1 00:00:00,813 --> 00:00:03,200 এই ভিডিও এবং এর পরেরটির উদ্দেশ্য হচ্ছে 2 00:00:03,200 --> 00:00:07,766 পৃথিবী এবং সৌরজগতের আকার সম্পর্কে একটা ধারণা দেয়া 3 00:00:07,766 --> 00:00:10,565 যদিও এরপর সৌরজগৎ ছাড়িয়ে 4 00:00:10,565 --> 00:00:11,819 গ্যালাক্সি এবং মহাবিশ্বের আকার 5 00:00:11,819 --> 00:00:13,816 আমাদের কল্পনাকেও হার মানাবে 6 00:00:13,816 --> 00:00:16,324 তারপরও চেষ্টা করতে তো ক্ষতি নেই 7 00:00:16,324 --> 00:00:18,460 যারা এখন ভিডিওটি দেখছো তাদের সবাই আশাকরি জানো 8 00:00:18,460 --> 00:00:20,782 যে এটা হচ্ছে পৃথিবী 9 00:00:20,782 --> 00:00:23,104 এটাই আমাদের আবাসভূমি 10 00:00:23,104 --> 00:00:25,797 আকার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভের চেষ্টা করা যাক 11 00:00:25,797 --> 00:00:28,909 সম্ভবত দীর্ঘতম যে আকারটির সাথে আমরা খুব ভালভাবে পরিচিত তা হচ্ছে 12 00:00:28,909 --> 00:00:30,348 মোটামুটি ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার 13 00:00:30,348 --> 00:00:33,135 একটা গাড়িতে করে এক দেড় ঘণ্টায় 14 00:00:33,135 --> 00:00:34,064 আনুমানিক ১০০ মাইল যাওয়া যায় 15 00:00:34,064 --> 00:00:37,036 এবং পৃথিবীর ছবিটিতে এই আকার হবে মোটামুটি 'এতোটুকু' 16 00:00:37,036 --> 00:00:40,658 এটা হবে একটা ছোট্ট দাগের মতো 17 00:00:40,658 --> 00:00:42,701 এই দাগটিই আনুমানিক ১০০ মাইল 18 00:00:42,701 --> 00:00:44,559 আকার সম্পর্কে আরেকটু পরিষ্কার হতে 19 00:00:44,559 --> 00:00:48,135 এমন একটা দ্রুতির কথা ভাবা যাক যা আমরা মোটামুটি ধারণা করতে পারি 20 00:00:48,135 --> 00:00:50,643 যে দ্রুতি বা বেগ সম্পর্কে আমাদের বেশ ভাল আইডিয়া আছে 21 00:00:50,643 --> 00:00:54,383 সম্ভবত একটা বুলেটের গতি এক্ষেত্রে ভাল উদাহরণ 22 00:00:54,383 --> 00:00:57,191 হ্যা, একটা বুলেটের বেগ 23 00:00:57,191 --> 00:00:58,584 সত্যি বলতে বুলেটের বেগ সম্পর্কেও আমাদের অতো ভাল আইডিয়া নেই 24 00:00:58,584 --> 00:01:02,113 তারপরও ধরে নিতে পারি এটাই দ্রুততম কিছু একটা যা সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি 25 00:01:02,113 --> 00:01:03,667 বুলেটের বেগ আনুমানিক 26 00:01:03,667 --> 00:01:05,271 (তবে বুলেট তো অনেক রকমের হতে পারে 27 00:01:05,271 --> 00:01:07,268 একেক রকমের বুলেটের বেগও একেক রকম হতে পারে) 28 00:01:07,268 --> 00:01:10,101 তবে বলা যায় এর গড়পরতা দ্রুতি প্রতি সেকেন্ডে ২৮০ মিটার 29 00:01:10,101 --> 00:01:18,000 বা প্রতি ঘণ্টায় ১০০০ কিলোমিটার 30 00:01:18,000 --> 00:01:25,050 জেট প্লেনের বেগও অনেকটা এরকম 31 00:01:25,050 --> 00:01:27,284 