1 00:00:00,841 --> 00:00:04,724 মৌলিক যোগ শেখার এই উপস্থাপনায় সবাইকে স্বাগতম :) 2 00:00:04,724 --> 00:00:05,690 আমি জানি তোমরা কি ভাবছ, 3 00:00:05,690 --> 00:00:08,208 "স্যার, যোগ শেখা আমার কাছে তেমন মৌলিক কিছু মনে হয় না" 4 00:00:08,208 --> 00:00:09,403 সেক্ষেত্রে আমি ক্ষমা চাইছি। 5 00:00:09,419 --> 00:00:10,838 আমি আশা করছি, 6 00:00:10,838 --> 00:00:12,606 এই উপস্থাপনা শেষে 7 00:00:12,606 --> 00:00:14,942 অথবা আরও কিছু সপ্তাহ পরে, এটা তোমার কাছে মৌলিক মনে হবে। 8 00:00:14,942 --> 00:00:16,862 তাহলে শুরু করা যাক, 9 00:00:16,862 --> 00:00:18,623 কিছু সমস্যা দিয়ে শুরু করি। 10 00:00:18,623 --> 00:00:22,013 একটি পুরনো সমস্যা দিয়েই শুরু করি 11 00:00:22,013 --> 00:00:26,192 ১+১ 12 00:00:26,192 --> 00:00:28,468 এবং আমার মনে হয় তুমি আগে থেকেই জানো কিভাবে এটা করতে হয়। 13 00:00:28,468 --> 00:00:30,962 কিন্তু আমি তমাকে একটা পদ্ধতি দেখাব 14 00:00:30,962 --> 00:00:32,492 যদি তোমার মনে না থাকে 15 00:00:32,492 --> 00:00:34,412 বা যদি তুমি এর সবটুকু জেনে না থাকো। 16 00:00:34,412 --> 00:00:36,595 এখন বল, যদি আমার কাছে 17 00:00:36,595 --> 00:00:39,199 একটা... 18 00:00:39,199 --> 00:00:41,099 এটার নাম দিলাম অ্যাভোক্যাডো। 19 00:00:41,099 --> 00:00:42,771 যদি আমার কাছে একটা অ্যাভোক্যাডো থাকে, 20 00:00:42,771 --> 00:00:46,765 এবং তুমি আমাকে আরও একটা দাও, 21 00:00:46,765 --> 00:00:49,041 আমার কাছে মোট কয়টা অ্যাভোক্যাডো হল? 22 00:00:49,041 --> 00:00:51,548 তাহলে দেখি, আমাদের আছে, ১...২ টা অ্যাভোক্যাডো। 23 00:00:51,548 --> 00:00:54,940 তাহলে ১+১=২ 24 00:00:54,940 --> 00:00:56,377 এখন, আমি জানি তুমি কি ভাবছ। 25 00:00:56,377 --> 00:00:57,850 "এটা একেবারেই সহজ ছিল" 26 00:00:57,850 --> 00:01:00,030 তাহলে চল তোমাকে আরেকটু কঠিন সমস্যা দেই। 27 00:01:00,030 --> 00:01:03,669 আমি অ্যাভোক্যাডো বেশ পছন্দ করি। তো আমি এটা দিয়েই দেখাই। 28 00:01:03,669 --> 00:01:09,010 ৩+৪ কত হবে? 29 00:01:09,010 --> 00:01:12,214 হুম। এটা মনে হয় আরেকটু কঠিন সমস্যা। 30 00:01:12,214 --> 00:01:14,321 তাহলে আবারও অ্যাভোক্যাডো নিয়েই চিন্তা করি। 31 00:01:14,321 --> 00:01:16,500 যদি তুমি না জানো অ্যাভোক্যাডো কি, তাহলে বলে রাখি, 32 00:01:16,500 --> 00:01:18,964 এটা একটা সুস্বাদু ফল। 33 00:01:18,964 --> 00:01:21,363 আসলে এটা সবচাইতে বড় আকারের ফল। 