0:00:00.699,0:00:02.579 আমরা কেন ভাবি 0:00:02.603,0:00:07.894 যে পুরুষ রচিত কাহিনীগুলোরই[br]একমাত্র জাগতিক গুরুত্ব রয়েছে, 0:00:07.918,0:00:12.773 এবং নারীদের গল্পগুলো নিছক[br]মেয়েলী বলেই গণ্য করা হবে? 0:00:14.813,0:00:17.552 আমার দাদীর যখন ১২ বছর বয়স[br]তখন তাঁর স্কুলে যাওয়া বন্ধ হলো। 0:00:17.576,0:00:19.247 তাঁর ১৪টি সন্তান ছিলো। 0:00:20.356,0:00:22.247 আমার মা ১৫ বছর বয়সে [br]স্কুল ছেড়ে দিলেন। 0:00:22.271,0:00:23.672 তিনি একজন সম্পাদক ছিলেন। 0:00:23.696,0:00:27.454 আমি একজন নাট্যশালা পরিচালক হওয়ার জন্য[br]বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেছি , 0:00:27.478,0:00:31.637 এবং আমার এই অগ্রগতির জন্য সম্পূর্ণভাবে[br]সেসব অপরিচিত মানুষদের কাছে আমি ঋণী 0:00:31.661,0:00:33.909 যারা নারীর অধিকার, 0:00:33.933,0:00:37.074 ভোট প্রদান, শিক্ষার অধিকার ও অগ্রগতির[br]জন্য লড়েছেন। 0:00:37.098,0:00:40.683 আর আমি এভাবেই চালিয়ে যাওয়ার জন্য[br]প্রতিজ্ঞাবদ্ধ, নিশ্চয়ই আপনারাও তাই। 0:00:40.707,0:00:41.884 কেন নয়? 0:00:41.908,0:00:43.465 (প্রশংসা ধ্বনি) 0:00:43.489,0:00:47.201 তাই আমি সাত বছর পূর্বে, ওয়াও,সমগ্র [br]বিশ্বের নারী, নামক একটি উৎসব শুরু করলাম, 0:00:47.225,0:00:50.229 এবং বর্তমানে এটি পাঁচটি উপমহাদেশের[br]২০ টি দেশে ছড়িয়ে পড়েছে। 0:00:50.253,0:00:53.604 এর মধ্যে একটি দেশ হলো আফ্রিকা মহাদেশের[br]সোমালিল্যান্ড। 0:00:53.628,0:00:55.843 তো আমি গত বছর সেখানে ভ্রমণে গিয়েছিলাম, 0:00:55.867,0:01:01.460 এবং সেখানে গিয়ে গুহার ভেতরটা দেখা[br]খুব উপভোগ্য ছিল। 0:01:02.722,0:01:04.898 লাস গীল গুহা। 0:01:04.922,0:01:10.436 তো, বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের কিছু[br]সেই গুহাগুলোয় বিদ্যমান। 0:01:10.999,0:01:16.274 ধারণা করা হয় এই গুহাচিত্রগুলো[br]আনুমানিক ৯,০০০ থেকে ১১,০০০ বছরের পুরোনো। 0:01:17.110,0:01:18.539 শিল্পঃ 0:01:18.563,0:01:22.326 বিবর্তনের পর থেকে মানুষ যা কিছু করে আসছে। 0:01:22.350,0:01:24.473 এভাবেই আমরা নিজেদের সম্পর্কে বলি, 0:01:24.497,0:01:26.434 নিজেদের পরিচয় উপলব্ধি করি, 0:01:26.458,0:01:28.206 আমাদের পারিপার্শ্বিক পর্যবেক্ষণ করি, 0:01:28.230,0:01:31.301 একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করি 0:01:31.325,0:01:33.535 কেননা আমরা আমাদের জীবনের অর্থ বুঝতে চাই। 0:01:33.559,0:01:34.883 এখানেই শিল্পের প্রয়োজনীতা। 0:01:35.971,0:01:37.933 এই ছোট্ট ছবিটার দিকে একটু তাকান। 0:01:37.957,0:01:39.903 আমার মনে হচ্ছে এটা একটি ছোট্ট মেয়ের ছবি। 