[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:02.60,Default,,0000,0000,0000,,\Nমত্স্যবিজ্ঞান Dialogue: 0,0:00:02.63,0:00:04.09,Default,,0000,0000,0000,,মাছ নিয়ে গবেষণা Dialogue: 0,0:00:04.11,0:00:06.97,Default,,0000,0000,0000,,এটা দেখতে বড় বিরক্তিকর শব্দ, Dialogue: 0,0:00:06.99,0:00:09.18,Default,,0000,0000,0000,,আসলে এটা সম্পূর্ণ উত্তেজনাপূর্ণ, Dialogue: 0,0:00:09.20,0:00:12.17,Default,,0000,0000,0000,,কারন এটা জ্ঞানের এক মাত্র শাখা Dialogue: 0,0:00:12.20,0:00:13.53,Default,,0000,0000,0000,,যার সাথে ''ইয়েলো'' আছে। Dialogue: 0,0:00:13.55,0:00:15.34,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:00:15.36,0:00:17.18,Default,,0000,0000,0000,,এখন, সুশীল দর্শক হিসেবে, Dialogue: 0,0:00:17.21,0:00:21.39,Default,,0000,0000,0000,,আপনারা জানেন, ইয়েলো মানে, আপনি একবার বাঁচবেন Dialogue: 0,0:00:21.41,0:00:23.07,Default,,0000,0000,0000,,কারন আমাদের শুধু একটা জীবন আছে। Dialogue: 0,0:00:23.10,0:00:25.86,Default,,0000,0000,0000,,আমি জীবনে যা করার স্বপ্ন দেখেছি\Nসেভাবে জীবন যাপন করতেছি: Dialogue: 0,0:00:25.88,0:00:29.04,Default,,0000,0000,0000,,পৃথিবীর গোপন বিষ্ময় দেখে\Nনতুন প্রজাতি খুঁজে। Dialogue: 0,0:00:29.07,0:00:30.57,Default,,0000,0000,0000,,এবং এটাই আমাকে করতে হয়। Dialogue: 0,0:00:30.87,0:00:35.33,Default,,0000,0000,0000,,সাম্প্রতিক বছরে আমি গুহাতে \Nপ্রজাতি খুঁজেছি, Dialogue: 0,0:00:35.35,0:00:38.62,Default,,0000,0000,0000,,এবং বেরিয়ে এসেছে যে,\Nঅনেক প্রজাতির গুহার মাছ আছে। Dialogue: 0,0:00:38.64,0:00:40.42,Default,,0000,0000,0000,,আপনাকে শুধু জানতে হবে\Nকোথায় দেখতে হবে, Dialogue: 0,0:00:40.45,0:00:42.66,Default,,0000,0000,0000,,এবং হয়ত কিছুটা চিকন হতে হবে। Dialogue: 0,0:00:42.68,0:00:43.78,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:00:43.80,0:00:47.82,Default,,0000,0000,0000,,গুহামাছ আমাকে অনেক কিছু বলতে পারে\Nজীববিদ্যা এবং ভূতত্ত্ব সম্পর্কে। Dialogue: 0,0:00:48.21,0:00:52.20,Default,,0000,0000,0000,,তারা আমাকে বলেতে পারে কিভাবে তাদের\Nচারপাশের ভূখন্ড পরিবর্তিত হয় ও সরে যায়, Dialogue: 0,0:00:52.22,0:00:54.44,Default,,0000,0000,0000,,এই ছোট গর্ত গুলতে আটকা পরে, Dialogue: 0,0:00:54.46,0:00:58.03,Default,,0000,0000,0000,,এবং তারা অন্ধ হয়ে আমাকে বলতে পারে,\Nদৃষ্টির বিবর্তন সম্পর্কে। Dialogue: 0,0:00:59.19,0:01:02.47,Default,,0000,0000,0000,,এখন, মাছের চোখ আছে যা ঠিক আমাদেরই মত। Dialogue: 0,0:01:02.49,0:01:06.32,Default,,0000,0000,0000,,\Nসব মেরুদন্ডী এবং প্রত্যেক মাছ প্রজাতি খাপ\Nখায়িয়ে নিতে শুরু করে Dialogue: 0,0:01:06.35,0:01:08.76,Default,,0000,0000,0000,,এই