বুলেটের বেগের কাছাকাছি 32 00:01:27,284 --> 00:01:32,955 পুরো পৃথিবীর আকার সম্পর্কে ধারণা দিতে এর পরিধির দিকে নজর দেয়া যাক 33 00:01:32,955 --> 00:01:35,573 অর্থাৎ এক জায়গা থেকে শুরু করে পুরো পৃথিবী ঘুরে আবার সে জায়গায় ফিরে আসলে যে দূরত্ব পাওয়া যাবে 34 00:01:35,573 --> 00:01:42,075 সেই পরিধির মান হচ্ছে আনুমানিক ৪০ হাজার কিলোমিটার 35 00:01:42,075 --> 00:01:47,651 হ্যা, ৪০,০০০ কিলোমিটার 36 00:01:47,651 --> 00:01:50,573 সুতরাং তুমি যদি একটি বুলেট 37 00:01:50,573 --> 00:01:51,409 বা একটি জেট প্লেনের বেগে চলতে থাকো 38 00:01:51,409 --> 00:01:55,405 অর্থাৎ ঘণ্টায় ১০০০ কিলোমিটার বেগে 39 00:01:55,405 --> 00:01:59,072 তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে প্রায় ৪০ ঘণ্টা 40 00:01:59,072 --> 00:02:05,670 ৪০ ঘণ্টায় পৃথিবী ভ্রমণ সম্ভব 41 00:02:06,224 --> 00:02:09,707 এটা অবশ্য খুব বিস্ময়কর কিছু না 42 00:02:09,707 --> 00:02:12,632 তোমাদের কেউ হয়তো ১২ বা ১৫ ঘণ্টা প্লেন ভ্রমণ করেছো 43 00:02:12,632 --> 00:02:14,397 সে সময়ে পুরো পৃথিবী ঘুরে আসা না গেলেও 44 00:02:14,397 --> 00:02:15,400 বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করা যায় 45 00:02:15,400 --> 00:02:18,716 হয়তো সান ফ্রানসিস্কো থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত যাওয়া যায় 46 00:02:18,716 --> 00:02:22,060 সুতরাং এখন পর্যন্ত আকার গুলো আমাদের জন্য অতো বিস্ময়কর হয়ে উঠেনি 47 00:02:22,060 --> 00:02:24,660 অবশ্য আমার কাছে পৃথিবীকেই অবিশ্বাস্য রকমের 48 00:02:24,660 --> 00:02:27,725 বড় বস্তু মনে হয় 49 00:02:27,725 --> 00:02:29,072 আচ্ছা পৃথিবীর কথা তুলে রেখে এবার 50 00:02:29,072 --> 00:02:30,744 সূর্যের কথা ভাবা যাক 51 00:02:30,744 --> 00:02:33,902 কারণ সূর্যের আকার আরও অনেক অনেক বড় 52 00:02:33,902 --> 00:02:36,735 এই ছবিটি অবশ্যই সূর্যের 53 00:02:36,735 --> 00:02:42,133 এবং আশাকরি অধিকাংশ মানুষই জানে যে সূর্য পৃথিবী থেকে "অনেক" বড় 54 00:02:42,133 --> 00:02:44,957 এবং পৃথিবী থেকে তার দূরত্বও অনেক 55 00:02:44,957 --> 00:02:47,067 কিন্তু আমার মনে হয় অধিকাংশ মানুষ, এমনকি আমি নিজেও 56 00:02:47,067 --> 00:02:53,626 সূর্যের আকার বা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের বিশালতা পুরোপুরি অনুধাবন করতে পারি না 57 00:02:53,626 --> 00:02:58,457 সুতরাং একটা ধারণা দেয়া দরকার এখনই: সূর্যের পরিধি 58 00:02:58,457 --> 00:03:07,274 পৃথিবীর ১০৯ গুণ 59 00:03:07,289 --> 00:03:10,402 সূর্য পরিধির দিক দিয়ে পৃথিবীর ১০৯ গুণ বড় 60 00:03:10,402 --> 00:03:12,911 এখন সেই একই কাল্পনিক পরীক্ষাটি এখানে করা যাক 61 00:03:12,911 --> 00:03:18,006 আগেই জেনেছি আমি যদি একটি বুলেট বা জেট প্লেনের বেগে ছুটি 62 00:03:18,006 --> 00:03:20,508 তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে ৪০ ঘণ্টা 63 00:03:20,508 --> 00:03:23,179 তাহলে সূর্যের ক্ষেত্রে কতক্ষণ লাগবে? 