Return to Video

প্রশ্নের সম্মুখে শিল্পকলা ৬ : হোলবাঁর আঁকা "রাষ্ট্রদূতগণ"

  • 0:03 - 0:05
    প্রশ্নের সম্মুখে
  • 0:05 - 0:06
    ...চিত্রকলা
  • 0:12 - 0:14
    দুজন পুরুষ
  • 0:16 - 0:18
    জিনিষে ঠাসা তাক বা সেল্ফের কাছে
  • 0:19 - 0:21
    দাঁড়িয়ে আছেন৷
  • 0:23 - 0:24
    হোলবাঁর আঁকা চিত্র!
  • 0:25 - 0:27
    আপাতদৃষ্টিতে সবকিছুই বিলাসিতা,
  • 0:27 - 0:28
    ক্ষমতা,
  • 0:28 - 0:30
    ঔদ্ধত্তের পরিচায়ক বলে মনে হয়৷
  • 0:30 - 0:32
    কিন্তু এসবের মাঝে কী যেন একটা বেসুর ঠেকে!
  • 0:32 - 0:35
    সেটি হল একটি ম্লান ও ভয়ঙ্কর আকৃতি
  • 0:35 - 0:37
    যা তাদের নীচে ঝুলে আছে...
  • 0:38 - 0:40
    চিত্রটির মর্মার্থ আবিষ্কার করতে হলে,
  • 0:40 - 0:42
    একে কোণ থেকে দেখতে হবে:
  • 0:44 - 0:47
    যখন আমরা এই পন্থা অবলম্বন করি,
  • 0:47 - 0:49
    চিত্রের মধ্যে নিপুণভাবে পেতে রাখা ফাঁদ ধীরে ধীরে উন্মোচিত হয়
  • 0:50 - 0:54
    এবং প্রকৃত সত্য প্রকাশ পায়!
  • 0:56 - 0:59
    মৃত্যু সবকিছু নিঃশেষ করে দেয়!
  • 1:04 - 1:08
    অতএব অতি নিপুণতার সঙ্গে আঁকা এই চিত্রটির প্রকৃত অর্থ কি?
  • 1:09 - 1:11
    এই দুই পুরুষ কি মৃত্যুকে পদদলিত করছেন....
  • 1:11 - 1:15
    ...নাকি তাঁরা মৃত্যুকে জয় করার প্রস্তুতি নিচ্ছেন ?
  • 1:15 - 1:19
    পর্ব ৬ : হোলবাঁর আঁকা "রাষ্ট্রদূতগন" "মৃত্যুর বিরুদ্ধে কি আমরা জয়ী হতে পারি ?"
  • 1:20 - 1:21
    প্রথম অ্যাক্ট : অপরাজেয় মৃত্যু
  • 1:23 - 1:25
    মৃত্যুকে পরাজিত করার প্রয়াস করা ?
  • 1:25 - 1:29
    সেক্ষেত্রে এই দুই ব্যাক্তি একেবারেই প্রস্তুত নন বলে মনে হয়!
  • 1:29 - 1:32
    বিস্তর পোষাকে ঢাকা শরীর...
  • 1:32 - 1:35
    ...এলোমেলোভাবে থাকা জিনিষপত্র...
  • 1:35 - 1:38
    ...মোটিফের জটলা:
  • 1:42 - 1:47
    এই কৃত্রিম, বিষণ্ণ, জটিল মানবজীবনের সামনে...
  • 1:47 - 1:50
    ...মৃত্যুকে অতীব সজীব দেখায়!
  • 1:50 - 1:52
    এই চিত্রের একমাত্র স্বাভাবিক ও অকৃত্রিম বস্তু হল মৃত্যু,
  • 1:52 - 1:55
    একমাত্র মৃত্যুই এক বিশেষ আলোকে উদ্ভাসিত যা চিত্রটির ডানপ্রান্ত থেকে,...
  • 1:57 - 1:59
    ...এবং এর নিজস্ব তেরছা কোণ থেকে আসছে৷
  • 2:00 - 2:02
    এমনকী এই মৃত্যুকে যেন জয়ীর হাসি হাসতেও দেখা যায়...