0:01:39.927,0:01:42.703 আমি ভাবলাম, মেয়েটি দেখতে কিছুটা আমার[br]মতো যখন আমি ছোট ছিলাম। 0:01:43.195,0:01:47.362 এবং চিন্তা করলাম, বাহ, এই তারুণ্যে ভরা,[br]হাসিখুশি ছবিটি কে আঁকলো? 0:01:47.386,0:01:49.490 তারপর আমি গুহার কিউরেটরকে[br]জিজ্ঞাসা করলাম। 0:01:49.514,0:01:53.032 বললাম, "যারা এইসব এঁকেছিলো সেইসব নারী ও [br]পুরুষদের সম্পর্কে আমাকে বলুন।" 0:01:53.056,0:01:56.533 এবং তিনি আমার দিকে সম্পূর্ণ বক্র দৃষ্টিতে[br]তাকিয়ে বললেন, 0:01:56.557,0:01:58.769 "নারীরা এইসব ছবি আঁকেনি।" 0:01:59.241,0:02:01.745 এরপর আমি বললাম, "বেশ, এটা তো ১১,০০০ বছর [br]আগের কথা।" 0:02:01.769,0:02:03.228 বললাম, "আপনি কিভাবে জানলেন?" 0:02:03.252,0:02:05.779 (হাসি) 0:02:05.803,0:02:09.534 তিনি বললেন, "নারীরা এসব করতে পারে না। 0:02:09.558,0:02:13.197 পুরুষেরা এইসব এঁকেছে। নারীরা নয়।" 0:02:14.547,0:02:18.317 আসলে, আমি তেমন অবাক হইনি, 0:02:18.341,0:02:22.399 কেননা এরকম আচরণ আমি ক্রমাগতভাবে[br]দেখে এসেছি 0:02:22.423,0:02:25.195 একজন নাট্যশালার পরিচালক হিসেবে সারা জীবনে। 0:02:26.552,0:02:32.362 আমাদের সবসময় বলা হয় যে স্বর্গীয় জ্ঞান আসে[br]পৌরুষের সাথে সাথে, 0:02:32.386,0:02:36.973 এখন সেটি হতে পারে ইমাম, পুরোহিত, রাব্বি[br]কিংবা পবিত্র পুরুষ ব্যক্তিত্ব। 0:02:37.421,0:02:42.717 একইভাবে, আমাদের বলা হয় পৌরুষের মধ্যেই[br]উদ্ভাবনী প্রতিভা নিহিত, 0:02:42.741,0:02:44.487 বলা হয় যে পৌরুষই একমাত্র 0:02:44.511,0:02:47.576 যা আমাদের পরিচয় সম্পর্কে[br]জানাতে সক্ষম, 0:02:47.600,0:02:50.667 এবং পৌরুষই জাগতিক কাহিনী বলবে 0:02:50.691,0:02:52.578 আমাদের সবার পক্ষ হয়ে, 0:02:52.602,0:02:57.177 যেখানে নারী শিল্পীরা আসলে শুধু[br]কথা বলবে নারীর অভিজ্ঞতা, 0:02:57.201,0:03:00.577 সমস্যাসমূহ নিয়ে যেগুলো শুধুমাত্র তাদের[br]নিজেদের সাথেই সম্পর্কযুক্ত 0:03:00.601,0:03:03.579 এবং পুরুষদের ব্যাপারে আগ্রহী হওয়া -- 0:03:03.603,0:03:05.505 আর সত্যি শুধুমাত্র কিছু পুরুষদের প্রতি। 0:03:05.909,0:03:08.180 এবং এটা এক ধরণের দৃঢ় বিশ্বাস, 0:03:08.204,0:03:09.585 যা আমাদের শেখানো হয়, 0:03:09.609,0:03:13.409 যেটা আমি মনে করি দারুনভাবে প্রতিপন্ন করে[br]যে আমরা কি বিশ্বাস করতে সত্যি প্রস্তুত 0:03:13.433,0:03:15.934 যে নারীদের গল্পও আসলে গুরুত্বপূর্ণ। 0:03:15.958,0:03:19.505 আমরা বিশ্বাস করতে প্রস্তুত না থাকি যে [br]নারীদের গল্পেরও গুরুত্ব রয়েছে, 0:03:19.529,0:03:22.519 তাহলে নারী অধিকারের সত্যি কোন গুরুত্ব নেই, 0:03:22.543,0:03:25.215 এবং সত্যিকার অর্থে কোন পরিবর্তনও ঘটবে না। 