64 00:03:23,179 --> 00:03:27,911 অর্থাৎ একটি জেট প্লেনে করে যদি আমরা সূর্যকে এক চক্কর ঘুরে দেখতে চাই 65 00:03:27,911 --> 00:03:30,800 বা কোনভাবে যদি একটি বুলেটের উপর চড়ে বসতে পারি সূর্য প্রদক্ষিণ করার জন্য 66 00:03:30,800 --> 00:03:34,067 তাহলে সূর্যের পুরো পরিধি একবার ঘুরে আসতে 67 00:03:34,067 --> 00:03:35,019 সময় লাগবে 68 00:03:35,019 --> 00:03:39,057 পৃথিবীর ক্ষেত্রে যতক্ষণ লেগেছিল তার ১০৯ গুণ 69 00:03:39,057 --> 00:03:43,980 সুতরাং প্রায় ১০০ গুণ বেশি সময় লাগবে (আমি অবশ্য ১০৯ নিতে পারতাম, কিন্তু একটা আনুমানিক হিসাব করতে চাচ্ছি) 70 00:03:43,980 --> 00:03:46,069 এটা পৃথিবীর পরিধির প্রায় ১০০ গুণ 71 00:03:46,069 --> 00:03:52,117 সুতরাং ১০০ গুণন ৪০ সমান ৪০০০ 72 00:03:52,117 --> 00:03:53,951 ৪ হাজার ঘণ্টা! 73 00:03:53,951 --> 00:03:56,008 এবং ৪০০০ ঘণ্টা ঠিক কত দীর্ঘ তা বুঝতে 74 00:03:56,008 --> 00:03:58,005 আমার ক্যালকুলেটরটা বের করা যাক 75 00:03:58,005 --> 00:03:59,583 আসল হিসাবটাই করি চলো 76 00:03:59,583 --> 00:04:04,320 এটা পৃথিবীর পরিধির ১০৯ গুণ 77 00:04:04,320 --> 00:04:06,667 ১০৯ গুণন ৪০ ঘণ্টা 78 00:04:06,667 --> 00:04:08,964 যেটা পৃথিবীর চারদিকে ঘুরে আসার সময় 79 00:04:08,964 --> 00:04:14,676 তাহলে সূর্যের ক্ষেত্রে লাগবে ৪৩৬০ ঘণ্টা 80 00:04:14,676 --> 00:04:17,974 যদি আমরা একটি বুলেট বা জেট প্লেনের বেগে ছুটি 81 00:04:17,974 --> 00:04:20,899 এক দিনে আছে ২৪ ঘণ্টা যা থেকে পাওয়া যাচ্ছে 82 00:04:20,899 --> 00:04:23,593 ১৮১ দিন 83 00:04:23,593 --> 00:04:25,265 অর্থাৎ প্রায় অর্ধেক বছর লেগে যাবে 84 00:04:25,265 --> 00:04:30,559 জেট প্লেনের বেগে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে 85 00:04:30,559 --> 00:04:31,673 এটা লিখে রাখি 86 00:04:31,673 --> 00:04:33,995 অর্ধেক বছর! 87 00:04:33,995 --> 00:04:37,014 অর্ধেক বছর... 88 00:04:37,014 --> 00:04:39,260 সূর্য বিশাল 89 00:04:39,260 --> 00:04:41,382 সূর্য বিশাল! 90 00:04:41,382 --> 00:04:44,090 অবশ্য এটা দেখেই খুব বেশি বিস্মিত হবে কিনা জানি না 91 00:04:44,090 --> 00:04:45,838 আকার সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা দেই 92 00:04:45,838 --> 00:04:47,927 এখানে সূর্যের আরেকটা ছবি আছে 93 00:04:47,927 --> 00:04:49,924 সূর্যের আরেকটা ছবি 94 00:04:49,924 --> 00:04:52,989 বাকি সৌর জগৎ নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলব 95 00:04:52,989 --> 00:04:56,240 কিন্তু এখানে, এই আকারের স্কেলে সূর্য 96 00:04:56,240 --> 00:04:58,841 অন্তত আমার কম্পিউটারের পর্দায় 97 00:04:58,841 --> 00:05:01,302 সূর্যের ব্যাস হবে প্রায় ২০ ইঞ্চি 98 00:05:01,302 --> 00:05:03,345 অথচ পৃথিবী এখানের এই ছোট্ট বিন্দুটি কেবল 99 00:05:03,345 --> 00:05:05,250 একটি বৃষ্টির ফোটার চেয়েও ছোট 100 00:05:05,250 --> 00:05:09,336 এখানের এই ছোট্ট বিন্দুটিই পৃথিবী 101 00:05:09,336 --> 00:05:12,169 এই স্কেলে যদি পৃথিবী আঁকতে চাই যেখানে সূর্যের আকারই অনেক ছোট 102 00:05:12,169 --> 00:05:14,166 তাহলে পৃথিবী হবে মোটামুটি এরকম 103 00:05:14,166 --> 00:05:17,835 মাত্র এতটুকু বড় 104 00:05:17,835 --> 00:05:20,342 এখন এটা অবশ্য অতো স্পষ্ট মনে হচ্ছে না এখনো 105 00:05:20,342 --> 00:05:23,315 ক্লাস থ্রি বা ফোরে তো আমরা সবাই বিজ্ঞান প্রজেক্ট করেছি 106 00:05:23,315 --> 00:05:26,983 বা সৌরজগতের এমন ছবি তোমরা অনেক সময়ই দেখে থাকো 107 00:05:26,983 --> 00:05:30,327 কিন্তু স্পষ্ট বুঝতে পারো না যে গ্রহগুলো আসলে অনেক দূরে অবস্থিত 108 00:05:30,327 --> 00:05:32,451 আনুপাতিক আকার মেনে ছবিটা আঁকা হলেও 109 00:05:32,451 --> 00:05:37,014 দেখে যতটুকু মনে হচ্ছে গ্রহগুলো সূর্য থেকে তারচেয়ে অনেক বেশি দূরে 110 00:05:37,014 --> 00:05:44,840 পৃথিবী সূর্য থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত 111 00:05:44,840 --> 00:05:48,436 অর্থাৎ পৃথিবী 112 00:05:48,436 --> 00:05:52,061 এই দূরত্বটুকু, সূর্য যদি এখানে হয় 113 00:05:52,061 --> 00:05:54,569 ঠিক এখানে, তাহলে তুমি এমনকি 114 00:05:54,569 --> 00:05:57,030 এই স্কেলে পৃথিবীকে দেখতেই পাবে না 115 00:05:57,030 --> 00:05:58,023 সূর্য এত ছোট হলে পৃথিবীকে এখানে দেখাই সম্ভব না 116 00:05:58,023 --> 00:05:59,867 এটা এক পিক্সেলও হবে না 117 00:05:59,867 --> 00:06:04,739 কিন্তু দূরত্বটা হবে ১৫ কোটি 118 00:06:04,739 --> 00:06:13,533 পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার 119 00:06:13,533 --> 00:06:16,070 এবং ঠিক এই দূরত্বটাকেই বলা হয় এক জ্যোতির্বৈজ্ঞানিক একক 120 00:06:16,070 --> 00:06:18,467 পরের কয়েকটি ভিডিওতেও আমরা এই শব্দটা ব্যবহার করব 121 00:06:18,467 --> 00:06:20,389 কেবল এ কারণে যে দূরত্ব নিয়ে ভাবার ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক 122 00:06:20,389 --> 00:06:24,383 এটাকে অনেক সময় সংক্ষেপে এইউ ডাকা হয় 123 00:06:24,383 --> 00:06:27,402 জ্যোতির্বৈজ্ঞানিক 124 00:06:27,402 --> 00:06:30,374 জ্যোতির্বৈজ্ঞানিক একক... 125 00:06:30,374 --> 00:06:33,300 এবং এই দূরত্বটা ঠিক কত বড় তা বোঝাতে 126 00:06:33,300 --> 00:06:37,061 আলোর কথা ধরা যাক, যার বেগ আমাদের কাছে মনে হয় প্রায় অসীম 127 00:06:37,061 --> 00:06:38,733 অর্থাৎ যাকে মুহূর্তের মাঝেই অনেক দূরে চলে যেতে দেখা যায় 128 00:06:38,733 --> 00:06:42,402 সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে ৮ মিনিট সময় নেয় 129 00:06:42,402 --> 00:06:46,400 সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে তা পৃথিবী থেকে 130 00:06:46,400 --> 00:06:49,739 আমরা ৮ মিনিট পরে জানতে পারব 131 00:06:49,739 --> 00:06:54,569 কিংবা এই জেট প্লেনের মাধ্যমে ব্যাপারটা বোঝাতে গেলে 132 00:06:54,569 --> 00:06:55,730 আবার ক্যালকুলেটরটা নিয়ে আসা যাক 133 00:06:55,730 --> 00:07:01,259 আমরা এখানে কথা বলছি ১৫ 134 00:07:01,259 --> 00:07:03,600 কোটি নিয়ে! 135 00:07:03,600 --> 00:07:06,829 এটা ১৫ কোটি কিলোমিটার 136 00:07:06,829 --> 00:07:09,941 আমাদের বেগ যদি হয় ঘণ্টায় ১০০০ কিলোমিটার 137 00:07:09,941 --> 00:07:12,866 তাহলে সময় লাগবে 138 00:07:12,866 --> 00:07:17,603 ১৫০ হাজার ঘণ্টা, বুলেট বা জেট প্লেনের বেগে 139 00:07:17,603 --> 00:07:19,925 সূর্যের কাছে পৌঁছাতে, আরও পরিষ্কার করতে 140 00:07:19,925 --> 00:07:25,173 দিন দিয়ে হিসাব করা যাক, একদিনে আছে ২৪ ঘণ্টা 141 00:07:25,173 --> 00:07:30,839 এটা হবে ৬২৫০ দিন, যাকে ৩৬৫ দিন দিয়ে ভাগ করলে পাই 142 00:07:30,839 --> 00:07:33,426 প্রায় ১৭ বছর 143 00:07:33,426 --> 00:07:38,269 সূর্যের দিকে একটা বুলেট ছুঁড়ে দিলে তা সূর্যের কাছে পৌঁছাতে ১৭ বছর সময় নেবে 144 00:07:38,269 --> 00:07:40,154 যদি বেগের কোন পরিবর্তন না হয় 145 00:07:40,154 --> 00:07:45,281 অর্থাৎ একটা বুলেট বা জেট প্লেন ১৭ বছরে পৃথিবী থেকে সূর্যে পৌঁছাতে পারবে 146 00:07:45,281 --> 00:07:47,667 ১৭ ... 147 00:07:47,667 --> 00:07:49,507 ১৭ বছর ... 148 00:07:49,507 --> 00:07:51,040 কিংবা অন্যভাবে দেখলে: 149 00:07:51,040 --> 00:07:56,200 আমার পর্দায় এই সূর্যের ছবিটার ব্যাস প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি 150 00:07:56,200 --> 00:08:00,049 সঠিক আকারে আঁকলে 151 00:08:00,049 --> 00:08:03,600 এই ছোট্ট বিন্দু যেটা পৃথিবী 152 00:08:03,600 --> 00:08:04,786 এই ছোট্ট বিন্দু 153 00:08:04,786 --> 00:08:06,783 যদি দূরত্বটাও সঠিক স্কেলে আঁকি 