অন্ধকার, ঠান্ডা, গুহার পরিবেশে, Dialogue: 0,0:01:08.78,0:01:12.72,Default,,0000,0000,0000,,অনেক অনেক প্রজন্ম ধরে, তারা তাদের চোখ\Nএবং চোখের দৃষ্টি হারিয়ে ফেলে Dialogue: 0,0:01:12.74,0:01:15.89,Default,,0000,0000,0000,,যতদিন না তারা এই চোখবিহীন মাছটার মত\Nপরিণত হয়। Dialogue: 0,0:01:15.92,0:01:19.75,Default,,0000,0000,0000,,এখন, প্রত্যেকটি গুহার প্রজাতি \Nকিছুটা আলাদাভাবে আবির্ভূত হয়। Dialogue: 0,0:01:19.78,0:01:23.85,Default,,0000,0000,0000,,এবং প্রত্যেকের বলার মতএকটি এলাদা\Nজৈবিক ও ভূতত্ত্বিক গল্প আছে, Dialogue: 0,0:01:23.87,0:01:26.80,Default,,0000,0000,0000,,এবং এ জন্যই এটা অনেক উত্তেজানপূ্র্ণ\Nযখন নতুন একটা প্রজাতি পাই। Dialogue: 0,0:01:27.22,0:01:30.65,Default,,0000,0000,0000,,এটি আমাদের দ্বা্রা বর্ণনাকৃত দক্ষিণ\Nইন্ডিয়ানার নতুন একটি প্রজাতি। Dialogue: 0,0:01:31.08,0:01:34.97,Default,,0000,0000,0000,,আমরা এটার নাম দিয়েছি আম্বল্যপ্সিস হুসিএরি\Nইন্ডিয়ানার গুহামাছ। Dialogue: 0,0:01:34.100,0:01:36.06,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:01:36.08,0:01:39.01,Default,,0000,0000,0000,,কেনটাকি'র গুহামাছরা এদের নিকট আত্নীয় Dialogue: 0,0:01:39.03,0:01:40.64,Default,,0000,0000,0000,,অতিকায় গুহা্র। Dialogue: 0,0:01:40.66,0:01:43.69,Default,,0000,0000,0000,,তারা আলাদা হয়ে যায় যখন\Nওহাইয়ো নদী তাদের আলাদা করে Dialogue: 0,0:01:43.72,0:01:45.00,Default,,0000,0000,0000,,কয়েক লক্ষ বছর আগে। Dialogue: 0,0:01:45.42,0:01:48.16,Default,,0000,0000,0000,,এবং এই সময়ে তাদের মধ্যে এই সূক্ষ্ম বৈশিষ্ট\Nআবির্ভূত হয় Dialogue: 0,0:01:48.19,0:01:50.95,Default,,0000,0000,0000,,জেনেটিক স্থাপত্যে তাদের অন্ধত্বের পিছনে। Dialogue: 0,0:01:51.29,0:01:54.80,Default,,0000,0000,0000,,রোডোপসিন নামে একটি জিন আছে যা দৃষ্টিশক্তি\Nজন্য খুব সংকটপূর্ণ। Dialogue: 0,0:01:54.83,0:01:57.23,Default,,0000,0000,0000,,যা আমাদের আছে এবং এই প্রজাতিরও আছে, Dialogue: 0,0:01:57.25,0:02:00.12,Default,,0000,0000,0000,,শুধু একটি প্রজাতি এই জিনের সব কার্যক্রম হারিয়ে ফেলেছে, Dialogue: 0,0:02:00.15,0:02:01.82,Default,,0000,0000,0000,,এবং অন্যরা এটা ব্যবহার করে। Dialogue: 0,0:02:02.23,0:02:06.26,Default,,0000,0000,0000,,এটাই এই সুন্দর প্রাকৃতিক গবেষণা \Nসূত্রপাত করে Dialogue: 0,0:02:06.28,0:02:09.24,Default,,0000,0000,0000,,যেখানে আমরা আমাদের দৃষ্টির পিছনের জিনকে \Nদেখতে পাই, Dialogue: 0,0:02:09.27,0:02:11.93,Default,,0000,0000,0000,,এবং কিভাবে আমরা দেখি তার মূল কারণ পাই। Dialogue: 0,0:02:13.05,0:02:14.76,Default,,0000,0000,0000,,কিন্তু এই গুহামাছের জিনগুলো Dialogue: 0,0:02:14.78,0:02:17.57,Default,,0000,0000,0000,,গভী্র ভূতাত্ত্বিক