0:03:26.876,0:03:31.586 আমি আপনাদেরকে গল্পের দুইটি উদাহরণ দিতে চাই 0:03:31.610,0:03:34.548 যেগুলোকে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ধরা হয়ঃ 0:03:34.572,0:03:37.328 "ই.টি." এবং "হ্যামলেট"। 0:03:37.352,0:03:40.463 (হাসি) 0:03:40.487,0:03:43.753 তো আমার দুই সন্তান যখন ছোট ছিলো -- 0:03:43.777,0:03:47.027 ক্যারোলিনের বয়স তখন ৮ এবং রবির ৫ বছর -- 0:03:47.051,0:03:48.618 আমি ওদের "ই.টি." দেখাতে[br]নিয়ে গেলাম। 0:03:48.642,0:03:52.027 সেটা ছিলো একটি ছোট্ট এলিয়েনের চমৎকার[br]এক কাহিনী 0:03:52.051,0:03:54.002 যে শেষ পর্যন্ত এক আমেরিকান পরিবারে আসে 0:03:54.026,0:03:57.235 যেখানে রয়েছে মা, দুই ভাই এবং একটি বোন, 0:03:57.259,0:03:58.902 কিন্তু সে তো তার বাড়িতে যেতে চায়। 0:03:59.720,0:04:02.340 শুধু তাই নয়, কিছু খুব বাজে বিজ্ঞানীরা 0:04:02.364,0:04:04.738 তার ওপর কিছু পরীক্ষা করতে চায়, 0:04:04.762,0:04:06.448 এবং তারা ওকে হন্যে হয়ে খুঁজছে। 0:04:06.993,0:04:09.049 তো বাচ্চারা একটা পরিকল্পনা করলো। 0:04:09.073,0:04:11.910 তারা ঠিক করলো যে তারা ওকে স্পেসশিপে[br]ফিরিয়ে নিয়ে যাবে 0:04:11.934,0:04:13.085 যত দ্রুত সম্ভব, 0:04:13.109,0:04:14.983 এবং ওরা ঝটপট ওকে বাইসাইকেলের ঝুড়িতে[br]নিয়ে 0:04:15.007,0:04:16.349 সাঁই সাঁই করে চালিয়ে গেলো। 0:04:16.373,0:04:20.269 কিন্তু দুর্ভাগ্যবশত, দুষ্টু লোকেরা এর[br]মধ্যেই বুঝতে পেরেছে এবং তাদের পিছু নিয়েছে 0:04:20.293,0:04:22.650 আর তাদের কাছে আছে সাইরেন, আছে বন্দুক, 0:04:22.674,0:04:25.348 তাদের কাছে আছে বিদ্যুতিন, সব মিলিয়ে খুবই[br]ভয়াবহ, 0:04:25.372,0:04:27.292 এবং তারা প্রায় বাচ্চাদেরকে ধরেই ফেলেছে, 0:04:27.316,0:04:29.412 তারা মনে হয় শেষ পর্যন্ত আর পেরে উঠবে না। 0:04:29.436,0:04:33.529 তখন হঠাৎ, জাদুর মত, বাইকটি বাতাসে উড়াল[br]দিলো, 0:04:33.553,0:04:35.092 মেঘের ওপরে, 0:04:35.116,0:04:36.304 চাঁদের ওপরে, 0:04:36.328,0:04:38.619 এবং তারা এবার "ই.টি." কে বাঁচাবে। 0:04:39.394,0:04:41.672 তো আমি আমার বাচ্চাদের দিকে তাকালাম, 0:04:41.696,0:04:46.166 রবি তখন আহ্লাদে আটখানা, সে তখন তাদের সাথে,[br]ই.টি. কে বাচাচ্ছে, 0:04:46.190,0:04:48.046 সে তখন খুবই সুখী একটা ছেলে। 0:04:48.070,0:04:51.208 এরপর আমি ক্যারোলিনের দিকে তাকালাম,[br]সে তখন হাপুস নয়নে কাঁদছে। 0:04:51.866,0:04:53.411 আমি বললাম, "কি হয়েছে?' 0:04:53.435,0:04:58.970 আর সে বলল, "আমি কেন ই.টি. কে বাঁচাতে[br]পারিনা? আমি কেন আসতে পারি না?" 