।
  • 2:23 - 2:25
    আছেন আলফ্রেড গোঞ্জালেস।
  • 2:25 - 2:27
    এখানে স্টিফেন ওয়াট।
  • 2:27 - 2:29
    ইনি হলেন বিয়র্ন সান্দিন।
  • 2:29 - 2:32
    এরা হলেন ম্যাথিউ এন্ডারসন, তারিক-আল-দাউর
  • 2:32 - 2:34
    এবং আরও আরও অনেকে।
  • 2:34 - 2:36
    এই ব্যক্তিরা
  • 2:36 - 2:38
    তাদের সম্পদ অনলাইনে তৈরি করেছেন,
  • 2:38 - 2:41
    কিন্তু তারা যে পন্থায় তা তৈরি করেছেন তা অনৈতিক
  • 2:41 - 2:43
    তারা ব্যাংকিং ট্রোজানের মত জিনিস ব্যবহার করেছেন
  • 2:43 - 2:45
    আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্বসাৎ এ
  • 2:45 - 2:47
    যখন আমরা অনলাইনে ব্যাংকিং করি,
  • 2:47 - 2:49
    অথবা প্রবেশচাবি দিয়ে
  • 2:49 - 2:52
    আমাদের ক্রেডিট কার্ড তথ্য সংগ্রহ করেছেন
  • 2:52 - 2:55
    যখন আমরা অনলাইন শপিং করেছি একটি আক্রান্ত কম্পিউটার দিয়ে।
  • 2:55 - 2:57
    ইউ এস সিক্রেট সার্ভিস,
  • 2:57 - 2:59
    দুই মাস আগে,
  • 2:59 - 3:01
    এই স্যাম জেইনের
  • 3:01 - 3:03
    সুইস অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে
  • 3:03 - 3:06
    এবং সেই ব্যাংক আক্যাউন্টে ১৪ দশমিক ৯ মিলিয়ন ডলার ছিল
  • 3:06 - 3:08
    যখন তা বাজেয়াপ্ত করা হয়।
  • 3:08 - 3:10
    মি. জেইন এখন নিজে ফেরারী,
  • 3:10 - 3:13
    কেউ জানে না সে কোথায়।
  • 3:13 - 3:16
    এবং আমি নিঃসন্দেহে বলতে পারি আজ
  • 3:16 - 3:19
    আমাদের যে কারো অনলাইন আক্রমণের
  • 3:19 - 3:22
    শিকার হবার সম্ভাবনা প্রবল
  • 3:22 - 3:25
    বাস্তব জগতের চেয়ে/তুলনায়।
  • 3:25 - 3:27
    এবং এটা খারাপের দিকে যাবে
  • 3:27 - 3:29
    এটাই স্বাভাবিক।
  • 3:29 - 3:31
    ভবিষ্যতে, অধিকাংশ অপরাধ
  • 3:31 - 3:34
    অনলাইনে সংঘটিত হবে।
  • 3:35 - 3:37
    দ্বিতীয় প্রধান আক্রমণকারী্র দল
  • 3:37 - 3:39
    যাদের আমরা আজ দেখছি
  • 3:39 - 3:41
    তারা টাকার দ্বারা উদ্বুদ্ধ নয়।
  • 3:41 - 3:43
    তাদের অনুপ্রেরণা অন্যকিছু-
  • 3:43 - 3:45
    প্রতিবাদের দ্বারা উদ্বুদ্ধ তারা,
  • 3:45 - 3:47
    উদ্বুদ্ধ একটি মতের দ্বারা,
  • 3:47 - 3:50
    হাসি তাদের অনুপ্রেরণা।
  • 3:50 - 3:52
    'অ্যানোনিমাস' এর মত গোষ্ঠী
  • 3:52 - 3:55
    গত ১২ মাসে উঠে দাঁড়িয়েছে
  • 3:55 - 3:57
    এবং তারা অনলাইন আক্রমণের ক্ষেত্রে
  • 3:57 - 4:00
    এক বড় খেলোয়াড় হয়ে উঠেছে।
  • 4:00 - 4:02
    তাহলে এরাই হল তিন প্রধান আক্রমণকারীঃ
  • 4:02 - 4:04
    অপরাধকারী টাকার জন্য করে,
  • 4:04 - 4:07
    অ্যানোনিমাসের মত হ্যাক্টিভিস্টরা
  • 4:07 - 4:09
    করছে প্রতিবাদের জন্য,
  • 4:09 - 4:12
    কিন্তু শেষ গোষ্ঠীটি হচ্ছে সরকারসমূহ
  • 4:12 - 4:15
    যারা আক্রমণ করছে।