34 00:01:21,363 --> 00:01:22,415 তুমি যদি একটা ফল খেতে, তাও বোধয় তুমি বুঝতে না 35 00:01:22,415 --> 00:01:23,994 যে এটা একটা ফল। 36 00:01:23,994 --> 00:01:28,050 তাহলে মনে করি, আমার কাছে ৩টা অ্যাভোক্যাডো আছে। 37 00:01:28,050 --> 00:01:32,418 ১,২,৩ ঠিকাছে? ১,২,৩ 38 00:01:32,418 --> 00:01:35,561 এবং মনে করি তুমি আমাকে আরও ৪টা দেবে। 39 00:01:35,561 --> 00:01:37,746 তাহলে আমি এই ৪ কে হলুদ রঙে লিখি। 40 00:01:37,746 --> 00:01:40,775 তাহলে তুমি জানো, এগুল তুমি আমাকে দিয়েছ। 41 00:01:40,775 --> 00:01:41,894 ১ 42 00:01:41,894 --> 00:01:43,067 ২ 43 00:01:43,067 --> 00:01:44,166 ৩ 44 00:01:44,166 --> 00:01:45,976 ৪ 45 00:01:45,976 --> 00:01:48,623 তাহলে এবার মোট কতগুলো অ্যাভোক্যাডো হল? 46 00:01:48,623 --> 00:01:55,500 ১,২,৩,৪,৫,৬,৭ টা অ্যাভোক্যাডো 47 00:01:55,500 --> 00:01:58,468 তাহলে ৩+৪=৭ 48 00:01:59,068 --> 00:02:00,252 আর এখন আমি তোমাকে আরেকটা পদ্ধতি 49 00:02:00,252 --> 00:02:01,755 সম্পরকে পরিচিত করাতে যাচ্ছি। 50 00:02:01,755 --> 00:02:03,135 এটাকে বলে সংখ্যারেখা। 51 00:02:03,166 --> 00:02:05,299 আর, আসলে আমি মনে মনে এটা দিয়েই যোগ করি। 52 00:02:05,315 --> 00:02:08,267 যখন ভুলে যাই, যদি আমার মনে না থাকে। 53 00:02:08,267 --> 00:02:11,657 সংখ্যারেখায়, সব সংখ্যাগুলো একের পর এক লিখি। 54 00:02:11,657 --> 00:02:13,610 এবং যতদুর পারি যাই, 55 00:02:13,610 --> 00:02:15,766 যেন আমি যে সংখ্যাই ব্যাবহার করি, এখানে পেয়ে যাই। 56 00:02:15,766 --> 00:02:17,364 তাহলে তোমরা জানো, প্রথম সংখ্যাটা হল ০, 57 00:02:17,364 --> 00:02:18,040 যা আসলে কিছুই না। 58 00:02:18,040 --> 00:02:20,083 হয়ত তুমি জাননা। কিন্তু এখন তুমি জানো। 59 00:02:20,098 --> 00:02:21,094 এবং তারপর আসে, 60 00:02:21,094 --> 00:02:22,133 ১ 61 00:02:22,133 --> 00:02:23,523 ২ 62 00:02:23,523 --> 00:02:25,018 ৩ 63 00:02:26,203 --> 00:02:27,562 ৪ 64 00:02:27,562 --> 00:02:29,137 ৫ 65 00:02:29,137 --> 00:02:30,468 ৬ 66 00:02:30,483 --> 00:02:31,769 ৭ 67 00:02:31,785 --> 00:02:33,446 ৮ 68 00:02:33,446 --> 00:02:34,924 ৯ 69 00:02:34,924 --> 00:02:36,363 ১০ 70 00:02:36,363 --> 00:02:37,346 এটা চলতেই থাকে। 71 00:02:37,346 --> 00:02:37,952 ১১ 72 00:02:37,952 --> 00:02:41,750 তাহলে, আমরা বলছিলাম ৩+৪। ৩ থেকে শুরু করি। 