0:04:59.422,0:05:01.781 এরপর হঠাৎ করেই আমি বুঝতে পারলামঃ 0:05:01.805,0:05:03.216 তারা কয়েকটা বাচ্চা ছিলো না; 0:05:03.857,0:05:05.120 তারা ছিলো কয়েকটা ছেলে -- 0:05:05.755,0:05:07.820 সবগুলো ছেলে। 0:05:07.844,0:05:10.821 এবং ক্যারোলিন, যে কিনা ই.টি এর প্রতি এতো[br]অভিভূত ছিলো, 0:05:10.845,0:05:13.015 তাকে উদ্ধার কার্যে আমন্ত্রনই জানানো হয়নি, 0:05:13.039,0:05:15.716 এবং সে খুবই মর্মাহত এবং অপমানিত বোধ করেছে। 0:05:16.412,0:05:18.161 তো আমি স্টিভেন স্পিলবার্গকে[br]লিখলাম -- 0:05:18.185,0:05:24.353 (হাসি) (প্রশংসা ধ্বনি) 0:05:24.377,0:05:26.927 বললাম, "আমি ঠিক জানিনা আপনি বুঝতে পারেন[br]কিনা 0:05:26.951,0:05:29.330 যা ঘটেছে তার মনোস্তাত্বিক গুরুত্ব, 0:05:29.354,0:05:31.854 এবং আপনি কি এর চিকিৎসার বিল দিতে [br]প্রস্তুত?" 0:05:31.878,0:05:33.292 (হাসি) 0:05:33.316,0:05:36.288 বিশ বছর পর, আমি তাঁর কাছ থেকে একটি শব্দও [br]এর প্রতিউত্তরে পাইনি, 0:05:36.312,0:05:37.750 কিন্তু আমি এখনো আশাবাদী। 0:05:37.774,0:05:39.384 (হাসি) 0:05:39.408,0:05:41.012 কিন্তু আমার মনে হলো বিষয়টা মজার, 0:05:41.036,0:05:43.908 কেননা আপনারা যদি পরিদর্শন করেন[br]উঁনি ই.টি নিয়ে কি করতে চেয়েছেন 0:05:43.932,0:05:45.723 তিনি বেশ স্পষ্টভাবে বলেছেন, 0:05:45.747,0:05:48.249 "আমি চেয়েছি পৃথিবী বুঝতে পারুক 0:05:48.273,0:05:51.480 যে আমাদের উচিৎ ভেদাভেদকে ভালোবেসে[br]আলিঙ্গন করা।" 0:05:51.504,0:05:56.126 কিন্তু যেকোন ভাবেই হোক তিনি মেয়েদের[br]ভেদাভেদের বিষয়টিকে অন্তর্ভূক্ত করেননি 0:05:56.150,0:05:57.842 তাঁর চিন্তাধারায়। 0:05:57.866,0:06:02.176 তিনি ভেবেছিলেন যে তিনি সমগ্র মানবতা নিয়েই[br]গল্প লিখছেন। 0:06:02.200,0:06:04.278 ক্যারোলিনের মনে হয়েছে তিনি একঘরে করেছেন 0:06:04.302,0:06:05.731 মানবজাতির অর্ধভাগকে। 0:06:05.755,0:06:08.839 তিনি ভেবেছিলেন তিনি মানুষের উদারতা নিয়ে[br]গল্প লিখছেন; 0:06:08.863,0:06:13.249 আর ও ভেবেছে তিনি একটি বালকের বীরোচিত[br]অভিযান রচনা করেছেন। 0:06:14.028,0:06:15.789 এবং এটা খুব সাধারণ ব্যাপার। 0:06:16.512,0:06:21.633 পুরুষরা মনে করেন যে তাদের ওপরেই বৈশ্বিক[br]যোগাযোগের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, 0:06:21.657,0:06:23.609 কিন্তু সত্যি, তা কিভাবে হয়? 0:06:23.633,0:06:27.713 পুরুষরা তাদের চোখ দিয়ে দেখা এবং[br]তাদের লাভ করা অভিজ্ঞতা থেকে লিখছেন। 0:06:30.031,0:06:32.249 আমাদেরকে অবশ্যই এসব স্বচক্ষে দেখতে হবে। 0:06:32.273,0:06:35.949 আমাদেরকে প্রস্তুত হতে হবে পিছনে ফিরে দেখার[br]জন্য, আমাদের সকল বই, চলচ্চিত্র, 0:06:35.973,0:06:37.310 সব প্রিয় জিনিসের মাধ্যমে, 0:06:37.334,0:06:40.164 এখন মনে করুন, "আসলে, এটা লিখেছিলেন একজন[br]পুরুষ শিল্পী -- 0:06:40.188,0:06:42.176 শিল্পী নয়। 