  • 4:16 - 4:18
    এরপর আমরা তাকাই ডিজিনোটারের
  • 4:18 - 4:20
    মত ঘটনার দিকে।
  • 4:20 - 4:22
    এটি একটি প্রকৃষ্ট উদাহরণ, কি হতে পারে
  • 4:22 - 4:24
    যখন সরকারসমূহ নিজেদের
  • 4:24 - 4:26
    নাগরিকদের আক্রমণ করে।
  • 4:26 - 4:29
    ডিজিনোটার হচ্ছে নেদারল্যাণ্ডের
  • 4:29 - 4:31
    একটি স্বীকৃতিদানকারী কর্তৃপক্ষ-
  • 4:31 - 4:33
    অথবা বলা চলে ছিল।
  • 4:33 - 4:35
    এটি দেউলিয়া হবার পথে ছিল
  • 4:35 - 4:38
    গত হেমন্তে ,
  • 4:38 - 4:40
    কারণ তাদের অনলাইন ব্যবস্থা হ্যাক হয়েছিল।
  • 4:40 - 4:42
    কেউ তাদের অনলাইন ব্যবস্থায় অনুপ্রবেশ করে
  • 4:42 - 4:45
    এবং সম্পূর্ণরূপে হ্যাক হয়ে যায়।
  • 4:45 - 4:47
    এবং আমি গত সপ্তাহে ডাচ সরকারের প্রতিনিধিদের
  • 4:47 - 4:51
    সাথে একটি বৈঠকে প্রশ্ন করেছি,
  • 4:51 - 4:56
    আমি প্রশ্ন করেছি, দলটির একজন দলনেতাকে
  • 4:56 - 4:59
    তিনি কোন প্রমাণ পেয়েছেন কিনা
  • 4:59 - 5:02
    যে মানুষ মারা গিয়েছে
  • 5:02 - 5:05
    ডিজিনোটার হ্যাকের ঘটনায়।
  • 5:05 - 5:10
    এবং তার উত্তর ছিল হ্যাঁ।
  • 5:10 - 5:12
    তাহলে কিভাবে এই ধরনের হ্যাকের
  • 5:12 - 5:15
    কারণে মানুষ মারা যায়?
  • 5:15 - 5:17
    আসলে 'ডিজিনোটার' একটি সি এ
  • 5:17 - 5:19
    তারা সনদ বিক্রি করে।
  • 5:19 - 5:21
    আপনি এই সনদপত্রগুলো দিয়ে কি করেন?
  • 5:21 - 5:23
    আপনার একটি সনদপত্র লাগবে
  • 5:23 - 5:25
    যদি আপনার একটি ওয়েবসাইট থাকে যার আছে এইচটিটিপি ,
  • 5:25 - 5:28
    এসএসএল দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা,
  • 5:28 - 5:31
    জিমেইলের মত ব্যবস্থা/সেবা।
  • 5:31 - 5:33
    এখন আমরা সকলে অথবা আমাদের একটি বড় অংশ
  • 5:33 - 5:35
    জিমেইল অথবা তাদের কোন প্রতিদন্দ্বীর সেবা ব্যবহার করে
  • 5:35 - 5:37
    কিন্তু এইসেবাগুলো খুবই জনপ্রিয়
  • 5:37 - 5:39
    সমগ্রতাবাদে বিশ্বাসী দেশসমূহে
  • 5:39 - 5:41
    যেমন ইরান,
  • 5:41 - 5:43
    যেখানে ভিন্নমতাবম্বীরা
  • 5:43 - 5:46
    বিদেশী সেবা যেমন জিমেইল ব্যবহার করে
  • 5:46 - 5:49
    কারণ তারা জানে এসব সেবা অনেক বেশি বিশ্বস্ত স্থানীয় সেবাসমূহের চেয়ে
  • 5:49 - 5:52
    এবং তারা এসএসএল সংযোগ দ্বারা সংকেতায়িত,
  • 5:52 - 5:54
    সুতরাং স্থানীয় সরকার নাক গলাতে পারে না
  • 5:54 - 5:56
    তাদের আলোচনায়।
  • 5:56 - 5:59
    অবশ্য সরকারসমূহ করতে পারে, যদি তারা বিদেশী সার্টিফিকেট যাচাইকারীকে হ্যাক করে।
  • 5:59 - 6:01
    এবং জাল সার্টিফিকেট প্রদান করে।
  • 6:01 - 6:03
    এবং ঠিক এই ঘটনাটি ঘটেছে
  • 6:03 - 6:06
    ডিজিনোটারের ক্ষেত্রে।
  • 6:09 - 6:11
    আরব বসন্তের ব্যপারগুলো কি?