73 00:02:41,750 --> 00:02:43,701 তাহলে এখানে ৩। 74 00:02:43,701 --> 00:02:45,654 এবং আমরা এই ৩ এর সাথে ৪ যোগ করব। 75 00:02:45,654 --> 00:02:48,259 তাহলে যা করতে হবে তা হল, সংখ্যারেখা বরাবর ৪ ঘর উপরে যাওয়া, 76 00:02:48,275 --> 00:02:51,088 বা ডানে যাওয়া। 77 00:02:51,088 --> 00:02:59,162 তাহলে আমরা যাই, ১...২...৩...৪ 78 00:02:59,162 --> 00:02:59,960 দেখো তাহলে, আমরা আসলে কি করলাম, 79 00:02:59,960 --> 00:03:02,713 শুধু বাড়িয়ে দিয়েছি ১,২,৩,৪ ঘর। 80 00:03:02,713 --> 00:03:04,254 এবং শেষে পৌছেছি ৭ এ। 81 00:03:04,269 --> 00:03:06,106 এবং এটাই আমাদের উত্তর। 82 00:03:06,106 --> 00:03:07,148 আমরা আরও ভিন্ন কিছু করতে পারি। 83 00:03:07,148 --> 00:03:09,762 আচ্ছা বের কর, 84 00:03:09,762 --> 00:03:12,655 ৮+১ কত হবে? 85 00:03:12,655 --> 00:03:14,185 হুম ৮+১। 86 00:03:14,185 --> 00:03:15,315 তুমি এটা এমনিই জানো মনে হয়। 87 00:03:15,315 --> 00:03:16,438 ৮+১ হচ্ছে ৮ এর পরের সংখ্যাটা । 88 00:03:16,438 --> 00:03:20,056 কিন্তু যদি তুমি সংখ্যারেখার দিকে তাকাও, 89 00:03:20,056 --> 00:03:22,451 এবং ১ যোগ কর, 90 00:03:22,451 --> 00:03:24,661 ৮+১=৯ 91 00:03:25,553 --> 00:03:28,400 আরও কঠিন কিছু সমস্যা করা যাক। 92 00:03:30,246 --> 00:03:31,427 এবং তুমি তো জানই, 93 00:03:31,427 --> 00:03:33,518 যদি এটাকে সামান্য একটুও ভয় পাও, 94 00:03:33,518 --> 00:03:34,498 তুমি বৃত্ত একে করতে পারো। 95 00:03:34,498 --> 00:03:36,110 বা সংখ্যারেখা দিয়েও করতে পারো। 96 00:03:36,110 --> 00:03:39,062 এবং পরবর্তীতে, যত অনুশীলন করবে, 97 00:03:39,062 --> 00:03:40,717 ততই মনে থাকবে 98 00:03:40,717 --> 00:03:42,446 এবং অর্ধেক সেকেন্ডেই তুমি এই সমস্যা গুলো করতে পারবে। 99 00:03:42,446 --> 00:03:45,438 আমি কথা দিচ্ছি, শুধু তোমাকে অনুশীলন করতে হবে। 100 00:03:45,438 --> 00:03:46,769 তাহলে, 101 00:03:46,769 --> 00:03:47,679 আমি আবার সংখ্যারেখা আঁকতে চাই। 102 00:03:47,679 --> 00:03:48,947 আসলে এখানে একটা রেখা আকার একটা জিনিস আছে। 103 00:03:48,947 --> 00:03:50,773 তাই ঐরকম বিচ্ছিরি রেখাগুলো আঁকা ঠিক না 104 00:03:50,773 --> 00:03:52,091 যেগুলো আমি এঁকে যাচ্ছি। 105 00:03:52,168 --> 00:03:54,866 দেখো, দেখো, এটা কি দারুণ! 106 00:03:54,866 --> 00:03:55,644 আচ্ছা এবার দেখি, 107 00:03:55,644 --> 00:03:57,967 ওহ, দেখো এটা! 