0:06:42.200,0:06:44.604 আমাদের এটা বুঝতে হবে যে বেশিরভাগ[br]কাহিনীগুলোই 0:06:44.628,0:06:46.764 একজন পুরুষের পরিপ্রেক্ষিত থেকে লেখা হয়েছে। 0:06:46.788,0:06:48.725 যাতে কোন অসুবিধা নেই, 0:06:48.749,0:06:52.247 কিন্তু তারপরেও নারীদের ৫০ শতভাগ[br]অধিকার থাকা দরকার 0:06:52.271,0:06:54.825 মঞ্চ, চলচ্চিত্র, উপন্যাস, 0:06:54.849,0:06:56.638 এবং উদ্ভাবনের ক্ষেত্রে। 0:06:57.561,0:06:59.360 চলুন এবার "হ্যমলেট" নিয়ে কথা বলা যাক। 0:06:59.384,0:07:01.077 হওয়া বা না হওয়া। 0:07:01.101,0:07:02.315 সেটাই সাধারণ প্রশ্ন। 0:07:02.998,0:07:04.263 কিন্তু আমার প্রশ্ন এটা নয়। 0:07:04.787,0:07:08.536 আমার প্রশ্ন হলোঃ একজন তরুণী হিসেবে আমাকে[br]কেন শেখানো হলো যে 0:07:08.560,0:07:12.917 এটিই মানবীয় উভয়সঙ্কট এবং মানবীয়[br]অভিজ্ঞতার 0:07:12.941,0:07:14.637 সর্বোত্তম উদাহরণ? 0:07:14.661,0:07:15.997 এটি একটি অসাধারণ গল্প, 0:07:16.021,0:07:21.357 কিন্তু আসলে, এটি একটি যুবকের কাহিনী যে[br]এই ব্যাপারে ভীত যে, একটি পুরুষতান্ত্রিক 0:07:21.381,0:07:24.046 জগতে সে শক্তিশালী অবয়ব হয়ে উঠতে পারবে না 0:07:24.070,0:07:26.785 যদি সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে না[br]পারে। 0:07:27.552,0:07:32.230 বিকল্প হিসেবে আত্মহত্যার ব্যাপারটি[br]নিয়ে সে আমাদের অনেক কিছু বলে, 0:07:32.254,0:07:36.923 কিন্তু বাস্তবে দেখা যায়, ওফেলিয়া হলো সেই[br]ব্যক্তি যে সত্যি আত্মহত্যা করে, 0:07:36.947,0:07:39.445 যখন সে তার মাধ্যমে অপমানিত এবং[br]অবমাননার শিকার হয়, 0:07:39.469,0:07:42.645 এখানে ওফেলিয়ার অনুভূতির ব্যাপারে পাঠকদেরকে[br]বলার কোন সুযোগই নেই। 0:07:42.669,0:07:45.611 এবং যখন ওফেলিয়ার পালা শেষ হলো, সে তার মার[br]দিকে নজর দিলো, 0:07:45.635,0:07:48.934 কেননা মূলত, তার চাচাকে ভালোবাসার দুঃসাহস[br]তিনি দেখিয়েছিলেন এবং সঙ্গম 0:07:48.958,0:07:50.170 উপভোগ করতে চেয়েছিলেন। 0:07:50.194,0:07:52.231 (হাসি) 0:07:52.255,0:07:54.343 এটি একটি দারুণ গল্প, 0:07:54.367,0:07:59.438 কিন্তু এটি শুধু পুরুষদের মধ্যে দ্বন্দ্ব,[br]সঙ্কট এবং প্রতিদ্বন্দ্বিতার গল্প। 0:08:00.137,0:08:04.329 কিন্তু আমাকে বলা হয়েছিলো যে এটি[br]মানুষের গল্প, 0:08:04.353,0:08:07.396 যেখানে মাত্র দুটি নারীর উল্লেখ থাকা[br]সত্ত্বেও। 0:08:07.420,0:08:09.981 এবং আমি যদি পুনরায় উপলব্ধি করতে না পারি, 0:08:10.005,0:08:11.730 আমি সবসময় ভাববো যে 0:08:11.754,0:08:15.495 পুরুষদের গল্পের চেয়ে নারীদের গল্পকে [br]কম প্রাধান্য দেওয়া হয়। 