0:00:00.000,0:00:07.000 শুভ সকাল। আ্পনারা কেমন আছেন? অনেক মজা হয়েছে, তাই না? 0:00:07.000,0:00:11.000 আমি এই ব্যাপারটা নিয়ে অনেক অবাক হয়ে গেছি। 0:00:11.000,0:00:15.000 দেখুন, আমি চলে যাচ্ছি। (হাসি) 0:00:15.000,0:00:19.000 এই আলোচনাসভায় আরো তিনটি বিষয়বস্তু ছিল, তাই না, 0:00:19.000,0:00:23.000 যেগুলো কিনা আর বেশী গুরুত্বপুর্ণ 0:00:23.000,0:00:25.000 আমার যা নিয়ে কথা বলবো তার চেয়ে। 0:00:25.000,0:00:29.000 একটা হচ্ছে মানুষের সৃজনশীলতার অসাধারন একটি প্রমান 0:00:29.000,0:00:32.000 আমাদের সব উপস্থাপনা যা এখানে হয়েছিল 0:00:32.000,0:00:35.000 এবং সব মানুষের মধ্যে। বিভিন্ন ধরণের 0:00:35.000,0:00:38.000 এবং বিভিন্ন ক্রমসীমার। দ্বিতীয় তা হচ্ছে 0:00:38.000,0:00:41.000 এটা আমাদেরকে এমনি এক জায়গায় নিয়ে এসেছে যে আমরা জানি না কি হতে পারে, 0:00:41.000,0:00:43.000 ভবিষ্যৎ নিয়ে বলছি আর কি। কোন ধারণা নেই 0:00:43.000,0:00:45.000 এটা কিভাবে খেলানো হবে। 0:00:45.000,0:00:48.000 আমার শিক্ষায় বিশেষ আগ্রহ আছে -- 0:00:48.000,0:00:51.000 আসলে কি, আমি সবার মাঝেই শিক্ষার আকর্ষন খুঁজে পাই। 0:00:51.000,0:00:53.000 আপনি কি তা পান না? আমি এটাতে অনেক মজা পাই। 0:00:53.000,0:00:56.000 আপনি যদি রাতের খাবার সমাবেশে থাকেন, এবং বলে 0:00:56.000,0:00:59.000 আপনি শিক্ষায় কাজ করেন-- 0:00:59.000,0:01:06.000 আসলে কি, আপনি বেশী ভাগ সময় রাতের খাবারের সমাবেশে থাকেন না যদি আপনি শিক্ষায় কাজ করেন। 0:01:06.000,0:01:09.000 (হাসি) আপনাকে জিজ্ঞেস করা হয় না। 0:01:09.000,0:01:14.000 এবং আপনাকে কখনো উলটো জিজ্ঞেস করতে হয় না। এটা আমার কাছে অদ্ভুড লাগে। 0:01:14.000,0:01:16.000 কিন্তু আপনি যদি হন, এবং এটা যদি আপনি কাউকে বলে, 0:01:16.000,0:01:18.000 তারা তখন বলে "আপনি কি করেন?" 0:01:18.000,0:01:20.000 এবং আপনি বলেন আপনি শিক্ষায় কাজ করেন, 0:01:20.000,0:01:24.000 আপনি দেখবেন তাদের মুখের উপর রক্ত সরবারহ করছে। তারা বলবে, 0:01:24.000,0:01:30.000 "হায় রে খোদা! আমি কেন? আমার সম্পূর্ণ সপ্তাহের এক রাতই আমি বের হয়েছি যা কিনা বরবাত হয়ে গেল।" (হাসি) 0:01:30.000,0:01:32.000 কিন্তু আপনি যদি তার শিক্ষার কথা জিজ্ঞেস করেন, 0:01:32.000,0:01:34.000 তাহলে তারা আপনাকে দেয়ালে পিঠ ঠেকা করবে। কারণ এটা এমনি একটা জিনিস 0:01:34.000,0:01:37.000 যা কিনা একটা মানুষের সুগভীরে পৌছায়। আমি ঠিক বলি নি?