  • 2:02 - 2:05
    ....চিত্রে মৃত্যুর এই হাসি তার চোয়াল থেকে কান অবধি বিস্তৃত৷
  • 2:05 - 2:08
    মৃত্যুকেই এই চিত্রে প্রকৃত হিরো / নায়ক বলে মনে হয়!
  • 2:11 - 2:15
    প্রাথমিকভাবে, "রাষ্ট্রদূতগন"এর পর্যবেক্ষণ করার ফল হল একাধারে সহজ ও উপদেশমূলক :
  • 2:17 - 2:19
    একদিকে, মৃত্যুর দৃষ্টিকোণ,...
  • 2:19 - 2:23
    ...যা জাগতিক বাস্তবতার অসারত্বকে মেলে ধরে :
  • 2:24 - 2:26
    না প্রাচূর্য,
  • 2:26 - 2:29
    না ক্ষমতা,
  • 2:29 - 2:30
    এমনকী না জ্ঞান,
  • 2:30 - 2:32
    কোনোকিছুই আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না!
  • 2:33 - 2:36
    অপরদিকে, এক উল্লম্ব দৃষ্টিকোণ থেকে চিত্রটি দেখলে
  • 2:36 - 2:40
    যীশুর প্রায় অদৃশ্য একটি ছবি একেবারে ক্যানভাসের ডান কোণায় দেখা যায় যাঁর উপস্থিতি
  • 2:40 - 2:46
    যেন মৃত্যকে " মুছে "দেয় : অর্থাৎ শিল্পী এখানে ধর্মের দৃষ্টিকোণ থেকেও চিত্রটির ব্যাখ্যা দিয়েছেন৷
  • 2:46 - 2:50
    হোলবাঁ তাঁর চিত্রটি ক্যানভাসের বিভিন্ন কোণ থেকে ব্যাখ্যা করার জন্য
  • 2:50 - 2:54
    ক্যানভাসের চারপাশে দর্শকদের নড়াচড়াকে অত্যন্ত নিপূণতার সঙ্গে ব্যবহার করেছেন যাতে দর্শক এখানে তাঁর দৈহিক চলাফেরার মাধ্যমে আধ্যাত্মিক চলন সম্পর্কেও অবহিত হন:
  • 2:55 - 3:03
    যা জাগতিক জগৎ থেকে সরে গিয়ে
  • 3:03 - 3:08
    প্রথমে ঈশ্বর ও তারপরে তাঁকে মুক্তির পথে নিয়ে যাবে৷
  • 3:12 - 3:15
    কিন্তু এই চিত্রের পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা এখানেই শেষ হয় না!
  • 3:19 - 3:22
    কারণ এখানে আরও অন্তর্নির্হীত অর্থ উন্মোচন করার আছে:
  • 3:22 - 3:24
    এই অন্তর্নিহীত অর্থ খোঁজার প্রয়াস আমাদেরকে ক্যানভাসের খুঁটিনাটি বিষয়ের প্রতি মনযোগী হবার জন্য উৎসাহিত করে,
  • 3:26 - 3:29
    বিশেষ করে H আকৃতির উপরে থাকা তাকটির প্রতি
  • 3:29 - 3:32
    যাতে এই দুই রাষ্ট্রদূত হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন৷
  • 3:32 - 3:35
    তাঁরা যেন মৃত্যুর উপর তাঁদের কতৃত্ত্ব স্থাপন করেছেন:
  • 3:35 - 3:38
    কী তাঁদের এহেন "দুরহঙ্কার" করার ক্ষমতা দেয়?
  • 3:41 - 3:43
    দ্বিতীয় অ্যাক্ট : " রাজনৈতিক মৃত্যু "
  • 3:46 - 3:49
    ১৫৩৩ : দুই রাষ্ট্রদূত৷
  • 3:49 - 3:51
    তাঁরা নবীন :
  • 3:51 - 3:54
    তাঁদের একজনের বয়স একটি ছুরিতে গোপনীয়তার সঙ্গে উল্লিখিত আছে,
  • 3:54 - 3:56
    ২৯ বছর
  • 3:56 - 3:57
    এবং অপরজনের বয়স : একটি বইয়ে,
  • 3:57 - 3:59
    ২৫ বছর৷
  • 4:01 - 4:03
    তাঁরা ফরাসী :
  • 4:03 - 4:09
    আমরা ফ্রান্সের রাজার তৈরী সন্ত মিশেলের আদেশ দেখতে পাই...