0:08:16.166,0:08:17.901 একজন নারীর "হ্যামলেট" লিখতে পারতেন, 0:08:17.925,0:08:20.012 কিন্তু তিনি তা একটু ভিন্নভাবে লিখতেন, 0:08:20.036,0:08:22.644 এবং সেটি কখনো বৈশ্বিক পরিচিতি পেতো না। 0:08:22.668,0:08:24.739 মার্গারেট অ্যাটউড বলেছেন, 0:08:24.763,0:08:27.249 "যখন একজন পুরুষ থালা-বাসন ধোয়ার কথা লেখেন, 0:08:27.273,0:08:28.568 এটি বাস্তবতা। 0:08:29.379,0:08:31.500 যখন একজন নারী এই কাজ করার কথা লেখেন, 0:08:31.524,0:08:34.039 এটি একটি হতভাগ্য বংশগত বিধান।" 0:08:34.063,0:08:35.272 (হাসি) 0:08:35.296,0:08:39.130 তো, এটি শুধু তৎকালীন সময়েই বিদ্যমান ছিলো[br]তা নয়। 0:08:39.154,0:08:40.954 মানে, আমি যখন ছোট ছিলাম, 0:08:40.978,0:08:43.602 আমি মরিয়া হয়ে একজন নাট্যশালা পরিচালক হতে[br]চেয়েছিলাম, 0:08:43.626,0:08:46.465 আমার পুরুষ প্রভাষক আমাকে বলেছিলেনঃ 0:08:46.489,0:08:50.561 "বেশ, ব্রিটেনে তিনজন নারী পরিচালক রয়েছেন",[br]তিনি বললেন, "জুড।" 0:08:50.585,0:08:54.692 "জোয়ান নাইট, যে একজন সমকামী, তারপর জোয়ান[br]লিটলউড, যিনি অবসরপ্রাপ্ত, এবং 0:08:54.716,0:08:57.496 বাজ গুডবডি, যিনি কিছুদিন আগে আত্মহত্যা[br]করেছেন। 0:08:57.520,0:08:59.776 তো, এই তিনজনের মধ্যে তুমি কে হতে চাও?" 0:08:59.800,0:09:00.853 (হাসি) 0:09:00.877,0:09:05.463 এখন, সমকামী নারীর প্রতি বিরক্তিকর নিন্দা[br]বাদ দিলে, 0:09:05.487,0:09:08.332 সত্যি বলতে, তিনি আমাকে অপমান করতে[br]চেয়েছিলেন। 0:09:08.356,0:09:12.115 তিনি ভেবেছিলেন, আমার পরিচালক হতে চাওয়ার[br]ইচ্ছেটা ছিলো হাস্যকর। 0:09:12.139,0:09:15.110 এবং আমার কন্ডাক্টর বান্ধবী, মারিয়ান[br]আসলপকে যখন এটা বললাম, 0:09:15.134,0:09:17.883 সে বললো,"হ্যাঁ, আসলে আমার সঙ্গীতের[br]শিক্ষকও একই কথা বলেছেন। 0:09:17.907,0:09:20.077 তিনি বলেছেন, "মেয়েরা কন্ডাক্ট করে না।" 0:09:20.704,0:09:23.427 কিন্তু এতোগুলো বছর পর, আমরা আমাদের সফলতা[br]অর্জন করেছি। 0:09:23.451,0:09:25.681 আপনি ভাবছেন, "বেশ, এখন সবকিছু ভিন্ন।" 0:09:25.705,0:09:28.199 সত্যি বলতে এখনও সবকিছু ভিন্ন নয়। 0:09:28.223,0:09:31.668 ইদানিংকালে প্যারিস কনসার্ভেটরের বর্তমান[br]মহাপরিচালক বলেছেন, 0:09:31.692,0:09:35.119 "প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হয় 0:09:35.143,0:09:36.624 একটি সিম্ফনি কন্ডাক্ট করতে, 0:09:36.648,0:09:38.099 এবং নারীরা বেশ দুর্বল।" 0:09:38.123,0:09:39.576 (হাসি) 0:09:39.600,0:09:41.539 শিল্পী জর্জ বেসলিটস বলেছেন, 0:09:41.563,0:09:43.850 "বেশ, সত্য বলতে নারীরা ছবি আঁকতে পারে না। 