108 00:03:57,967 --> 00:04:01,133 খুবই সুন্দর একটা রেখা। 109 00:04:01,133 --> 00:04:04,602 এটাকে মুছে ফেলতে আমার খারাপ লাগবে। 110 00:04:04,602 --> 00:04:06,852 তাহলে একটা সংখ্যারেখা আঁকি। 111 00:04:06,852 --> 00:04:07,844 ০ 112 00:04:07,844 --> 00:04:08,975 ১ 113 00:04:08,990 --> 00:04:10,167 ২ 114 00:04:10,167 --> 00:04:11,221 ৩ 115 00:04:11,221 --> 00:04:12,490 ৪ 116 00:04:12,490 --> 00:04:13,631 ৫ 117 00:04:13,631 --> 00:04:15,346 ৬ 118 00:04:15,346 --> 00:04:16,601 ৭ 119 00:04:16,601 --> 00:04:17,852 ৮ 120 00:04:17,852 --> 00:04:19,365 ৯ 121 00:04:19,365 --> 00:04:21,146 ১০ 122 00:04:21,162 --> 00:04:22,408 ১১ 123 00:04:22,408 --> 00:04:23,659 ১২ 124 00:04:23,659 --> 00:04:24,898 ১৩ 125 00:04:24,898 --> 00:04:26,230 ১৪ 126 00:04:26,230 --> 00:04:28,582 ১৫ 127 00:04:28,582 --> 00:04:30,905 তাহলে একটা কঠিন সমস্যা করি। 128 00:04:30,905 --> 00:04:33,224 আমাকে বল, 129 00:04:33,224 --> 00:04:35,400 আমি এবার ভিন্ন রং ব্যাবহার করব। 130 00:04:35,400 --> 00:04:38,825 ৫+৬ 131 00:04:38,825 --> 00:04:40,685 যদি চাও, তাহলে ভিডিও টা খানিকক্ষণের জন্য বন্ধ রেখে এটা চেষ্টা করতে পারো। 132 00:04:40,685 --> 00:04:42,202 হয়ত তুমি এটা আগেই জানো। 133 00:04:42,202 --> 00:04:44,802 এবং এটাকে আমি কঠিন সমস্যা বলছি এই কারণে 134 00:04:44,802 --> 00:04:47,300 যে এটার উত্তর তোমার হাতের আঙ্গুলের 135 00:04:47,300 --> 00:04:48,592 সংখ্যার চাইতে বেশি। 136 00:04:48,592 --> 00:04:50,948 তাই তুমি আঙ্গুল গুনে এটা করতে পারবে না। 137 00:04:50,948 --> 00:04:54,218 তাহলে এটা শুরু করি। 138 00:04:54,218 --> 00:04:55,230 আসলে আমার ফোন বাজছে। 139 00:04:55,230 --> 00:04:56,579 কিন্তু আমি ফোনটা ধরব না। 140 00:04:56,579 --> 00:04:58,172 কারণ তুমি অধিক গুরুত্বপূর্ণ। 141 00:04:58,172 --> 00:05:01,201 তাহলে, ৫ দিয়ে শুরু করি। 142 00:05:01,201 --> 00:05:03,829 আমরা ৫ এ আছি। 143 00:05:03,829 --> 00:05:05,577 এবং এর সাথে ৬ যোগ করব। 144 00:05:05,577 --> 00:05:07,590 তাহলে আমরা পাই, ১ 145 00:05:07,590 --> 00:05:08,610 ২ 146 00:05:08,610 --> 00:05:09,864 ৩ 147 00:05:09,864 --> 00:05:11,100 ৪ 148 00:05:11,100 --> 00:05:12,500 ৫ 149 00:05:12,500 --> 00:05:14,259 ৬ 150 00:05:14,259 --> 00:05:16,674 আমরা ১১ তে!! 