  • 6:11 - 6:14
    এবং যে সমস্ত ঘটনা ঘটছে, উদাহরণস্বরূপ, মিসরে?
  • 6:14 - 6:16
    আসলে মিশরে
  • 6:16 - 6:18
    দাঙ্গাকারীরা লুট করে মিসরীয়
  • 6:18 - 6:20
    গোয়েন্দা পুলিশের সদরদপ্তর
  • 6:20 - 6:22
    ২০১১ সালের এপ্রিলে
  • 6:22 - 6:25
    এবং তারা যখন ভবনটিতে লুটপাট চালাচ্ছিলো তারা অনেক নথি পেয়েছে।
  • 6:25 - 6:27
    এই নথিসমূহের মধ্যে
  • 6:27 - 6:29
    'ফিনফিসার' নামে একটি দস্তাবেজ ছিল।
  • 6:29 - 6:32
    এবং সেই বাণ্ডিলের মধ্যে কিছু কাগজ ছিল
  • 6:32 - 6:34
    জার্মানির একটি কোম্পানির
  • 6:34 - 6:37
    যারা মিসরীয় সরকারকে বিক্রি করেছিল
  • 6:37 - 6:39
    কিছু সরঞ্জাম
  • 6:39 - 6:41
    আড়ি পাতার জন্য
  • 6:41 - 6:43
    এবং তা ছিল অনেক বড় মাপের--
  • 6:43 - 6:45
    দেশের সকল নাগরিকের যোগাযোগের উপর।
  • 6:45 - 6:47
    তারা এই যন্ত্র বিক্রি করেছিল
  • 6:47 - 6:50
    দুই লাখ ৮০ হাজার ইউরোয় মিসরীয় সরকারের কাছে।
  • 6:50 - 6:53
    এই কোম্পানির সদর দপ্তর ঠিক এইখানে।
  • 6:53 - 6:55
    সুতরাং পশ্চিমা সরকারগুলো
  • 6:55 - 6:58
    সমগ্রতাবাদী সরকারসমূহকে যন্ত্র সরবরাহ করছে
  • 6:58 - 7:01
    তাদের নাগরিকদের বিরুদ্ধে এই কাজ করার জন্য।
  • 7:01 - 7:04
    কিন্তু পশ্চিমা সরকারগুলো এই কাজ তাদের নিজেদের দেশেও করছে।
  • 7:04 - 7:06
    উদাহরণস্বরূপ, জার্মানিতে
  • 7:06 - 7:08
    কয়েক সপ্তাহ আগে
  • 7:08 - 7:11
    কথিত স্টেট ট্রোজান পাওয়া গিয়েছিল,
  • 7:11 - 7:13
    যা জার্মান সরকারি কর্মকর্তাদের
  • 7:13 - 7:15
    ব্যবহৃত একটি ট্রোজান
  • 7:15 - 7:17
    তাদের নিজেদের নাগরিকদের বিরুদ্ধে অনুসন্ধান করার জন্য।
  • 7:17 - 7:21
    যদি আপনি একটি অপরাধ মামলার সন্দেহভাজন হন,
  • 7:21 - 7:23
    এটা আসলে স্বাভাবিক যে, আপনার ফোনে আড়ি পাতা হবে।
  • 7:23 - 7:25
    কিন্তু আজ তা এর বাইরেও প্রসারিত।
  • 7:25 - 7:27
    তারা আপনার ইন্টারনেট সংযোগে আড়ি পাতবে।
  • 7:27 - 7:30
    এমনকি তারা স্টেট ট্রোজানের মতন জিনিস ব্যবহার করবে
  • 7:30 - 7:33
    আপনার কম্পিউটারকে ট্রোজান দ্বারা আক্রান্ত করবার জন্য,
  • 7:33 - 7:35
    যা তাদের সাহায্য করে
  • 7:35 - 7:37
    আপনার যোগাযোগের উপর নজর রাখতে,
  • 7:37 - 7:40
    আপনার অনলাইন আলোচনা শুনতে,
  • 7:40 - 7:43
    আপনার পাসওয়ার্ড সংগ্রহ করতে।
  • 7:46 - 7:48