0:09:43.874,0:09:45.720 -- তারা বেশি ভালো ছবি আঁকতে পারে না।" 0:09:46.194,0:09:48.582 দুই বছর আগে লেখক ভি.এস. নাইপল বলেন, 0:09:48.606,0:09:52.198 "আমি দুইটি অনুচ্ছেদ পড়ে সাথে সাথেই বলে[br]দিতে পারি তা একজন নারীর লেখা কিনা, 0:09:52.222,0:09:54.923 এবং আমি তা পড়া বন্ধ করে দিই কেননা তা আমার[br]পড়ার যোগ্য নয়।" 0:09:54.947,0:09:56.620 দর্শকঃ আরে! 0:09:57.389,0:09:59.022 এবং তা এভাবেই চলতে থাকে। 0:10:00.997,0:10:02.985 আমাদের একটি পথ খুঁজতে হবে 0:10:03.009,0:10:05.653 যাতে তরুণী এবং নারীরা এটি ভাবা বন্ধ করেন 0:10:05.677,0:10:08.518 যে তাদের কথার কোন গুরুত্ব নেই, এবং 0:10:08.542,0:10:11.752 তাদের গল্প-কথক হওয়ার কোন অধিকার নেই। 0:10:12.661,0:10:16.244 কেননা একবার যদি আপনি অনুভব করেন যে আপনি[br]কেন্দ্রস্থলে এসে দাঁড়াতে পারবে না 0:10:16.268,0:10:19.276 এবং বিশ্বের প্রতিনিধি হয়ে বলতে পারবেন না, 0:10:19.300,0:10:24.375 আপনার মনে হবে যে আপনি ছোট এবং নির্দিষ্ট[br]গোষ্টীকেই শুধু কিছু দিতে পারবেন। 0:10:24.399,0:10:27.915 আপনি ছোট পরিসরে ছোট কাজ করতে চাইবেন, 0:10:27.939,0:10:29.972 আপনার অর্থনৈতিক ক্ষমতা কমে যাবে, 0:10:29.996,0:10:32.468 আপনি খুব কম দর্শকের কাছে পৌঁছতে পারবেন, 0:10:32.492,0:10:36.833 এবং শিল্পী হিসেবে আপনি কম সম্মানিত হবেন। 0:10:37.557,0:10:42.812 এবং আমরা এই বিশ্বে অবশ্যই শিল্পীদের[br]অসাধারণ, বিশিষ্ট 0:10:42.836,0:10:44.000 স্থান দিয়ে থাকি, 0:10:44.024,0:10:45.763 কেননা তাঁরাই আমাদের গল্প-কথক। 0:10:45.787,0:10:48.916 এখন, আপনি যদি শিল্পী না হয়ে থাকেন তাহলে[br]কেন এটি গুরুত্ব বহন করবে? 0:10:48.940,0:10:52.185 মনে করুন আপনি একজন হিসাবরক্ষক বা উদ্যোক্তা[br]কিংবা একজন চিকিৎসাবিদ 0:10:52.209,0:10:53.376 অথবা একজন বিজ্ঞানীঃ 0:10:53.400,0:10:56.002 আপনি কি নারী শিল্পীদের গুরুত্ব দেবেন? 0:10:56.026,0:10:58.082 অবশ্যই, আপনাকে দিতেই হবে, 0:10:58.106,0:11:01.518 কেননা আপনারা যেহেতু এই গুহা-চিত্র থেকে[br]দেখতে পাচ্ছেন, 0:11:01.542,0:11:03.223 সকল সভ্যতা, 0:11:03.247,0:11:05.451 সমগ্র মনুষ্যজাতি 0:11:06.105,0:11:10.061 মানুষের গল্প বলার জন্য চিত্রশিল্পীদের ওপর[br]নির্ভর করেছে, 0:11:10.085,0:11:13.354 এবং মানুষের গল্প যদি সর্বশেষে পুরুষদের[br]দ্বারাই বলা হয়, 0:11:13.378,0:11:15.114 আমার কথা বিশ্বাস করুন, 0:11:15.138,0:11:16.855 সেটা হবে শুধু পুরুষদেরই গল্প। 0:11:17.671,0:11:20.355 কাজেই চলুন পরিবর্তন আনি। 0:11:20.379,0:11:22.581 চলুন আমাদের সকল প্রতিষ্ঠানেই পরিবর্তন আনি, 0:11:22.605,0:11:23.880 শুধুমাত্র পশ্চিমেই নয়। 