151 00:05:16,674 --> 00:05:19,307 তাহলে ৫+৬=১১ 152 00:05:19,307 --> 00:05:21,197 এখন তোমাকে একটা প্রশ্ন করি, 153 00:05:21,197 --> 00:05:24,500 ৬+৫ কত? 154 00:05:24,500 --> 00:05:25,869 হাহ! 155 00:05:25,869 --> 00:05:28,659 আমরা এখনি দেখি ঠিকাছে? 156 00:05:28,659 --> 00:05:29,977 তুমি সংখ্যাগুলো উল্টে দিয়ে 157 00:05:29,977 --> 00:05:31,105 একই উত্তর পেতে পারো? 158 00:05:31,105 --> 00:05:32,159 চেষ্টা করে দেখি। 159 00:05:32,159 --> 00:05:33,564 অন্য একটা রং দিয়ে লিখি, 160 00:05:33,564 --> 00:05:34,599 যেন বুঝতে সমস্যা না হয়। 161 00:05:34,599 --> 00:05:36,254 ৬ দিয়ে শুরু করি। 162 00:05:36,254 --> 00:05:39,987 ঠিকাছে? হলুদ টাকে ভুলে যাও এবং এর সাথে ৫ যোগ কর। 163 00:05:39,987 --> 00:05:44,854 ১...২...৩...৪...৫। 164 00:05:44,854 --> 00:05:47,017 আহ, আবারও আগের জায়গায় ফিরে আসলাম। 165 00:05:47,017 --> 00:05:48,538 এবং আমি মনে করি তুমি এটা আরও কিছু 166 00:05:48,538 --> 00:05:49,185 সমস্যার ক্ষেত্রে ব্যাবহার করতে পারবে। 167 00:05:49,185 --> 00:05:50,777 এবং দেখতে পাবে, এটা সবসময় ই কাজ করে। 168 00:05:50,777 --> 00:05:53,300 কোন ক্রমতে লিখছ সেটা ব্যাপার না। 169 00:05:53,300 --> 00:05:56,069 '৫+৬' আর '৬+৫' একই জিনিস। 170 00:05:56,069 --> 00:05:57,180 এবং এটা এমনিতেই বোঝা যায়, 171 00:05:57,180 --> 00:05:59,005 যদি আমার কাছে ৫ টা অ্যাভোক্যাডো থাকে এবং তুমি আরও ৬টা দাও, 172 00:05:59,005 --> 00:06:00,031 আমার কাছে হবে ১১ টা। 173 00:06:00,031 --> 00:06:01,785 যদি আমার কাছে ৬টা অ্যাভোক্যাডো থাকে আর তুমি আরও ৫টা দাও, 174 00:06:01,785 --> 00:06:04,238 আমার কাছে ১১টাই থাকবে। 175 00:06:04,238 --> 00:06:05,527 আরও কয়েকটা করি... 176 00:06:05,527 --> 00:06:06,570 যেহেতু সংখ্যারেখাটা খুব সুন্দর, 177 00:06:06,570 --> 00:06:08,088 এটা দিয়ে আরও কয়েকটা সমস্যা করা যায়। 178 00:06:08,088 --> 00:06:09,174 যদিও এটা ব্যাবহার করলে 179 00:06:09,174 --> 00:06:11,214 তুমি আরও বেশি বিভ্রান্ত হয়ে যাবে 180 00:06:11,214 --> 00:06:13,256 কারণ আমি উপরে এত বেশি লিখে ফেলেছি। 181 00:06:13,256 --> 00:06:16,015 দেখা যাক। আমি এখন সাদা রং ব্যাবহার করব। 182 00:06:16,015 --> 00:06:22,507 আচ্ছা বল, ৮+৭ কত? 183 00:06:22,507 --> 00:06:26,631 যদি তুমি পড়তে পারো, তাহলে দেখো ৮ এখানে, 184 00:06:26,631 --> 00:06:28,900 ঠিকাছে? আমরা এটার সাথে আরও ৭ যোগ করব। 