  • 4:09 - 4:13
    ...এবং উভয়ই কূটনিতির পেশায় একই দৃষ্টিভঙ্গী পোষণ করেন,...
  • 4:13 - 4:16
    ...এই দৃষ্টিভঙ্গী চিত্রের তাকে রাখা জিনিষগুলি দেখলে বোঝা যায়৷
  • 4:17 - 4:20
    তাকের উপরদিকে,উৎকর্ষতা - ঐশ্বরিক শৃঙ্খলা
  • 4:22 - 4:24
    তাকের নীচের অংশে, বিশৃঙ্খলা - পার্থিব জগতের প্রতিচ্ছবি,
  • 4:24 - 4:28
    অশুভ সঙ্কেতের চিহ্ন দ্বারা পরিবেষ্টিত :
  • 4:28 - 4:32
    কেসের মধ্যে একটি বাঁশী নেই
  • 4:32 - 4:36
    - তারের বাদ্যযন্ত্রটির একটি তার ছিঁড়ে গেছে
  • 4:36 - 4:41
    - গণিত বইএর "ভাগের" পৃষ্ঠাটি খোলা
  • 4:41 - 4:44
    - এবং সবশেষে তাকের মেঝেতে উল্টে থাকা ভূগোলক৷
  • 4:48 - 4:50
    এ সবকিছুই এক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে : ইউরোপের বিভিন্ন শক্তির সম্পর্কের পরিবর্তন,...
  • 4:50 - 4:52
    যা একটি দেশের অস্তিত্ত্বকে বিপন্ন করে ও তার শত্রুপক্ষকে ক্ষমতাশালী করে,
  • 4:52 - 4:53
    এই দেশটি হল ফ্রান্স,
  • 4:53 - 4:55
    তখন ইউরোপের সর্বাপেক্ষা শক্তিশালী দেশ৷
  • 4:56 - 5:00
    পর্তুগাল ও কাস্তি পৃথিবীব্যাপী সাম্রাজ্য গড়ছে
  • 5:02 - 5:07
    এবং পোপের আশীর্বাদে,তারা পৃথিবীকে নিজেদের ক্ষমতার বলে কুক্ষীগত করছে ও সাম্রাজ্যের পরিধি/সীমানা বিস্তার করছে :
  • 5:07 - 5:10
    এই সীমানার পূর্বদিকে যে নতুন জাযগাগুলি আবিষ্কৃত হয় সেগুলি পর্তুগালের অধীনে আসে,
  • 5:10 - 5:13
    আর পশ্চিমপ্রান্তেরগুলি স্পেনের দখলে যায়৷
  • 5:14 - 5:18
    পরিস্থিতি আরও জটিল হয় যখন কাষ্তি ও আরাগঁ ফ্রান্সের চিরশত্রু
  • 5:18 - 5:20
    জার্মানীর রোমান সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে...
  • 5:23 - 5:25
    এবং ইংরেজরা তখনও কালেতে উপস্থিত৷
  • 5:26 - 5:30
    ফলস্বরূপ ফ্রান্স চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে পড়ে৷
  • 5:30 - 5:36
    সুতরাং তাকে বাঁচাবার জন্য রাষ্ট্রদূতরা ৩ টি চাল চালেন :
  • 5:36 - 5:42
    প্রথম চাল, যার রূপকার প্রোটেস্টানিজমের প্রতিষ্ঠাতা লুথারের এই শ্লোক :
  • 5:42 - 5:46
    খ্রীষ্টধর্মের দুইভাগে বিভাজন : ক্যাথলিক ও প্রোটেষটান্ট৷
  • 5:46 - 5:50
    প্রোটেষ্টান্ট প্রিন্স ও শহরগুলিকে সমর্থনের মাধ্যমে তাঁরা সাম্রাজ্যকে দূর্বল করে দেন,
  • 5:50 - 5:52
    সেই সাম্রাজ্য যা ইতিমধ্যেই সহস্র স্টেটে বিভক্ত হয়ে পড়েছে৷
  • 5:56 - 5:59
    দ্বিতীয় চাল, মুসলিম জগতের সঙ্গে যোগাযোগ শুরু করা,
  • 5:59 - 6:01
    যার প্রমাণ আমরা চিত্রের কার্পেটের মধ্যে পাই৷
  • 6:01 - 6:05
    যখন এই চিত্রটি আঁকা হয়েছিল, ওটোমান সাম্রাজ্য ভিয়েনার দোরগোড়ায় এসে পৌঁছেছে
  • 6:05 - 6:06
    এবং খ্রীষ্টধর্মকে ভীতিপ্রদর্শন করে৷
  • 6:07 - 6:10
    কিন্তু রাষ্ট্রদূতরা তৎসত্ত্বও তার সাথে এক চুক্তি স্বাক্ষর করেন...