সময় সম্পর্কেও বলতে পারে, Dialogue: 0,0:02:17.60,0:02:20.06,Default,,0000,0000,0000,,হতে পারে এই প্রজাতি গুলোর চেয়ে বেশি নয়। Dialogue: 0,0:02:20.08,0:02:22.90,Default,,0000,0000,0000,,মাদাগাস্কার থেকে আমরা নতুন একটা প্রজাতি বর্ননা করি Dialogue: 0,0:02:22.92,0:02:26.22,Default,,0000,0000,0000,,আমরা যার নাম দেই টাইফেলোট্রিস মারায়বি। Dialogue: 0,0:02:26.24,0:02:29.51,Default,,0000,0000,0000,,যার মানে মালাগাসি ভাষায় 'বড় অসুস্থতা', Dialogue: 0,0:02:29.53,0:02:32.08,Default,,0000,0000,0000,,এই প্রজাতি সংগ্রঽ করার জন্য আমরা কত অসুস্থ\Nহয়ে গেসিলাম বোঝাতে। Dialogue: 0,0:02:32.61,0:02:34.19,Default,,0000,0000,0000,,এখন এটা বিশ্বাস করুন আর নাই করুন, Dialogue: 0,0:02:34.22,0:02:36.81,Default,,0000,0000,0000,,মৃত জিনিসের ডুবন্ত গর্তে সাতার কাটা Dialogue: 0,0:02:36.83,0:02:38.71,Default,,0000,0000,0000,,এবং বাদুরের বিষ্ঠা ভর্তি গর্তে Dialogue: 0,0:02:38.74,0:02:41.55,Default,,0000,0000,0000,,যাওয়াটা জীবনে বুদ্ধিমান কোন সিদ্ধান্ত না, Dialogue: 0,0:02:41.57,0:02:43.08,Default,,0000,0000,0000,,কিন্তু ইয়েলো। Dialogue: 0,0:02:43.10,0:02:46.90,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:02:46.92,0:02:51.10,Default,,0000,0000,0000,,আমাকে মেরে ফেলার চেষ্টা করা সত্বেও\Nএদের আমি ভালবাসি, Dialogue: 0,0:02:51.12,0:02:53.92,Default,,0000,0000,0000,,কারন মাদাগাস্কার এর এই প্রজাতিগুলো Dialogue: 0,0:02:53.94,0:02:56.76,Default,,0000,0000,0000,,নিকট আত্নীয়রা ৬০০০ কিলোমিটার \Nদূরে, Dialogue: 0,0:02:56.79,0:02:58.15,Default,,0000,0000,0000,,অস্ট্রেলিয়ার গুহামাছ। Dialogue: 0,0:02:58.70,0:03:02.34,Default,,0000,0000,0000,,এখণ ৩ ইঞ্ছি দীর্ঘ একটা গুহামাছ কখনো পারেনা Dialogue: 0,0:03:02.36,0:03:04.40,Default,,0000,0000,0000,,ভারতীয় সাগর সাতার কেটে পার হতে, Dialogue: 0,0:03:04.42,0:03:07.25,Default,,0000,0000,0000,,এই প্রজাতিগুলোর ডিএনএ তুলনা করে আমরা\Nযা পেয়েছি তা হচ্ছে Dialogue: 0,0:03:07.28,0:03:10.58,Default,,0000,0000,0000,,যে তারা ১০ কোটি বছর আগে আলাদা হয়ে গছে। Dialogue: 0,0:03:10.60,0:03:14.94,Default,,0000,0000,0000,,অথবা যখন দক্ষিণ মহাদেশ একসাথে ছিল। Dialogue: 0,0:03:15.88,0:03:18.08,Default,,0000,0000,0000,,আসলে এই প্রজাতি গুল একদমই \Nস্থান পরিবর্তন করেনি Dialogue: 0,0:03:18.10,0:03:19.91,Default,,0000,0000,0000,,মাহাদেশ তাদের আলাদা করে দিয়েছে। Dialogue: 0,0:03:19.93,0:03:21.95,Default,,0000,0000,0000,,এবং তারা তাদের ডিএনএ'র মাধ্যমে আমাদের দিয়েছে Dialogue: 0,0:03:21.98,0:03:24.40,Default,,0000,0000,0000,,সঠিক গঠন ও মাপ Dialogue: 0,0:03:24.42,0:03:27.58,Default,,0000,0000,0000,,যে কিভাবে এই প্রচীন