0:11:23.904,0:11:28.323 ভুলে যাবেন না -- নারীদের উদ্ভাবনী শক্তি[br]ধরে রাখার 0:11:28.347,0:11:30.372 অসক্ষমতার এই ধারণা 0:11:30.396,0:11:35.310 নাইজেরিয়া, চীন, রাশিয়া, ইন্দোনেশিয়ার 0:11:35.334,0:11:36.497 মেয়েদেরকেও বলা হচ্ছে। 0:11:36.521,0:11:39.230 সারা বিশ্বেই, মেয়ে এবং নারীদের বলা হচ্ছে 0:11:39.254,0:11:44.171 যে তারা উদ্ভাবনের এই অনুপ্রেরণা শেষ[br]পর্যন্ত ধরে রাখতে পারে না। 0:11:45.131,0:11:46.780 এবং আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাইঃ 0:11:46.804,0:11:48.518 আপনারা কি তা বিশ্বাস করেন? 0:11:48.542,0:11:52.337 আপনারা কি বিশ্বাস করেন যে নারীরাও পারে[br]সৃজনশীল প্রতিভাধর হতে? 0:11:53.168,0:11:58.907 (সাধুবাদ এবং প্রশংসা ধ্বনি) 0:11:58.931,0:12:00.592 বেশ, তাহলে অনুগ্রহ করে এগিয়ে আসুন, 0:12:00.616,0:12:02.866 নারী শিল্পীদের সমর্থন দিন, 0:12:02.890,0:12:04.364 তাদের শিল্পকর্ম কিনুন, 0:12:04.388,0:12:06.656 জোর দিয়ে বলুন যে তাদের কথাকেও গুরুত্ব[br]দেওয়া হয়, 0:12:06.680,0:12:09.950 এমন মঞ্চ খুঁজে দিন যেখানে তাদের কথা অন্যরা[br]শুনবে। 0:12:10.680,0:12:12.467 এবং মনে রাখবেনঃ 0:12:12.491,0:12:15.770 যে এক অর্থে, আমরা যদি বিশ্বের এই[br]সময়কে অতিক্রম করতে চাই 0:12:15.794,0:12:19.646 যেখানে আমরা জানি যে আমরা অসমকক্ষ, 0:12:19.670,0:12:22.867 একমাত্র শিল্পীদেরই এই বিশ্বকে ভিন্নভাবে[br]কল্পনা করতে হবে। 0:12:22.891,0:12:26.501 এবং আমি সকল শিল্পী, নারী এবং পুরুষদেরকে[br]আহ্বান করছি, 0:12:26.525,0:12:29.865 একটি লিঙ্গ বৈষম্যহীন পৃথিবী কল্পনা করার[br]জন্য। 0:12:30.326,0:12:32.509 চলুন তা আঁকি। চলুন এতে রঙ করি। 0:12:32.533,0:12:34.328 এর সম্পর্কে লিখি।এর চিত্রধারণ করি। 0:12:34.352,0:12:36.238 এবং আমরা যদি তা কল্পনা করতে পারি, 0:12:36.262,0:12:39.742 তাহলে আমাদের সেই শক্তি এবং উদ্যম থাকবে 0:12:39.766,0:12:41.255 তার উদ্দেশ্যে আগানোর জন্য। 0:12:41.802,0:12:43.856 আমি যখন এই ছোট্ট মেয়েটিকে দেখি, 0:12:43.880,0:12:45.920 ১১,০০০ বছর পূর্বের, 0:12:45.944,0:12:49.405 আমি জানতে চাই এখনকার একটি ছোট্ট মেয়ে পারবে 0:12:49.429,0:12:52.713 সেখানে দাঁড়িয়ে ভাবতে যে তার স্বপ্ন দেখার[br]অধিকার রয়েছে, 0:12:52.737,0:12:55.027 তার গন্তব্য নির্ধারণ করার অধিকার রয়েছে 0:12:55.051,0:12:59.253 এবং সারা বিশ্বের প্রতিনিধি হয়ে তার বলার[br]অধিকার আছে, 0:12:59.277,0:13:01.101 তার জন্যে তাকে স্বীকৃতি দেওয়া হবে 0:13:01.125,0:13:02.775 এবং প্রশংসিত করা হবে। 0:13:02.799,0:13:03.985 ধন্যবাদ। 0:13:04.009,0:13:08.790 (প্রশংসা ধ্বনি)