  • 6:10 - 6:14
    ...যাতে সাম্রাজ্যের শক্তিকে ফ্রান্সের পূর্বপ্রান্তে সরিয়ে দেওয়া যায়৷
  • 6:15 - 6:19
    তৃতীয় চাল : ইংল্যান্ডের রাজার প্রেম জীবন,
  • 6:19 - 6:24
    যার প্র্রতীকস্বরূপ চিত্রের মেঝের টাইলস আমরা দেখতে পাই. এইই টাইলস লন্ডনের ওয়েষ্টমিন্সটার অ্যাবের টাইলসকে অনুকরণ করে৷
  • 6:24 - 6:28
    এই ওয়েষ্টমিন্সটার অ্যাবেতেই ফরাসিদের সহায়তায় ইংল্যান্ডের রাজা ইংরেজ আন বোলেনকে বিবাহ করেন
  • 6:28 - 6:33
    তাঁর প্রথম স্ত্রীকে পরিত্যাগ করার পর, যিনি সাম্রাজ্যের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিলেন৷
  • 6:33 - 6:39
    এই কৌশলের মাধ্যমে ইংল্যান্ড ও সাম্রাজ্যের মধ্যে সম্ভাব্য আঁতাতকে ফ্রান্স রোধ করে৷
  • 6:48 - 6:52
    সুতরাং"রাষ্ট্রদূতগণ" চিত্রটি এক নতুন ধর্মকে প্রতিফলিত করে৷
  • 6:52 - 6:55
    এমন এক ধর্ম যা পোপের বিরুদ্ধাচরণ করতে ,
  • 6:55 - 6:57
    খ্রীষ্টধর্মের বিরুদ্ধ যেতে
  • 6:57 - 6:58
    ও সাম্রাজ্যের বিপক্ষে জোটবদ্ধ হতে প্রশ্রয় দেয়: তখন,
  • 6:58 - 7:01
    যখন একটি দেশের অতীব গুরূত্ত্বপূর্ণ স্বার্থ বিপদের সম্মুখীন হয় :
  • 7:01 - 7:05
    রাজনীতি ও রেইসঁ দেতা (Raison d'Etat)৷
  • 7:05 - 7:07
    এটি ম্যাকিয়াভেলির মত যা তাঁর রচিত " দ্য প্রিন্স " বইটিতে পাওয়া যায়৷
  • 7:07 - 7:10
    এই চিত্রটি আঁকার এক বছর আগে ম্যাকিয়াভেলির বই "দ্য প্রিন্স" প্রকাশিত হয়,
  • 7:10 - 7:16
    যেখানে তিনি দেখান যে রাজনীতি তার নিজস্ব আইন মেনে চলে৷
  • 7:16 - 7:21
    " [ দ্য প্রিন্স ], তাঁর রাষ্ট্রকে চালানোর জন্য প্রায়ই মানবতার বিরুদ্ধাচরণ করেন,
  • 7:21 - 7:25
    দানশীলতার বিপক্ষে, এমনকী ধর্মের বিরুদ্ধেও যান৷
  • 7:25 - 7:29
    শাসককে যথাসম্ভব নৈতিক উৎকর্ষতার পথে চলা উচিত,
  • 7:29 - 7:34
    কিন্তু প্রয়োজনমত তাঁকে অনৈতিক পন্থা অবলম্বন করতেও জানতে হবে৷ "
  • 7:36 - 7:40
    " রাষ্ট্রদূতগন " মূলত ৩ টি মুভমেন্টের উপর বিশেষভাবে আলোকপাত করে :
  • 7:40 - 7:42
    - আধ্যাত্মিক মুভমেন্ট, যেখানে বিশ্বাসের পরিবর্তন ঘটছে,...