154 00:08:06,783 --> 00:08:10,963 তাহলে এই ছোট্ট বিন্দুকে সূর্য থেকে ৫০ ফুট দূরে স্থাপন করতে হবে 155 00:08:10,963 --> 00:08:12,960 সূর্য থেকে ৫০-৬০ ফুট বা ১৫-১৮ মিটার দূরে 156 00:08:12,960 --> 00:08:14,446 যদি তোমরা সৌরজগতের দিকে তাকিয়ে থাকো 157 00:08:14,446 --> 00:08:16,721 এবং অবশ্যই সৌরজগতে আরও অনেক কিছু আছে 158 00:08:16,721 --> 00:08:18,393 সেগুলো নিয়ে পরের ভিডিওগুলোতে কথা বলব আমরা 159 00:08:18,393 --> 00:08:23,316 তাহলে এই বিন্দুটি তোমরা এমনকি দেখতেও পাবে না! মনে হবে কেবল এই ছোট্ট ধূলির মত জিনিসটা সূর্যের চারদিকে উড়ে বেড়াচ্ছে 160 00:08:23,316 --> 00:08:26,149 এবং এই সৌর জগৎ থেকে আমরা যতো দূরে যাব ততোই দেখব 161 00:08:26,149 --> 00:08:29,724 এই ছোট্ট দূরত্বটাও কিম্ভূতকিমিকার রকমের ছোট হয়ে যাচ্ছে 162 00:08:29,724 --> 00:08:31,303 অন্যভাবে দেখলে 163 00:08:31,303 --> 00:08:34,229 সূর্যের আকার যদি হয় এতটুকু 164 00:08:34,229 --> 00:08:36,467 ঠিক এতটুকু 165 00:08:36,467 --> 00:08:39,477 তাহলে এই ছোট্ট বিন্দু অর্থাৎ এই আকারের পৃথিবীটা 166 00:08:39,477 --> 00:08:42,449 সূর্য থেকে প্রায় ২০০ ফুট বা ৬০ মিটার দূরে থাকবে 167 00:08:42,449 --> 00:08:45,050 একটা ফুটবল মাঠের কল্পনা করতে পার 168 00:08:45,050 --> 00:08:47,533 একটা ফুটবল মাঠের ক্ষেত্রে 169 00:08:47,533 --> 00:08:49,229 একটা ফুটবল মাঠ এঁকেই ফেলি 170 00:08:49,229 --> 00:08:51,133 এগুলো হচ্ছে শেষ সীমানা 171 00:08:51,133 --> 00:08:52,805 একটা সীমানা, আরেকটা সীমানা 172 00:08:52,805 --> 00:08:55,591 এবং তুমি যদি মেডিসিন বলের মতো আকারের কিছু একটা 173 00:08:55,591 --> 00:08:58,239 বাস্কেট বলের চেয়ে সামান্য বড় একটা বল এক সীমান্তে রাখো 174 00:08:58,239 --> 00:09:05,065 এই ছোট্ট বিন্দুটা হবে আনুমানিক ৬০ গজ বা ৬০ মিটার দূরে 175 00:09:05,065 --> 00:09:07,805 ফুটবল মাঠের সাপেক্ষে এই ছোট্ট বিন্দুটা অবশ্য তোমরা দেখতেই পাবে না 176 00:09:07,805 --> 00:09:09,477 অনেকটা এমন আকারের 177 00:09:09,477 --> 00:09:12,124 যাই হোক, আমি এখানেই ছেড়ে দিচ্ছি তোমাদের, আশাকরি 178 00:09:12,124 --> 00:09:16,443 এসব ভেবে তোমরা দিশেহারা হওয়া শুরু করেছ 179 00:09:16,443 --> 00:09:20,251 পৃথিবী ও সূর্য কত বড় এবং তাদের দূরত্ব কত বিশাল 180 00:09:20,251 --> 00:09:23,037 এরপর আমরা দেখব এই বিশাল দূরত্বগুলোও 181 00:09:23,037 --> 00:09:27,031 বাকি সৌরজগতের সাপেক্ষে কত ছোট হয়ে যায় 182 00:09:27,031 --> 99:59:59,999 বিশেষ করে আমরা আমরা যখন সৌরজগৎ ছাড়িয়ে আরও দূরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে শুরু করি