185 00:06:28,900 --> 00:06:36,600 ১...২...৩...৪...৫...৬...৭। 186 00:06:36,600 --> 00:06:39,007 আমরা ১৫ তে পৌঁছেছি। 187 00:06:39,007 --> 00:06:42,465 ৮+৭ হল ১৫ 188 00:06:42,465 --> 00:06:44,877 আশা করছি তুমি এবার বুঝতে পেরেছ 189 00:06:44,877 --> 00:06:46,400 কিভাবে এই সমস্যাগুলো করতে হয়। 190 00:06:46,400 --> 00:06:48,903 এবং তার চেয়েও বড় কথা, 191 00:06:48,903 --> 00:06:51,200 তুমি কিছুটা গুনও শিখতে যাচ্ছ। 192 00:06:51,200 --> 00:06:53,673 কিন্তু এই সমস্যা গুলো 193 00:06:53,673 --> 00:06:55,424 যখন তুমি প্রথম অঙ্ক শিখতে যাচ্ছ, 194 00:06:55,424 --> 00:06:56,931 এগুলোতে সবচেয়ে বেশি অনুশীলন লাগে। 195 00:06:56,931 --> 00:06:59,417 এবং কিছু ক্ষেত্রে তোমাকে মনেও রাখতে হয়। 196 00:06:59,417 --> 00:07:02,300 কিন্তু পরবর্তীতে, 197 00:07:02,300 --> 00:07:03,937 আমি চাই তুমি যেন অনুভব করতে পারো 198 00:07:03,937 --> 00:07:05,777 এই ভিডিও তে তুমি যা দেখলে। 199 00:07:05,777 --> 00:07:09,616 এবং আমি চাই ৩ বছর পর তুমি আবার এই ভিডিওটা দেখো। 200 00:07:09,616 --> 00:07:12,309 আর মনে রাখবে, এখন এই ভিডিও টা দেখে কেমন লাগলো। 201 00:07:12,309 --> 00:07:14,120 এবং তুমি বলবে, 'এটা কত সহজ ছিল!!' 202 00:07:14,120 --> 00:07:16,177 কারণ তুমি অনেক তাড়াতাড়ি শিখতে যাচ্ছ। 203 00:07:16,177 --> 00:07:19,615 যাহোক, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। 204 00:07:19,615 --> 00:07:21,377 আমরা যেগুলো অনুশীলনীতে দিয়েছি 205 00:07:21,377 --> 00:07:22,625 ওগুলোর কোনটা যদি তুমি 206 00:07:22,625 --> 00:07:23,869 বুঝতে না পারো। 207 00:07:23,869 --> 00:07:26,438 তাহলে তুমি 'Hints' চাপতে পারো। তখন তুমি বৃত্ত গুলো দেখতে পাবে। 208 00:07:26,438 --> 00:07:28,582 আর তখন তুমি বৃত্ত গুনে দেখতে পারবে। 209 00:07:28,582 --> 00:07:29,763 আর যদি তুমি সঠিক ভাবে বোঝার জন্য 210 00:07:29,763 --> 00:07:31,208 নিজের মত করে করতে চাও তাহলে, 211 00:07:31,208 --> 00:07:32,584 তুমি নিজেই বৃত্ত আঁকতে পারো, 212 00:07:32,584 --> 00:07:34,215 বা সংখ্যারেখা আঁকতে পারো 213 00:07:34,215 --> 00:07:36,805 যেমনটা আমরা উপস্থাপনায় করেছি। 214 00:07:36,805 --> 00:07:40,405 আমার মনে হয় এবার তুমি যোগের সমস্যা সমাধান করার জন্য তৈরি। 215 00:07:40,754 --> 00:07:42,377 ভালো থেক!