  • 7:42 - 7:46
    যা পার্থিব জগৎ ও অহংকারের পথ থেকে মানুষের দৃষ্টি ঈশ্বরের প্রতি আকৃষ্ট করে৷
  • 7:46 - 7:51
    রাষ্ট্রদূতদের গতিবিধি / মুভমেন্ট যা সংঘাতের পরিস্থিতিকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুযোগে রূপান্তরিত করে৷
  • 7:51 - 7:53
    - শৈল্পিক মুভমেন্ট :
  • 7:53 - 7:55
    হোলবাঁ তাঁর সৃষ্টির মাধ্যমে আমাদের প্ররোচিত করেন...
  • 7:55 - 7:59
    ..তাঁর ক্যানভাসের চারপাশে আমাদর নড়াচড়ার মাধ্যমে জীবন নিয়ে মায়াজাল বুনতে ও সেই জাল ছিঁড়তে৷
  • 7:59 - 8:01
    জীবন ও মৃত্যু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত:
  • 8:01 - 8:02
    আমাদের তা মেনে নিতে হবে...
  • 8:02 - 8:04
    ...নয়ত ধ্বংস হয়ে যেতে হবে!
  • 8:10 - 8:12
    "রাষ্ট্রদূতগণ" চিত্রটিতে আরও রহস্য লুকিয়ে আছে!
  • 8:12 - 8:15
    সম্পূর্ণ ভিডিওটি দেখতে আগ্রহী ব্যাক্তিরা এটি ডিভিডি ও ভিওডিতে পেতে পারেন
  • 8:15 - 8:20
    পরবর্তী কাহিনী : বেল্লিনীর আঁকা "স্বর্গীয় প্রকৃতি"!
  • 8:20 - 8:27
    অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করুন : www.canal-educatif.fr
  • 8:27 - 8:30
    রচনা ও পরিচালনা:
  • 8:30 - 8:33
    প্রযোজনা:
  • 8:33 - 8:36
    আর্থিক সহায়তা : স্পনসর / পৃষ্ঠপোষক ও জনগণের সমর্থন
  • 8:36 - 8:39
    ভয়েসওভার
  • 8:39 - 8:42
    ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স
  • 8:42 - 8:45
    পোষ্ট - প্রোডাকশন / সাউন্ড রেকর্ডিং
  • 8:45 - 8:48
    যন্ত্রানুসঙ্গ নির্বাচন
  • 8:48 - 8:51
    সঙ্গীত
  • 8:51 - 8:54
    কৃতজ্ঞতা : বাংলা অনুবাদ : অর্পিতা দত্ত
  • 8:54 - 8:56
    একটি CED এর উপস্থাপনা
Title:
প্রশ্নের সম্মুখে শিল্পকলা ৬ : হোলবাঁর আঁকা "রাষ্ট্রদূতগণ"
Description:

এই ফিল্মটি প্রকৃতপক্ষে একটি দীর্ঘ সংষ্করণের (৩৭ মিনিট) সংক্ষিপ্ত রূপ৷ আপনি এটি ডিভিডি ও ভিওডি রূপে পেতে পারেন যে লিঙ্কে সেটি হল : http://www.canal-educatif.fr/videos/art/25/holbein/les-ambassadeurs.html. কেন দুজন কূটনীতিবিদ মৃত্যুর সম্মুখে এত ঔদ্ধত্য দেখান? তাঁরা কি মৃত্যুকে পরাজিত করার উপায় খুঁজে পেয়েছেন? "প্রশ্নের সম্মুখে চিত্রকলা" সিরিজটি সম্বন্ধে বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন : http://www.canal-educatif.fr

more » « less
Video Language:
French

Bengali subtitles

Revisions