ভূতাত্ত্বিক ঘটনার \Nতারিখ ও সময় নির্ণয় করতে হয়। Dialogue: 0,0:03:29.06,0:03:31.30,Default,,0000,0000,0000,,এখন, এই প্রজাতি এখানে অনেক নতুন Dialogue: 0,0:03:31.32,0:03:33.80,Default,,0000,0000,0000,,আমাকে অনুমতি দেয়া হয়নি এর নাম বলার Dialogue: 0,0:03:33.83,0:03:36.49,Default,,0000,0000,0000,,কিন্তু আমি বলতে পারি \Nএটি মেক্সিকো থেকে পাওয়া নতুন একটি প্রজাতি Dialogue: 0,0:03:36.51,0:03:38.26,Default,,0000,0000,0000,,এবং এটি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। Dialogue: 0,0:03:38.67,0:03:42.01,Default,,0000,0000,0000,,এটি ইতোমধ্যে বিলুপ্ত কারণ এটি যেখান \Nথেকে এসেছে একমাত্র পরিচিত গুহাটি Dialogue: 0,0:03:42.04,0:03:44.69,Default,,0000,0000,0000,,ধ্বংস হয়েছে বাধ বানানোর সময়। Dialogue: 0,0:03:44.71,0:03:46.68,Default,,0000,0000,0000,,দুর্ভাগ্যবশত গুহা মাছের জন্য, Dialogue: 0,0:03:46.70,0:03:48.28,Default,,0000,0000,0000,,ভূপৃষ্ঠের নিচের পানি আবাস Dialogue: 0,0:03:48.30,0:03:50.50,Default,,0000,0000,0000,,আমাদের খাবার পানিরও প্রধান উৎস। Dialogue: 0,0:03:51.10,0:03:55.80,Default,,0000,0000,0000,,আমরা আসলে এখনো জানিনা,\Nকারা তাদের নিকট আত্নীয়। Dialogue: 0,0:03:55.82,0:03:58.48,Default,,0000,0000,0000,,মানে হচ্ছে মেক্সিকোতে আর কিছু নেই, Dialogue: 0,0:03:58.50,0:04:00.20,Default,,0000,0000,0000,,হতে পারে কিউবাতে কিছু আছে, Dialogue: 0,0:04:00.22,0:04:02.24,Default,,0000,0000,0000,,অথবা ফ্লোরিডা অথবা ভারতে। Dialogue: 0,0:04:02.83,0:04:07.34,Default,,0000,0000,0000,,কিন্তু এটা যাইহোকনা কেন, এটা আমাদের\Nক্যারিবিয়ান ভূতত্ত্ব নিয়ে নতুন কিছু বলবে Dialogue: 0,0:04:07.36,0:04:10.57,Default,,0000,0000,0000,,অথবা কিভাবে রোগ নির্ণয় হবে Dialogue: 0,0:04:10.59,0:04:12.71,Default,,0000,0000,0000,,কিছু নির্দিষ্ট অন্ধত্ব প্রতিকারে। Dialogue: 0,0:04:12.74,0:04:16.15,Default,,0000,0000,0000,,আমি আশা করি, এই প্রজাতি বিলুপ্ত হওার\Nআগেই আমরা আবিষ্কার করব। Dialogue: 0,0:04:16.73,0:04:18.65,Default,,0000,0000,0000,,এবং আমি আমর একটি জীবন খরচ করতে যাচ্ছি Dialogue: 0,0:04:18.67,0:04:22.20,Default,,0000,0000,0000,,একজন মৎস্যবিদ্যাবিশারদ হিসেবে আবিষ্কার ও \Nরক্ষণের চেষ্টা করে Dialogue: 0,0:04:22.23,0:04:24.80,Default,,0000,0000,0000,,এসব নম্র ছোট অন্ধ গুহামাছদের Dialogue: 0,0:04:24.83,0:04:28.29,Default,,0000,0000,0000,,যা আমাদের পৃথিবী্র ভূতত্ত্ব নিয়ে\Nঅনেক কিছু বলতে পারে Dialogue: 0,0:04:28.32,0:04:30.13,Default,,0000,0000,0000,,এবং আমরা কিভাবে দেখি তার জীববিদ্যা। Dialogue: 0,0:04:30.67,0:04:31.82,Default,,0000,0000,0000,,ধন্যবাদ। Dialogue: 0,0:04:31.85,0:04:36.21,Default,,0000,0000,0000,,(হাততালি)