    এখন আমরা যখন একটু গভীরে চিন্তা করি
  • 7:48 - 7:51
    এইসব বিষয়ে,
  • 7:51 - 7:56
    মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত
  • 7:56 - 7:59
    " আচ্ছা, অবস্থা শুনতে খারাপ মনে হচ্ছে,
  • 7:59 - 8:02
    কিন্তু তা আসলে আমাকে প্রভাবিত করে না কারণ আমি একজন বৈধ নাগরিক।
  • 8:02 - 8:04
    তাহলে আমি কেন উদ্বিগ্ন হবো?
  • 8:04 - 8:07
    কারণ আমার লুকানোর কিছু নেই।"
  • 8:07 - 8:09
    এবং এটি একটি যুক্তি,
  • 8:09 - 8:11
    যার কোন মানে হয় না।
  • 8:11 - 8:14
    গোপনীয়তা আরোপ করা হয়।
  • 8:14 - 8:19
    গোপনীয়তা আলোচনার বিষয় নয়।
  • 8:19 - 8:21
    এটা গোপনীয়তার
  • 8:21 - 8:25
    বিরুদ্ধে নিরাপত্তার
  • 8:25 - 8:28
    প্রশ্ন নয়।
  • 8:28 - 8:31
    এটি নিয়ন্ত্রণের বিরুদ্ধে
  • 8:31 - 8:34
    স্বাধীনতার প্রশ্ন।
  • 8:34 - 8:38
    এবং আমরা হয়তো আমাদের সরকারকে বিশ্বাস করবো
  • 8:38 - 8:41
    এই মুহূর্তে, এখানে ২০১১ তে
  • 8:41 - 8:44
    যেকোন অধিকার আমরা ছেড়ে দেবো ভালো কোন কিছুর জন্যে।
  • 8:44 - 8:47
    তাহলে আমরা কি বিশ্বাস করি, আমরা কি অন্ধের বিশ্বাস করি,
  • 8:47 - 8:49
    কোন ভবিষ্যৎ সরকারকে,
  • 8:49 - 8:51
    যে সরকার আমাদের থাকবে
  • 8:51 - 8:53
    আজ থেকে ৫০ বছর পর?
  • 8:55 - 8:58
    এবং এগুলো হলো সেসব প্রশ্ন
  • 8:58 - 9:01
    যেগুলো নিয়ে আমাদের উদ্বিগ্ন হতে হবে আগামী ৫০ বছরের জন্য।
Title:
মিক্কো হাইপ্পোনেনঃ তিন ধরনের অনলাইন আক্রমণ
Speaker:
Mikko Hypponen
Description:

সাইবার অপরাধ বিশেষজ্ঞ মিক্কো হিপ্পোনেন আমাদের উপাত্ত এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর তিন ধরনের অনলাইন আক্রমণের কথা বলছেন এবং এর মধ্যে দুইটি অপরাধ হিসেবে বিবেচিত। " আমরা কি অন্ধভাবে যেকোন ভবিষ্যত সরকারকে বিশ্বাস করবো? কারণ আমরা যখন কোন অধিকার ফিরিয়ে দেই, আমরা তা চিরতরে ছেড়ে দেই।"

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
09:02
Dimitra Papageorgiou approved Bengali subtitles for Three types of online attack
Rezwan I accepted Bengali subtitles for Three types of online attack
Rezwan I edited Bengali subtitles for Three types of online attack
Rezwan I edited Bengali subtitles for Three types of online attack
Palash Ranjan Sanyal added a translation

Bengali subtitles

Revisions